নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

জনসংখ্যা বৃদ্ধির তিনটি যুগান্তকারী (!!!) \'কারন\' যেগুলো আজও ‘সামাজিক বিজ্ঞান’ বইতে স্থান পায়নি … :D

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬


১) রাতের ট্রেনের বিকট হুইসেলঃ “দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়” অনেকেই খেয়াল করেছেন হয়ত আন্তঃনগর ট্রেনের টিকিটের পিছনে কথাটা লেখা থাকে। কিন্তু এই ট্রেনই পরোক্ষভাবে জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অনেক দিন আগে এটিএন নিউজে একটা ফিচার দেখি… পরে ফ্রেন্ডদের বলছিলাম “মামা … ট্রেনের হুইসেল ও জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারন, পয়েন্ট খানা মাথায় রাখিস। খাতায় লিখব :D :D ”। মনে আছে এখনো, ঐ বছরে সবচেয়ে শ্রেষ্ঠ বিনুদুন ছিল এই ঘটনাটা। কারন সামাজিক বিজ্ঞানে এসএসসি তে জনসংখ্যা থেকে মোটামুটি একটা প্রশ্ন থাকতই, আর “ জনসংখ্যা বৃদ্ধির কারন ও প্রতিকার ” এক বছর পর পর এক্সামে আসত। যাই হোক, ঘটনাটা বলি। ফিচার টা মূলত কি বিষতে ছিল এটা মনে নেই… এটিএন বাংলার সাংবাদিক একটা রুগ্ন লোককে ক্যামেরার সামনে দাড় করালেন। আমি ভেবেছিলাম হয়ত হতদরিদ্র মানুষ, তাদের নিয়ে ফিচার করা হচ্ছে। কিন্তু না … ঐ ব্যাক্তিটির নাকি ৮ জন সন্তান। হঠাৎ মনে হইল ২২০ ভোল্টে একটা শক খাইলাম… মনে মনে বললাম একটু বাতাস হইলে যেই শালা উইড়া যাবে ও আবার ৮ টা বাচ্চার বাবা !!! ক্যামনে কি ? এই রহস্যের সমাধান অবশ্য ঐ ব্যাক্তি নিজেই করলেন… তবে আমি মোটেও এই কারন টা শোনার জন্য প্রস্তুত ছিলাম্ না মাইরি। সে অকপটে বলে ফেলল “ছ্যার … আমরা গরীব নোক, জমিজায়গা ভিটে যাউ বা ছিলো নদীর মধ্যি তলিয়ে গিছে। পরে শহরে আইসে লাইনের পাশে এই বস্তিতে কুনোরকম ছাউনি গাইড়ে থাকছি…”
- আপনার তো নাকি ৮ জন সন্তান, তাদের নিয়ে এই সল্প রোজকারে কিভাবে চলছেন ?
- বাইচ্চা কি সাধে হইছে ছ্যার… সারাদিন কাম কাজ কইরা রাইতে ইক্টু শুই। তিনটার দিক ঘুম ভাইংগা যাইত টেরেনের হুইসেলে… বিছানায় শুইয়া ছটপট করতাম। আমার নড়াচাড়ায় বউ ও জাইগা যাইত। কি আর কর্তাম …

চিন্তা করেন… বেচারার রাতে ঘুম ভেংগে যেত ট্রেনের হুইসেলে। মধ্যরাতে একা মানুষ কি বা করবে। ছোট্ট জাগায় নড়াচড়ার একটা বিরাট প্রভাব পড়ে, হয়ত সেজন্য তার বউয়ের ঘুমটাও ভেংগে যেত। তারপর আর কি … ব্যাস। পরিবার পরিকল্পনার আপারা সারাদিন যা বুঝাইছে ঐসব মাথা থেকে উধাও রীতিমত। তবে যাই বলুন, এখানে মেইন কালপ্রিট টা কিন্তু ট্রেনের বিকট হুইসেল। আমরা তাই জন সংখ্যার প্রশ্ন লেখার সময় হাসাহাসি করতাম এটা নিয়েই।

২) মেঘময় আকাশ… কর্দমক্ত উঠানঃ নিজ দায়িত্ত্বে যতটুকু বুঝে নিয়েছি সেটা হল একটা দম্পতি বাসর রাতেই মোটামুটি একটা নেগোসিয়েশান করে নেয় তাদের কতগুলো সন্তান সন্তানাদি হবে। অনেক দম্পতিই হয়ত সেই প্লান মোতাবেক বাকিটা জীবন চলে। কিন্তু সবাই কি পারে ??

