![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ?
Verse- 01
নিথর দেহটা ঝুলে আছে সিলিং বেয়ে
রিপন স্ট্রীট তিনশ সাত
পুলিশ ফাইলে লেখা হয়েছে কারন
ইটস আ প্রোবাবল সুইসাইড
গলির মোড়ে আজ নেই কোন শোরগোল
পড়ে আছে কিছু লাল প্লাকার্ড
কাচা হাতে আকা ঐ বিপ্লবী স্লোগানে
দিচ্ছেনা কেউ আর ডাক
Chorus: 01
তবু শহরটাকে ঠিক সাজিয়ে নিচ্ছ তোমরা
তোমাদেরই মত করে
কিছু অশরীরি ইচ্ছে রোজ ধুয়ে মুছে যাচ্ছে
রিপন স্ট্রীট তিনশ সাতে
তবু চায়ের কাপের ঝড় তুলছ তোমরা রোজ
পরিবর্তন চাও বলে
কিছু অশরীরি ইচ্ছে রোজ ধুয়ে মুছে যাচ্ছে
রিপন স্ট্রিট তিনশ সাতে
Verse: 02
বৃষ্টি হলেই জলে ভাসিয়ে দেওয়া কিছু
ইচ্ছেভর্তি কাগজের নৌকো
সেই নৌকো গুলো সব হারিয়ে গেল কোথায়
ইচ্ছে গুলোও আজ মৃত
কত অচেনা রাস্তা ধরে হেটে গেছ তুমি
রোজ, কত অজানা উদ্দেশ্য
সে রাস্তাগুলোর আজ নাম দিয়ে দিল কে
স্টেশান রোড সাতশ চোদ্দ
Chorus: 02
তবু শহরটাকে ঠিক সাজিয়ে নিচ্ছ তোমরা
তোমাদেরই মত করে
কিছু অশরীরি ইচ্ছে রোজ ধুয়ে মুছে যাচ্ছে
রিপন স্ট্রীট তিনশ সাতে
তবু ডাকপিয়নটা আজো চিঠি বয়ে যাচ্ছে
তোমাদেরই ঘরে ঘরে
শুনতে পাও কি সে সভ্যতা বুকে নিয়ে
রোজ রাতে গুমরে কাদে …
এতটুকুই এখনো পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি, টিউন করাও কিছুটা কম্পিলিট। আমি গান বাজনা করি টুকটাক, গিটার টা বাজায় আরকি। শখের বশে গান লিখি ,নিজের লেখা দু,একটা গান আছেও তবে সেগুলা বস্তাপচা প্রেম বিষয়ক। তো অনেক দিনের ইচ্ছে ছিলে ঠিক প্রেমের বৃত্তটা থেকে বেরিয়ে গিয়ে একটু আলাদা কিছু করব… আর সেই কারনেই ‘অশরীরি ইচ্ছে’ নিয়ে নাড়াচাড়া করা। এই যেমন আমরা … বদলে যাচ্ছি কিন্তু। আমাদের ছেলেবেলা থেকে বর্তমান… আমাদের শহর, চারপাশ… রোজ কিন্তু অল্প অল্প করে বদলে যাচ্ছে। শহরের কত কোনায় কত ট্রাজেডি ঘটে যাচ্ছে, কিন্তু দিন শেষ কিন্তু আমরা সব ভুলে ঠিক গুছিয়ে নিচ্ছি … নিজেদের কিংবা শহর – উভয়কেই। ছেলেবেলাটা হয়ত হারিয়ে গেছে, কিছু সেটা ভুলে এই বড়বেলা নিয়েই দিব্যি ঘর করে চলেছি।
৩০ শে মে, ২০১৬ রাত ১১:০৩
শূণ্য মাত্রিক বলেছেন: ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ ।
২| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:১০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈছে।
৩| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লেখনি। এগিয়ে যাও ভাইয়ু, শুভাশিস রইল।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: ভালো লেগেছে।