নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিয়ার কামস টেরিয়ার ডয়ে্ল!

জিনা কে ভালু পাই! আর কিশোর, মুসা ও রবিন-ত্রয়ীকে গদাম!

শুঁটকি টেরি

হ্যাল্লো কিশোর পাশা, তোর গোয়েন্দাগিরি ছুটাইয়া দিমু এইবার.....

শুঁটকি টেরি › বিস্তারিত পোস্টঃ

প্রথম বাংলাদেশী নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়!!

০৯ ই মার্চ, ২০১১ ভোর ৬:৩৬

মাননীয়া প্রধানমন্ত্রী অবশেষে ডঃ ইউনুসের প্রতি তাঁর পুষে রাখা ক্ষোভের সফল বাস্তবায়ন ঘটালেন। ইউনুস সাহেব একটা নোবেল পুরস্কার পেয়েছেন এই দোষে তাঁকে এভাবে অপদস্থ করাটাকে রঙ হেডেড মস্তিষ্কের কাজ বলেই মনে হচ্ছে। বোঝাই যাচ্ছে, যত দোষ আসলে ওই নোবেল পুরস্কারেরই।



বাজারে এখন ব্যাপক প্রচারনা যে, শেখ হাসিনার তীব্র আকাঙ্ক্ষা ছিলো প্রথম বাংলাদেশী হিসাবে নোবেল প্রাইজ জেতার। সেটা ব্যর্থ হওয়াতেই নাকি তিনি এতদিন ধরে এই তীব্র ক্ষোভ পুষে রেখেছিলেন মনের মধ্যে। সময় ও সুযোগমত সেই ক্ষোভের জ্বালায়ই আজকে ইউনুসের উপর চরম প্রতিশোধ নিলেন।



আমার কথা হচ্ছে, শেখ হাসিনার কিন্তু এখনো সুযোগ আছে ইতিহাসে নাম লেখানোর! হ্যাঁ, প্রথম বাংলাদেশী হিসাবে নোবেল প্রাইজ পাওয়ার সুযোগ আর নাই বটে; কিন্তু প্রথম বাংলাদেশী নারী হিসাবে নোবেল প্রাইজ পেয়ে ইতিহাসের ভিতরে ঢুকে যাওয়ার সুযোগ কিন্তু এখনো আছে। সময় থাকতে থাকতেই এই সুবর্ন সুযোগটার সদ্ব্যবহার করে ফেলাটা বুদ্ধিমানের মত একটা কাজ হবে নিশ্চিত।



তাই প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি, খামোখা আর ওই চোর-বাটপার ইউনুসের পিছনে লেগে থাকার দরকার নেই! এর চাইতে বরং আপনি নোবেল পুরস্কার পাওয়ার পিছনে সময় ব্যয় করতে থাকেন। আমি তো আরো বলবো যে, আপনার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দরকার কি? ওইটাতো একজন বাংলাদেশী ইতিমধ্যেই পেয়ে গেছেন। আপনি বরং সাহিত্যে অধিক মনোনিবেশ করেন। আমি আপনার 'জেল থেকে বলছি' বা এই জাতীয় নামের একটা সাহিত্য পড়েছিলাম কিছুদিন আগে। আপনার ভাষা, শব্দ চয়ন, উপমা প্রয়োগের নিদর্শন দেখে সত্যি বেশ চমৎকৃত ও একই সাথে অভিভূত হয়েছিলাম। আপনাকে দিয়ে হবে - এটা আশা করা যায়!



তাই অনুরোধ করছি, এই সাহিত্য রচনায় আরো একটু বেশী সময় ও মনোযোগ নিবেশ করেন। আমরা দেশবাসী দোয়া করবো যেন এই সামনের বারেই আপনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে প্রথম বাংলাদেশী নোবেল বিজয়ী নারী হিসেবে ইতিহাসের অংশ হয়ে যাবেন এবং গোটা জাতিকে ব্যাপক আনন্দের একটা উপলক্ষ তৈ্রি করে দিবেন!

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১১ ভোর ৬:৫৫

মোসাব্বির বলেছেন: "বাজারে এখন ব্যাপক প্রচারনা যে, শেখ হাসিনার তীব্র আকাঙ্ক্ষা ছিলো প্রথম বাংলাদেশী হিসাবে নোবেল প্রাইজ জেতার"

এখন আর প্রচারনা নয়, এটর্নী জেনারেল সাহেব গতকাল সবকিছু খুলে বলেছেন যা আজ প্রথম আলোতে এসেছে।

আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাতিহ্য বড়ই চমৎকার, কিছুদিন আগে "সবুজ মাঠ পেড়িয়ে" নামের উনার একটা আর্টিক্যাল দেখলাম। এগুলো দিয়া সাহিত্যে নোবেল পেলে পরের বছর আমিও সাহিত্যে নোবেল দাবী করব।

০৯ ই মার্চ, ২০১১ সকাল ৭:১০

শুঁটকি টেরি বলেছেন: ওহ স্যরি, সেটার নাম তাহলে 'সবুজ মাঠ পেরিয়ে'?? আমার কেন যেন শুধু 'জেল থেকে বলছি' নামটা মাথায় আসতেসিলো;-)

২| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৭:০৪

বাবুল হোসেইন বলেছেন: সহমত

০৯ ই মার্চ, ২০১১ সকাল ৭:১১

শুঁটকি টেরি বলেছেন: সহমতের জন্যে ধইন্যাপাতা।

৩| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৮:১০

আরিয়ানা বলেছেন: দারুন বলেছেন :)

০৯ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৯

শুঁটকি টেরি বলেছেন: ধন্যবাদ গ্রহন করেন প্লিজ!