ধরুন আজ সারাদিন ঝির ঝির বৃষ্টি হচ্ছে। কাজে বেরুতে পারেননি মিষ্টার বরুন … দোকানে ফোন করে কর্মচারীদের বলে দিয়েছেন দোকান খুলতে। সারাদিন বাইরে বের হতে পারছেন না… মিসেস বরুন রান্নাঘরে যেতে পারছেন না, উঠান প্রায় ডুবে গেছে। বেচারী ঘরের ভিতরে স্টোভেই রান্নার কাজ চালাচ্চেন। এদিকে বরুন সাহেব টিভির চ্যানের ঘোরাচ্ছে… সেই একঘেয়ে টক শো, রাজনীতি, অর্থনীতি… ব্লা ব্লা ব্লা। ঝিরিঝিরি বৃষ্টির এই দিনে একটু আলাদা বিনোদন দরকার। স্ত্রীকে ডেকে নিলেন তিনি। ভুলে গেলেন সব প্লানিং এর কথা। আর তার তৃতীয় সন্তান হয়েছিল একটি ফুটফুটে মেয়ে। নাম রেখেছিলেন ‘মেঘ’। (ইমোটা কেমন হবে ভেবে নিন)

৩) বিরোধীদল, হরতাল ও রাজনৈতিক অস্থিরতাঃ বিভিন্ন সময়ে আমাদের বিরোধী দল গুলোও আমার মনে হয় জনসংখ্যা বৃদ্ধিতে বেশ অসামান্য অবদান রাখেন। দেশ , অর্থনীতি , রাজনীতি স্থবির হয়ে পড়লেও কিছু কিছু জিনিসের হয়ত এর সাথে ব্যাস্তনুপাতিক সম্পর্ক থাকে। আমাদের দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ অশিক্ষিত, অসচেতন … বিশেষ করে পরিবার পরিকল্পনার মত বিষয় নিয়ে। পরিবার পরিকল্পনার আপা দুই তিনটা ঘন্টা ধরে মেহনত করেন বাড়ির গিন্নির চুলোর গোড়ায় বসে। বোঝান পরিবার পরিকল্পনার গুরুত্ত্ব, দেখান সেটা নিয়ন্ত্রনের পদ্ধতি। কিন্তু দিন শেষে ঐ বেচারী স্বামী ভক্তিতে ঠিকই কোন কার্পন্য করে না।

একটা রিক্সাওয়ালার কথাই চিন্তা করুন। হরতালের ভয়ে এখন অনেকেই বাইরে রিক্সা বের করতে চায় না বাইরে। আর যদি এই অস্থিরতা কয়েকদিন স্থায়ী হয় তবে তো কথাই নেই… নিজেই চিন্তা করুন ওরা বাড়ীতে বসে কি করবে ? পার্কে, সিনেমা হলে কিংবা হাতির ঝিলে ঘুরতে যাওয়ার সংষ্কৃতি ওদের মধ্যে নেই। বিনোদনের সংগা টুকু ওদের কাছে অত্যন্ত সীমাবদ্ধ … সেই সীমাবদ্ধ পদ্ধতির একটা হল সরাসরি জনসংখ্যা বৃদ্ধির সাথে সরাসরি সম্পর্কিত। পরিবার পরিকল্পনা আপার সারাদিনের কষ্টটাই বৃথা হয়ে যায়।

জনসংখ্যা বৃদ্ধির সাথে সকল প্রশ্নেই লিখতে হতো এটা প্রতিকারের উপায়। কিন্তু আজ লিখতে পারছি না … কি লিখব ?? ট্রেন চলার সময় হুইসেল বাজাইতে পারবে না…? আকাশ মেঘলা হওয়া যাবে না, রোমান্টিক আবহাওয়া ক্রিয়েট হওয়া যাবে না … ? কি লিখব, বিরোধী দল হরতাল দিতে পারবে না ?? একথা বললে আমারে কমিউনিষ্ট বইলা পিডায়া মাইরা ফেলবে। যেহেতু প্রব্লেম গুলো যুগান্তকারী… সমাধানও যুগান্তকারী হওয়া উচিৎ। কিন্তু আপাতত সেই যুগান্তকারী সমাধান আমার মাথায় নাই মোটেও। অবিবাহিত তো … … সেইজন্য। হি হি হি হি


মন্তব্য ৪৯ টি রেটিং +২১/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

হানিফঢাকা বলেছেন: এই কারন গুলিকে সামাজিক বিজ্ঞান বইয়ে স্থান দিয়ে জনসংখ্যা বিস্ফোরণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং লেখক কে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

