![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ?
ব্লগে জয়েন করবার পর খেয়াল করলাম ‘বানান ভুল’ বিষয়টাকে আমি খানিকটা শিল্পের পর্যায়েই নিয়ে গেছি। জানেন… আম্মুর কাছে ছোটবেলায় প্রচুর পিটানি খাইছি এটার জন্য। আর এখন শতকরা ৭০ ভাগ পোষ্টেই বিভিন্ন ব্লগার ভাই বোন আমাকে উপদেশ, হুমকি কিংবা আদর করে ফ্রেন্ডলি ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন আমাকে বানানের ব্যাপারে সতর্ক হবার ব্যাপারে। ফেসবুকে লিখতাম আগে … সেখানেও এই ভুলটা প্রায়শই হতো। কিন্তু সেখানে আমাকে কেউ ওয়ার্নিং দিলে আমি উত্তর দিতাম জানেন ? ‘আমি যদি লেখক হই তবে পয়সা দিয়ে পার্সোনাল ‘প্রুফ দেখিয়ে’ রেখে দিব … ’। কিন্তু এমন উত্তর কখনো ব্লগে দিতে পারিনা। একটা সত্যি কথা বলতে কি, ব্লগে আসার পর থেকে ব্লগারদের প্রতি আমার রেস্পেক্ট কয়েকশত গুন বেড়ে গেছে। কারন এখানে সবাই লেখক, এখানে সবাই আমার মত তাদের মাথা থেকে প্রতিটা শব্দ নিংড়ে নিংড়ে বের করে আনে, এখানে সবাই ক্রিয়েটিভ। আগে কিছু ব্লগারদের কর্মকান্ড কিংবা লেখনী পড়ে আমার ভীষন রাগ হতো … কিন্তু ঠিক সেরকমই লেখা যদি আজ আমি সামুতে পড়ি খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না। সত্যি বলতে আমার সহনশীলতাও অনেক অনেক বেড়ে গেছে … উলটা পালটা কোন লেখা পড়লে বারবার মনে হয় সে ও তো আমার মত একজন ব্লগার। আমরা একই কম্যুনিটির মানুষ। সে তার নিজের মতাদর্শ প্রকাশ করতেই পারে… আমারও তো কোন একটা আদর্শ থাকতে পারে যেটা তার কাছে ভালো লাগবে না। তাই আমার ভালো না লাগলে আমি মাউস কিংবা ফোনের ক্রলবার ঘুরিয়ে নিচে চলে যাব। কারন কারো মৌলিক আদর্শগত বিষয়ে তর্ক করতে আমার ভালো লাগে না, তার তাতে ‘বৈরীতা’ ব্যাতিত কোন ভালো ফল পাওয়া যায় বলেও আমার মতে হয়না।
যাই হোক বানান ভুল থেকে বেশ দূরে চলে গেছি … হি হি হি। আমি কিন্তু ব্যক্তিগত জীবনে খুব একটা খারাপ ছাত্র নই (বুকে থাবড়ানি দেওয়ার ইমো )। সেকেন্ডারী ও হায়ার সেকেন্ডারী মিলিয়ে আমি শুধু এইচ.এস.সি র বাংলাতেই এ+ পায়নি (হাউমাউ করে কান্নার ইমো)। কাজেই , নুন্যতম ব্যাকরনটুকু আমার জানা। কিন্তু আমার কিছু ব্যক্তিগত মতাদর্শ আছে। যেমন, যে দু’একটা বাক্যই লিখিনা কেন …আমি সবসমই জোর দিই আমার এক্সপ্রেশানের ব্যাপারে, মানে আমি যতটুকু কল্পনা করছি তার কতটুকু আমি আমার ভাষায় এক্সপ্রেস করে নিজেকে স্যাটিসফাই করতে পারছি। আমার কাছে আমার একটা লেখার স্বার্থকতা এতটুকুই। আমার বন্ধুর সংখ্যা খুবই কম, খুবই লোনলি মানুষ … কিছু বলতে ইচ্ছে হলে আমি সেটা সুন্দর করে গুছিয়ে লিখে ফেলার চেষ্টা করি। যতক্ষন আমি সেটা না লিখব ততক্ষন আমার ভিতরে কেমন জানি একটা চাপ থাকে, আর লেখা শেষ হলেই সেটা সাথে সাথে পোষ্ট দিয়ে দেই। কেন জানি তর সয় না যে কয়েকবার রিভিশান দিয়ে ভুল গুলো ফাইন্ড আউট করব। আর তাছাড়া আমি কেন জানি নিয়ম কানুনকে খুবই ঘৃণা করি। আমার ব্লগে ঢুকলেই দেখবেন বাদল সরকারের নিয়ম মানা না মানার ব্যাপারে একটা উক্তি লেখা আছে। কেন জানি মনে হয় নিয়ম-কানুন গুলোকে আমার স্বাধীনতা খর্ব করার জন্যই বানানো হয়েছে। তাই অন্যান্য নিয়মের মত ব্যাকরনেও আমার এলার্জি আছে… মাঝেমাঝে মনে হয় এই বানানটা ভুল না ঠিক এটা ভাবতে ভাবতে কেন জানি আমার লেখার ফিলিংটাই হারিয়ে ফেলছি।
