নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসছিল সজারু ... ব্যাকরণ মানিনা ... হয়ে গেল হাসজারু ... ক্যামনে তা জানিনা ...

শূণ্য মাত্রিক

বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ? 

শূণ্য মাত্রিক › বিস্তারিত পোস্টঃ

আমিও বেচে আছি !!!

২৭ শে মে, ২০১৬ সকাল ১১:৪৩

সেদিন কোথায় ছিলে তুমি
যখন আমি সারারাত
আকাশের তারা গুনেছি
জলে চোখটা ঝাপসা হয়ে আসত
তবুও শেষ পলক পর্যন্ত তাকিয়ে ছিলাম
খসে পড়া তারাটির দিকে

কোথায় ছিলে যেদিন আমি
প্রথম নিজেকে কাদতে শুনেছিলাম
প্রথমবার জিহ্বাতে একটু আলাদা নোনতা শ্বাস
কানদুটো অনেক ভারী হয়ে এসেছিল
স্টেশানে বসেও শুনিনি, ছেড়ে গেছে লাস্ট লোকাল
না … আমি সেদিন বাড়ি ফিরিনি।

কই !!! দেখিনি তো তোমায় সেদিন
যেদিন আমি হাতড়ে মরছিলাম
বাড়িয়ে দেওয়া একটি হাতের আশায়
নিজেকে তিল তিল করে বড় করেছি
বলেছি… একাকিত্ত্বই তোমার নিয়তি।

সেদিন গুলাতে যখন তোমায় পায়নি
আজও তুমি এসোনা … পিছু ফিরোনা
শহরে অনেক জল গড়িয়ে গেছে
অসংখ্য বার সূর্যোদয় সূর্যাস্ত হয়েছে

আমি দেখেছি !!!
দেখেছি খুড়িয়ে চলা অন্ধ ভিখারী গুলোকে
কখনো কড়া সূর্যের নিচে, কখনো আবছা কুয়াশায়
ওরা মরেনি …


আমি শুনেছি !!!
শুনেছি মা মরা মেয়েটার কান্না
ওর আজ আর হারানোর কিছু নেই
এই পলেস্তারা খসা শহরটাতে ও বেচে আছে

খুব কাছ থেকে ছুয়েছি আমি
ছুয়েছি কিছু মানুষের বেজন্মা দুঃখগুলোকে
যার প্রতিদিনের মূল্য ভ্যাট সহ ১২৬ টাকা মাত্র
ওরা বেচে আছে… দিব্যি বেচে আছে

তারপর হঠাৎ একদিন খেয়াল হল
আমিও বেচে আছি …
প্রচুর অভিমান নিয়ে শহরটা যেমন বেচে আছে
সভ্যতা বুকে নিয়ে ডাকপিয়নটা যেমন বেচে আছে
যেভাবে বেচে আছে আমার অবহেলার কবিতার খাতা
সেভাবে আমিও বেচে আছি…।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:১৪

জেন রসি বলেছেন: কবিতাটি শুরু হয়েছে ব্যক্তি কেন্দ্রিক অভিমান কিংবা আক্ষেপ দিয়ে। শেষ হয়েছে বেঁচে থাকার আয়োজনে গন মানুষের কালেক্টিভ যাতনায় নিজের প্রতিচ্ছবি খুঁজে পেয়ে। কবিতা ভালো লেগেছে।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৩

শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ জেন রসি।
কবিতা কিনা জানিনা ভাই, একটু দাড় করায়েছি জাস্ট কিছু লাইন।
ভালো থাকবেন ভাই

২| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:২৮

গেম চেঞ্জার বলেছেন: বেঁচে থাকতে হবেই। এবং ভালভাবেই। প্রাণবন্ত ও উজ্জল ফুলের মতো। নেয়ে যাওয়া ফুল/পাপড়ি হয়ে নয়।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৪

শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার ভাই ।
লাস্টের লাইনটা জোস ছিল

৩| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৫

শূণ্য মাত্রিক বলেছেন: সুমন ভাই।।
অনেক ধন্যবাদ ।
আশা করছি ভালো আছেন

৪| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:১০

কল্লোল পথিক বলেছেন:




বেশ হয়েছে।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪২

শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই :)

৫| ২৮ শে মে, ২০১৬ রাত ১:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন লেখনি। হ্যাপি ব্লগিং এগিয়ে যান, শুভাশিস রইল।

৩০ শে মে, ২০১৬ রাত ১১:০৮

শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ হাফেজ ভাই। আপনার কবিতার ও কিন্তু আমি ভক্ত হয়ে গেছি

৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: গান গান লাগে। আপনি তো বাজনার মানুষ। হবে নাকি?

৩০ শে মে, ২০১৬ রাত ১১:১০

শূণ্য মাত্রিক বলেছেন: হাসান ভাই !!! একটা লিরিক লিখেছি মাইরি, একটু আগে পোষ্ট দিলাম। একদম গানের জন্য ডেডিকেটেড। যদি সব ঠিকঠাক থাকে একটা নরমাল ডেমো রেকর্ডিং একটা শোনাব ভাই ।

৭| ২৮ শে মে, ২০১৬ সকাল ১০:১০

জে.এস. সাব্বির বলেছেন: আমার মন কেড়ে নেওয়া কথা মালা দিয়ে সাজিয়েছেন ।অনেক অনেক ভালো লাগলো ।

৩০ শে মে, ২০১৬ রাত ১১:১২

শূণ্য মাত্রিক বলেছেন: সাব্বির ভাই। অনেক অনুপ্রেরনা পেলাম। আপ্নাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

৮| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৩৩

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

৩০ শে মে, ২০১৬ রাত ১১:১২

শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য পবন সরকার ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.