শূণ্য মাত্রিক বলেছেন: এত তাড়াহুড়োর কি আছে ভাই। কেবল প্রব্লেম ফাইন্ড আউট করলাম। সলিউশান গুলো আগে বের করি। আমার অনেক শখ মন্ত্রী হবার। সরাষ্ট্র মন্ত্রনালয় বাদে যেকোন একটা হলেই হবে। যদি একটু ব্যাবস্থা করে দেন , বহুদিনের অপূর্ণ ইচ্ছাটা পূরন হবে। :D

অনেক ধন্যবাদ হানিফ ঢাকা ভাই। সম্মানিত বোধ করছি।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

শূণ্য মাত্রিক বলেছেন: পোষ্টটা লিখেছিই বিনোদনের জন্য। যেকোন সময়, আপনার মন্তব্য দেখলেই মনে হয় বেশ অনেক খানি স্বার্থক হয়েছি। অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। :)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

অগ্নি সারথি বলেছেন: বিনুদুন!

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

শূণ্য মাত্রিক বলেছেন: বিনুদুন দিতে পেরে আমি সত্যিই বিনুদিত। অনেক ধন্যবাদ অগ্নি সারথি ভাই। :D

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

আজিজার বলেছেন: দারুন বলেছেন। প্রত্যেকটা লাইন/যুক্তি কিন্তু সেইরাম।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

শূণ্য মাত্রিক বলেছেন: অনেক ধন্যবাদ আজিজার ভাই। বিনোদনের ভিতরে যুক্তি খুজে পেয়েছেন সেটা জেনে সত্যিই খুব ভালো লাগল। ভালো থাকবেন।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

সাহসী সন্তান বলেছেন: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টা বিবেচনা করে অবশ্যই আপনার পোস্টের উল্লেখিত বিষয়গুলো সামাজিক বিজ্ঞান বইতে সংযুক্ত করা হোক! তাহলে দেশ তথা সাধারণ মানুষজন আরো সচেতন হতে পারবে! তবে প্রথম এবং শেষ পদ্ধতিটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হলেও মাঝেরটা কিন্তু প্রাকৃতিক নিয়মেই প্রবাহমান থাকবে! আমার মনে হয় না ঐটাকে রদ করা কোন মতে সম্ভব হবে!


পোস্ট পড়ে বিয়াপুক বিনোদিত হয়েছি (ইমোটা বুঝে নিয়েন)! পরিশেষে হানিফ ভাইয়ের সাথে সহমত জ্ঞাপন করছি! ভাল থাকবেন!

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

শূণ্য মাত্রিক বলেছেন: আমি কাচা বিনোদনের জন্যই পোষ্ট টা লিখেছিলাম। কিন্তু হানিফ ভাই কেন জানি আমাকে মন্ত্রনালয় দিয়ে দিয়ে চাইলেন। আমি তো ভাই ব্যাপক খুশি। কত দিনের ইচ্ছা !!! :D :D :D

আমিও হানিফ ভাইয়ের সাথে একমত :D । অনেক ধন্যবাদ সাহসী সন্তান, মন্তব্যের জন্য।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

ভুমিসংকর বলেছেন: হাঃ হাঃ পঃ গেঃ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

শূণ্য মাত্রিক বলেছেন: আমি ফাষ্টে বুঝতে পারিনি মন্তব্যটার অর্থ... যখন বুঝলাম তখন আমিও ( হা হা প গে ) । ধন্যবাদ ভাই।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

মোঃ আলামিন বলেছেন: এত্তু বিনুদন ক্যারে ?

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

শূণ্য মাত্রিক বলেছেন: এডিট কইরা কমাইতাম নাকি বাই ?? আদেশ করেন খালি !!! :D :D

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

রায়হান মজিদ বলেছেন: বাফোক বিনুদুন! পাইলাম :D :D :D

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

ইকরাম বাপ্পী বলেছেন: কন্ট্রোল..... কন্ট্রোল...... কন্ট্রোল.....