কিন্তু আরেকটা মজার কথা এখানে বলি। ব্লগে আমি এত্ত বানান ভুল করি… কিন্তু একাডেমিক লাইফে আমি কতটা একুউরেট এটা আপনাদের কল্পনাতেও আসবে না। আমি খুলে বলছি … আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। প্রোগ্রামিং এর কাজে কিংবা সফটওয়্যার ডেভেলেপমেন্ট এর কাজে আমাকে প্রচুর কোড লিখতে হয়। কোড বলতে আমি বোঝাচ্ছি প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে। কখনো কখনো একটা প্রোজেক্ট্রে লাইনের সংখ্যা কয়েক হাজার হয়ে যায়। ওতগুলো লাইনের মধ্যে একটা শব্দের বানান ভুল তো দূরে থাক, একটা সেমিকোলন ভুল করলেও আমার চলে না। যদি করি আমাকে Error দেখাবে আর প্রোগ্রামটা রান করবে না। সো এতটাই নির্ভুল হওয়া লাগে !!! এই আকাশ পাতাল তারতম্যের ব্যাপারটা মনে করলে আমারই হাসি পায়।
আমি নিয়মকানুনকে অত্যন্ত ঘেন্না করি… আমারে যদি আপনি কাচা কঞ্চি দিয়া পিটানও আমি তাহলেও এই কথাই বলব। কিন্তু রেস্পন্সিবিলিটি অন্য জিনিস… সামু যখন আমাকে লেখক উপাধি দেয়, সেখানে আমার রেস্পন্সিবিলিটি ও কিছুটা থেকে যায়। মাঝে মাঝেই দেখি কোন কোন ব্লগার ভাই তাদের বইয়ের বিজ্ঞাপন দেন, কেউ কেউ তাদের লেখা কলামের ছবি দেন… আমি তখন প্রায় নিজেকে আস্ক করি “ক্যান ইউ ইমাজিন ঋকি, তুমি কাদের সাথে আছ ??”। তখন প্রায় খারাপ লাগে নিজের অসতর্কতার জন্য। তবে আমি আশাবাদী যে আপনাদের মত জ্ঞানী গুনী মানুষদের আশে পাশে যখন আছি… বকা, ঝাড়ি খেয়ে হলেও একদিন ঠিক নিজেকে শুধরে নিতে পারব। ইনশাল্লাহ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
শূণ্য মাত্রিক বলেছেন: ভাই … মনে মনে গালি দিছেন না ?? আমি কিন্তু শিউর
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
আবু শাকিল বলেছেন: মিয়া আপ্নেরে শুকনা ধৈঞ্ছা দিয়া পিডান দরকার ( নিজের মত করে অনেক গুলা হাসির ইমো দিয়া নিয়েন )
হেপ্পি ব্লগিং ভ্রাতা।
" ব্লগে আমি এত্ত বানান ভুল করি… কিন্তু একাডেমিক লাইফে আমি কতটা একুউরেট এটা আপনাদের কল্পনাতেও আসবে না। আমি খুলে বলছি … আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। প্রোগ্রামিং এর কাজে কিংবা সফটওয়্যার ডেভেলেপমেন্ট এর কাজে আমাকে প্রচুর কোড লিখতে হয়। কোড বলতে আমি বোঝাচ্ছি প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে। কখনো কখনো একটা প্রোজেক্ট্রে লাইনের সংখ্যা কয়েক হাজার হয়ে যায়। ওতগুলো লাইনের মধ্যে একটা শব্দের বানান ভুল তো দূরে থাক, একটা সেমিকোলন ভুল করলেও আমার চলে না। যদি করি আমাকে Error দেখাবে আর প্রোগ্রামটা রান করবে না। সো এতটাই নির্ভুল হওয়া লাগে !!! এই আকাশ পাতাল তারতম্যের ব্যাপারটা মনে করলে আমারই হাসি পায় "
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
শূণ্য মাত্রিক বলেছেন: হা হা হা । আম্মু তো অনেক কিছু দিয়ে পিডাইয়া ট্রাই করছে। ধৈঞ্চার বাড়ি অবশ্য খাই নাই। দিয়েন একদিন সময় কররা। হি হি হি হি
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩
নিমগ্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
কোডিং এ তো ভুল করলে ডিবাগে গেলেই থাপ্পড় দিয়া বুঝাই দেয় হ্যাতে কি জিনিস।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
শূণ্য মাত্রিক বলেছেন: হা হা হা । ভালো বলেছেন কিন্তু। তবে বাগ গুলোকে একসময় থাপ্পড় হিসেবে নিতাম। এখন নিই না… এইগুলো এক ধরনের আশীর্বাদও বটে। Error Message গুলো সার্চ কইরা অনেক কিছু শিখছি।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
সুমন কর বলেছেন: হাহাহা......ভালো বলেছেন। আসলে তাড়াতাড়ি করলে কিছু টাইপো তো হবেই...!! তাছাড়া কিছু বানান বেশ কনফিউসন তৈরি করে। ব্যাপার না। তবে কেউ সংশোধন করে দিলে, তা পোস্টে এডিট করে দেয়া উচিত।
শুভ ব্লগিং....
