![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু নিয়ম মেনেছি। লেখাপড়া করার নিয়ম... মেনেছি, পরীক্ষা দেবার নিয়ম... মেনেছি, চাকরী করবার নিয়ম... মানব। কিন্তু নিয়মটা কে মানা উচিৎ একথাটাও কি মানতে হবে ?
প্রথম ভিডিওটা এই বছরের ফেব্রুয়ারির দিকে। আমার ফ্যাকাল্টির ১২ বছর পূর্তী উপলক্ষে। গানের নাম ‘প্রেম তুমি’ … তাহসানের। তবে একটা বিভৎস ঘটনা ঘটে প্রোগ্রামের দিন। যেহেতু প্রোগ্রামের আগে বেশ কয়েকদিন যাবৎ রিহার্সেল হয়, সেখানে আমিও অংশগ্রহন করি। আর রিহার্সেলের সময় আমি একুইস্টিক গিটার দিয়েই পারফর্ম করতাম, আর সেটা দেখে আমার প্রোগ্রামের এরেঞ্জার মনে করেছিলেন আমি মেইন প্রোগ্রামে আমার একুইস্টিক দিয়েই পারফর্ম করব। তাই তিনি যারা মিউজিশিয়ান হিসেবে বাইরে থেকে আসছিলেন তাদেরকে আমার গানটার কথা বলেন নি। সো তারাও আমার গানটার সাথে বাজানোর জন্য প্রাকটিস করে আসেননি। এটা আমি মেইন প্রোগ্রামের আগের ঘন্টা খানিক আগে জানতে পারি যে তারা আমার গানের সাথে বাজাতে পারবেন না … সো আমাকে নিজের গিটার নিয়ে নিজেকেই সলো পারফর্ম করতে হবে। ভীষন চমকে গেছিলাম … কারন একটা প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু একটা ইন্সট্রুমেন্টই থাকছে সেহেতু রিদমের ব্যাপারে আমার একটু আলাদা প্রস্তুতির দরকার ছিল। যাই হোক… সেই সময় পায়নি। গিটার নিয়ে স্টেজে উঠে গিটারে ইলেকট্রিক আউটপুট লাগানোর সময় খেয়াল করলাম লুজ কানেকশান। সো প্রোগ্রামের মাঝে যদি কানেকশান ছুটে যায় আমি ধরা খেয়ে যাব। যাই হোক কোন ভাবে পার করেছিলাম ঐ মিনিট পাচেক সময়। কোন অঘটন ঘটেনি… এবং ঐটা ছিল আমার জীবনে অন্যতম সফল কিছু মিনিট। হেডফোন যদি হাতের কাছে থাকে প্লিজ লাগিয়ে নিতে পারেন…
এইটা গানটা “যদি হিমালয় হয়ে” … খালিদের। ভিডিওটা রিহার্সেল এর সময় নেওয়া। গানটা করেছিলাম বসন্তবরনের প্রোগ্রামে। তো এখানেও একটা ঘটনা ঘটে, তখন আমি জুনিয়র ছিলাম। আমার যেসব সিনিয়ররা গান সিলেক্ট করতেন তারা এই গানটির নাম শুনে আমাকে ‘না’ করেদিয়েছিলেন। বলেছিলেন স্টেজ় নাকি মাতানো যায়না এসব গান দিয়ে… গান চেঞ্জ কর। কেমন জানি একটা জিদ চেপে গিয়েছিল ভিতরে… বলেছিলাম করলে এই গানটাই করব না হলে আমি স্টেজে উঠব না। কারন ‘স্টেজ মাতানো’ ব্যাপারটাতে আমার এলার্জি আছে একচুয়ালি। অনেক শ্রোতা আছেন যারা গান শুনতে যান… নাচানাচি করতে না। এবং এদের সংখ্যাই বেশি। তার ভাল গান করলে স্টেজ এমনিতেই মেতে যাবার কথা। যাই হোক, করেছিলাম… এবং ভালো রেস্পন্স পেয়েছিলাম।
এই গানটা মিনারের “ঝুম” … জাস্ট কয়েবার শুনেছিলাম। ভালো লেগে গেছিলো … ব্যাস। ইভেন পুরো গানটা মুখস্থ ও হয়নি। জাস্ট গিটারে টেনে টুনে স্কেল আর কর্ড গুলা বের করে গেয়ে ফেললাম আরকি।
আমি Recall এর তেমন ভক্ত নই, কিন্তু একটা পিচ্চি ছিল… না ৪ ফুট ১১ ইঞ্চি না। তিনি অন্য একজন… আমি প্রায়ই ‘প্রিন্সেস’ বলে ডাকতাম তাকে। তার খুব পছন্দের ছিল গানটা… কারন বোধহয় গানের একটা জায়গাতে তার নাম আছে। তার পর থেকে গানটা আমার কাছেও ফেভারিট হতে শুরু করে্… একদিন রিস্ক নিয়ে গানটা করে ফেললাম। না … প্রিন্সেস বোধহয় জানেনা আমি গানটা স্পেশালী তার জন্য গেয়েছি বা চেষ্টা করেছি গাইবার। রাতের আকাশে কিছু তারা দেখেন না ? পরের রাতে তাদের অনেক গুলা কিন্তু হারিয়ে যায়। তাদের মতই প্রিন্সেস হারিয়ে গিয়েছে … হ্যা খুব কাছেই থাকেন তিনি, ডাকলেই ডাকা যাই। জাস্ট একটা ফোন কল। কিন্তু অধিকারটা নেই … যাই হোক, বাদ দিই। তবে হ্যা ... আমার ব্লগে আসার পিছনে তার অবদানটাই সবচেয়ে বেশি ছিল। কিভাবে সেটা না হয় থাক !!!