:P :P

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: মজা পাইলাম

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

মামুন ইসলাম বলেছেন: !:#P

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: - বাইচ্চা কি সাধে হইছে ছ্যার… সারাদিন কাম কাজ কইরা রাইতে ইক্টু শুই। তিনটার দিক ঘুম ভাইংগা যাইত টেরেনের হুইসেলে… বিছানায় শুইয়া ছটপট করতাম। আমার নড়াচাড়ায় বউ ও জাইগা যাইত। কি আর কর্তাম …


--- শ্রেষ্ঠ উক্তি =p~ =p~ =p~

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

পার্থ তালুকদার বলেছেন: খুব ভালো হৈসে :)

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

শেষ বেলা বলেছেন: দারুন লিখেছেন। মজা পাইলাম। তবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টা বিবেচনা করে যে সমম্যাগুলো চিহ্নিত করছেন, তা আরো ব্যাপকভাবে জনজগণের মাঝে তুলে ধরতে হইবে এবং তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হইবো কতৃপক্ষকে। প্রয়োজনে বিবাহ নিষিদ্ধের মাধ্যমে হযতো কিছুটা জনসংখ্যা নিষন্ত্রণ করা যাইতে পারে। এ বিষয়ে আরো গবেষণার জন্য আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রি সাহারা আপাকে দায়িত্ব দেয়া যেতে পারে। ধন্যবাদ

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

রাতুল_শাহ বলেছেন: হা হা হা হা..............

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

টোকাই রাজা বলেছেন: মজা পাইলাম :)

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

গেম চেঞ্জার বলেছেন: আপ্নার রাইতে ঘুম না হইতারে। আমি আইডা করছি। ;)

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) =p~ :P

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !

ভাগ্যিস বেকার যুবকদের মাঝে বিবাহিতের হার আশংখাজনকভাবে কম !!

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আমিই মিসির আলী বলেছেন: জনসংখ্যাবৃদ্ধি নিয়া আপনার ব্যপক গবেষনা দৈইখ্যা মনে হৈল আপনি এ নিয়া বিরাট চিন্তিত ।


আপনার জন্য একটা পরামর্শ হইলোঃ আপনি একটা ফ্যাকটরি খুলবেন , কিসের ফ্যাক্টরি ঐটা নিশ্চয়ই বুজছেন :-P

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~ =p~ =p~

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

স্ট্রাটাজেম বলেছেন: শীতকালটা কেও উপস্থাপন করলে মন্দ হতো না।

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

প্রণব দেবনাথ বলেছেন: :) :) :D B-) ;)

২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ এগিয়ে যাবে।
আপনি চলতে থাকুন।

২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

অবাকবিস্ময়২০০০ বলেছেন: সাহসী লেখা ! চালাইয়া জান আশা করি আবার বেলায় এগুলা কারন হবে নাহ

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ঘটনাগুলা জোকসের মত মনে হইলেও বাস্তবতা আছে।

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

জেন রসি বলেছেন: ব্যাপক মজা পাইলাম ভাই। =p~ =p~ =p~

২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

মঞ্জু রানী সরকার বলেছেন: ভালো রম্য রচনা

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

মৃদুল শ্রাবন বলেছেন: বিরাট জুক্স লিকেচেন ভাই। এক লাম্বারটা ফাটাফাটি।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

ভুলুয়া বলেছেন: সরকারের উচিত যারা ২ এর বেশি সন্তান নিবে তাদের উপর ট্যাক্স বাড়ানো।

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১

সুমন কর বলেছেন: হি হি হি হি.......... B-) B-)

+।

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: ব্যাপক বিনোদন =p =p~

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: ব্যাফুক গবেষণা!!!! কিন্তু এর সমাধান ---------------?????????

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: মজা পাইলাম B-) B-) B-)

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৫

বলেছেন: লেখাটা মজার। হাসার মতো।
কিন্তু আসলে এই কারণগুলো না। যুগান্তকারী তো অবশ্যই না। সামাজিক বিজ্ঞান বইয়ে স্থান দিলে উপায় নাই। মানুষ বই পড়ে পড়ে খালি হাসবে।

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

ওলকচু বলেছেন:

৩৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

ঢাকাবাসী বলেছেন: খুব মজার হয়েছে! ফাঁকে একটা কথা বলি এদেশের সরকার কখনোই জনসংখ্যা কমুক তা চায় নি চায় না। একবার ভাবুন বাংলাদেশের মানুষ যদি ২৩ কোটি না হয়ে তিন কোটি হত তাহলে কত মজারই না হত!

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

রিকি বলেছেন: মিতা আপনাকে একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকার আহ্বান জানাচ্ছি---একেক দিন একেক জংশনে !!!! B-)) B-)) B-))

৪০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

তেলাপোকা রোমেন বলেছেন: বিনুডুন

৪১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

দ্বীপ্ত সরকার বলেছেন: মাননীয় পরিবার পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি , B:-/


উক্ত বিষয়াদির মিটমাট পূর্বক তাহাকে আপনার মন্ত্রণালয় এ পরামর্শক হিসাবে নিয়োগ করে বাধিত থাকিবেন :P

৪২| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: সেই হইছে রে ভাই পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.