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
শূণ্য মাত্রিক বলেছেন:
হ্যা। সুমন কর দাদা। আমার দোষ এটাই। রিভিশান দেওয়ার ধৈর্যটা রাখতে পারিনা। ভবিষ্যতে অবশ্যই এডিট করে দিব দাদা। অনেক ধন্যবাদ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
আজমান আন্দালিব বলেছেন: যেমন শূণ্য মাত্রিক এর শূণ্য বানানটাই ভুল। শুদ্ধ বানান শূন্য ...
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
শূণ্য মাত্রিক বলেছেন: ভাই আমি কিন্তু ‘শূণ্য’ বানান টিও অনেক জাগায় দেখেছি। এটা আমার ইচ্ছাকৃত না, কনফিউশান আর কি।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: লিখতে থাকুন সব ঠিক হয়েযাবে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
শূণ্য মাত্রিক বলেছেন: হ্যা ভাই… আমিও সেই আশা তেই আছি। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার ভাবনা ভাল লেগেছে । তয়, কিছু নিয়ম কানুন স্বাধীনতার সৌন্দর্য বর্ধন করে ।
বানান ঠিক করার ক্ষেত্রটা পুরো লেখাটা লেখার পরে দেখলেই চলে ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
শূণ্য মাত্রিক বলেছেন: আমি পুরো সহমত। এটা আমারি গাফিলতি ভাই, আমি স্বীকার করছি। রিভিশান টা ঠিক ঠাক করলে এই ভুলের চান্স টা অনেক কমে যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
অপর্ণা মম্ময় বলেছেন: আপনাকে বানান শুদ্ধ অশুদ্ধ নিয়ে আর কখনো বলবো না। স্বাধীনতা উপভোগ করতে থাকেন। এইসব ফালতু নিয়ম নীতির ধার ধাইরা লেখার ফ্লো নষ্ট করার মানেই হয় না।
হ্যাপি ব্লগিং ভাইজান
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
শূণ্য মাত্রিক বলেছেন: আমি এটুকু আশা করতেই পারি যে আপনি আমার পুরো লেখাটা পড়েছেন। আমি নিজেও যথেষ্ঠ লজ্জিত এই সমস্যাটার জন্য। আমি নিজের অপারগতা স্বীকারও করেছি। কিন্তু তারপর ও আপনি এমন একটা মন্তব্য করে দিলেন ???
দেখুন… আমি একশবার বলব যে লেখার ফ্লো যদি বানানের জন্য নষ্ট হয় তবে বানানরে গুল্লি মারা উচিৎ। কিন্তু সেটা হয়না। কারন লেখার পর একটু রিভিশান দিলেই ওগুলো ঠিক করে নেওয়া যায়। আমি সেটা করিনা বা সেটার সুযোগ পায়না সেটা আমার ব্যার্থতা। কিন্তু এটাকে অজুহাত হিসেবে নিতে পারিনা। আপনি আপনার মন্তব্য উইড্র করুন এই মুহূর্তে… নাইলে কিন্তু আমি হাইকোর্টে যাব
। “অর্পণা মন্ময় কেন বানান ভুল সহ্য করবেন” এই মর্মে আপনার বিরুদ্ধে রুল জারি হবে কিন্তু। হি হি হি। আচ্ছা বাবা… মন্তব্য উইড্র না করলেও রাগ/অভিমান টুকুতো তুইল্লা নিবেন নাকি ????
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
লিও কোড়াইয়া বলেছেন: আমার বানান ভুলের কথা আর কী বলবো। একাডেমিক জীবনে প্রচুর বানান ভুল করেছি, বলতে গেলে প্রতিটা বানানই ভুল করেছি, কিন্তু হাতের লেখা সাংঘাতিক রকমের খারাপ হওয়ার কারণে সেটা শিক্ষকরা ধরতে পারেননি!
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
হাসান মাহবুব বলেছেন: ব্লগে আইসা বানান্ভুল শিখা গেসি গা।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।