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৫
শূণ্য মাত্রিক বলেছেন: আমতো কিছু গানের লিংক দিছি... কৌতুকের লিংক তো দিই নাই !!! আপনি মনে হচ্ছে বেশ বিনোদন পিপাসু।
২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০১
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!
অনেক অনেক সুন্দর হয়েছে!!!!!!!
আমি মুগ্ধ!!!!!!!!!!
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৫
শূণ্য মাত্রিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু... অন্যতম একজন ফেভারিট ব্লগারের থেকে এমন মন্তব্য সত্যিই অনেক অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন আপু... অনেক ভালো থাকবেন।
৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৬
গেম চেঞ্জার বলেছেন: পারফর্ম ভাল করেছেন কিন্তু স্বকীয়তার দিকেও মনোযোগ দিতে হবে যে.........
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৮
শূণ্য মাত্রিক বলেছেন: কেমন আছেন ভাইয়া ? দু একটা গান ক্লিক করে দেখেছেন বলে আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি কোন ধরনের স্বকীয়তার কথা বলছেন এটা যদি একটু এক্সপ্লেইন করতেন... প্লিজ। আমার কাভার গান বেশি করা হচ্ছে বলে ... এমন ? নাকি ভয়েসের ক্ষেত্রে স্বকীয়তা ? আমি ঠিক বুঝতে পারিনাই ভাইয়া !!!
ভালো থাকবেন।
৪| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৫
গেম চেঞ্জার বলেছেন: ভাল আছি ভাইয়া
আপনার খবর বলেন।
তাহসান ও মিনার ভাই দুজনের কন্ঠের স্বকীয়তা আছে। আপনিও তাদের গানকে ফলো করতে গিয়ে সেইম আউটপুট আনতে দেখলাম। মানে ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা একই এংগল থেকে আসতেছে। তবে বিকৃত করার কথা আমি বলছি না। আপনি নিজেই কর্ড মডিফাই করে নিতে পারেন।
ভাল কথা। আমি মিউজিকের এবিসি জানি নাহ। তবে মত প্রকাশ করলাম আরকি। বিবেচ্য রাখা না রাখা আপনার ইচ্ছে।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৭
শূণ্য মাত্রিক বলেছেন: আসলে হয় কি ভাইয়া গানগুলা যখন অনেকবার শোনা হয় তখন ভিতরে কাজ করে যে আমার ভয়েস যদি ওনার টা এফোর্ট করতে পারেন দেন হোয়াই নট ? কারন গানের লিরিক বা টিউনই শুধুমাত্র গানের মেসেজটা এক্সপ্রেস করেনা... উচ্চারন, ভয়েস আরো অনেক কিছু থাকে। তাই আমি যখন মিনারেরই একটা গান করছি তখন দু একটা শব্দ মিনারের মত করে উচ্চারন করতে সমস্যা কোথায় ? যেহেতু গানটা তার ... আর হ্যা যদি আমি ইম্প্রোভাইজেশানের দিকে যায় সেটা আলাদা ব্যাপার।
এতক্ষন যে যুক্তিটা দিলাম এটা মোটামুটি একটা খোড়া যুক্তি আমি নিজেও মানি। আমি স্বীকার করে নিচ্ছি আমি সেইম আউটপুটই আনার চেষ্টা করেছি। বাট আপনার লিসেনিং স্কিলের প্রশংসা না করে পারছিনা মশাই। অনেক অনেক ধন্যবাদ পরের মন্তব্যটার জন্য।
৫| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৯
আরাফআহনাফ বলেছেন: "এতোটা ভালোবাসি" সবচেয়ে ভালো লাগলো।
চলতে থাকুক - সাথেই আছি।
ভালো থাকুন।
২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
শূণ্য মাত্রিক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য আরাফ আহনাফ। ভালো থাকবেন।
৬| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: ১ আর ৪ শুনলাম। ফাইন গলা। ১ এর সাউন্ড ক্লিয়ার হলে দারুণ লাগতো। রিকলেরটা শুইনা তৃপ্তি পাইলাম। আপনার কোন ব্যান্ড নাই?
২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০
শূণ্য মাত্রিক বলেছেন: ভাই হইছে কি আসলে, লাইভ করছিলাম তো। এক ফ্রেন্ড জাস্ট ভিডিওটা রেকর্ড করে দিয়েছে, সাউন্ড কোয়ালিটি একেবারেই আমার হাতে ছিলনা। আর নিজস্ব রেকর্ডিং সিষ্টেম আছে একরকমের, কিন্তু সেগুলা সেটা আপ করা বেশ ঝামেলা হয়। তাই ল্যাপটপের ওয়েবক্যাম দিয়েই কাজ চালায়ে নিই। ফলে সাউন্ড কোয়ালিটির অবস্থা ভালো করা সম্ভব হয়না।
আর ব্যান্ড ? আসলে ভাই আমি একটু অসামাজিক টাইপের। ইভেন ঘোরাফেরার জন্য আমার তেমন বন্ধুও নেই, না ছেলে না মেয়ে। আর আমার ক্যাম্পাসের ফ্রেন্ডরা মিলে কয়েকটা ব্যান্ড ফর্ম করেছিল, আমি জয়েন করিনি। কারন সেখানে আমার কিছু ইচ্ছের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছিল। তাই ভাবলাম আমি স্বাধীনই থাকি। ইচ্ছের বিরুদ্ধে কাজ করবার অভ্যেস নাই আমার।
এই হচ্ছে ব্যাপার। অনেক ধন্যবাদ হাসান ভাই, সত্যিই আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছিলাম
৭| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২
শায়মা বলেছেন: আরও গানা শুনিও ভাইয়ু!!!!!!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৪
বিদ্যুৎ চমক বলেছেন: বিনোদন