৪| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৮:৪৩

সজল শর্মা বলেছেন: :D :D :D :D :D

০৯ ই মার্চ, ২০১১ রাত ১০:৪১

শুঁটকি টেরি বলেছেন: :D :D :D :D

৫| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৯:০৭

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: কেন ওনাদের কে (শেখ হাসিনা ও সন্তু লারমা ) নোবেল শান্তি পুরস্কার দেয়া হল না ? :(( :(( :((
এজন্য নোবেল পুরস্কার কমিটির বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হোক আন্তর্জাতিক আদালতে !!
টাকা দেবেন মাল মুহিত জনগণের মাথায় কাঁঠাল ভেঙ্গে ! :#) B:-/ /:)

০৯ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৮

শুঁটকি টেরি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে!

ভাই, আপনার মন্তব্যগুলা অসাধারন হয়। তবে স্টিফেন হকিংকে নিয়ে এই প্রসংগে যে মন্তব্যটা অন্য একটি পোস্টে করেছিলেন, সেটা সবচাইতে জোশ।

৬| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৯:০৮

বান_দর বলেছেন: উনিই যদি নোবেল পাইতে পারেন-তা হইলে "রসু খা" কি অপ্রাধ কর্ছে?

০৯ ই মার্চ, ২০১১ রাত ১১:০১

শুঁটকি টেরি বলেছেন: হক কথা :D

৭| ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৮

কুয়াশা বলেছেন: হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: কেন ওনাদের কে (শেখ হাসিনা ও সন্তু লারমা ) নোবেল শান্তি পুরস্কার দেয়া হল না ? :(( :(( :((
এজন্য নোবেল পুরস্কার কমিটির বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হোক আন্তর্জাতিক আদালতে !!
টাকা দেবেন মাল মুহিত জনগণের মাথায় কাঁঠাল ভেঙ্গে !

৮| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১১:০২

শুঁটকি টেরি বলেছেন: ধন্যবাদ কুয়াশা।

৯| ১০ ই মার্চ, ২০১১ রাত ১২:৫৪

প্রজন্ম৮৬ বলেছেন: হাসি,
তোমাকেই বলছি,নিরাশ হয়ো না। জানি তুমি পারবেই!

তোমার আছে জয়ের তীব্র বাসনা।তুমি প্রমান করেছো তোমার ইচ্ছাশক্তি'র সামর্থ্য।চাইলে তুমি সবাইকে প্রতিযোগীতা থেকে ছুড়ে ফেলতে পারো।

কিন্তু তোমাকে বুঝতে হবে দেশে এখনো "কদবেল" পুরষ্কার দেয়া হয় না! সেজন্য তোমার সুন্দর জীবন কামনা করে অনুরোধ করবো, আহেতুক স্বপ্ন না দেখে আগামী "লাক্স সুপার স্টার" এ অংশ নাও। নিশ্চিত থাকো জয় তোমার হবেই।

১০| ১০ ই মার্চ, ২০১১ রাত ১:১৭

ফিউশন ফাইভ বলেছেন: আপনার কথায় যুক্তি আছে, আমাদের প্রধানমন্ত্রীর জন্য ভালো একটি পরামর্শও আছে। আসলে অন্তত শান্তিতে নোবেল পাওয়ার সুযোগ আগামী অন্তত ৫০ বছরে দ্বিতীয় কোনো বাংলাদেশীর হবে না। সেক্ষেত্রে হাসিনা সাহিত্যে নোবেল পাওয়ার আশা নিয়ে এগোতে পারেন। তবে কেন যেন মনে হচ্ছে, সেটাও একটু কঠিন হবে। তার চেয়ে বরং মডেল নোবেলের কাছ থেকে একটি পুরস্কার চেয়ে নেওয়াই সহজ হবে বেশি।

১১| ১০ ই মার্চ, ২০১১ বিকাল ৪:১০

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: @লেখক/লেখিকা > ধন্যবাদ মন্তব্য পছন্দ করার জন্য । হুম ! আমার স্তিফেন হকিং প্রসঙ্গে করা মন্তব্য দেখলাম অনেক ব্লগারই আলোচনা করেছেন । নিজদের ব্লগে রেফারেন্স দিয়েছেন ।
মজা লাগলো ! 8-|
ডঃ ইউনুস আর ডঃ জাফর ইকবাল কে নিয়ে ভাবতে যেয়েই হকিং এর কথা মাথায় আসলো ।
ভাই/আপু , মহা ফাপরে আছি । দেশে আসতে সবাই না করে । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.