![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনার আকাশ
রুগ্ন মনের জীর্ণ জড়তায়
ছেয়ে গেছে চারপাশ,
তারই মাঝে হারিয়ে যাচ্ছে
সোনালী সপ্নের আঁশ।
সমাজ বড় আজব জিনিস
বুঝতে দেয় না কিছুই,
আবেগ মাখা সপ্নগুলো
তাড়িয়ে দেয় যে পিছু।
আশার ভেলায় চড়ে চড়ে
স্বভাব হয়েছে খারাপ,
ইচ্ছা পূরণ করার তরে
শূন্যে দেই ঝাঁপ।
ব্যক্তিত্ব আর মূল্যবোধ যখন
জাদুঘরের পথে,
বিশ্বাসের ঠিকানাও তাই হয়ত
ভিন্ন খোঁজার রথে।
যাত্রা একই যাত্রী পৃথক
ধরে আছি বেশ,
নিজের জন্যে নড়ে টনক
কাটতে দেই না রেশ......।
অন্ধ হয়েও সূর্য দেখে
গুনে আকাশের তারা,
মনে শুধুই প্রশ্ন জাগে
সুখী যারা কেমন তাঁরা......
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সুপ্তময় বলেছেন: ধন্যবাদ
কষ্ট করে পড়ার জন্য
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৩
খেলাঘর বলেছেন:
এ অদ্ভুত ছবি কোথায় পেলেন?
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
নাসরীন খান বলেছেন: অনেখ সুন্দর।