নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা

অনউর্বর মস্তিস্কের চিন্তা - ভাবনা

শ্ঊভ

আমি একজন ছাত্র

শ্ঊভ › বিস্তারিত পোস্টঃ

অনির্বাচিত সরকারের দাবী কি শুধু ই বিরোধিতা নাকি বর্তমানে এর প্রয়োজনীয়তা ও রয়েছে ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

বিরোধীদলের কাজ হচ্ছে সরকারের কাজে সহায়তা করা ও তার গঠনগত সমালোচনা করা যাতে আরও ভাল করা যায় । কিন্তু আমদের দেশে একটা প্রচলিত নীতি হয়ে গেছে যে, সরকার দল যে কাজ করবে বিরোধী দল তার বিরোধিতা করবে, সেটা ভাল হোক আর খারাপ হোক ।

বিএনপি এখন নির্দলীয় সরকারের দাবীতে অনড়, কিন্তু নির্দলীয় সরকার কি বাস্তবেই খুব দরকারি ?

একটা গণতান্ত্রিক দেশে অনির্বাচিত সরকার কখনো ই কাম্য ছিল না, থাকতে পারে না । তারপর ও এই অনির্বাচিত সরকার এসেছিল একটা আন্দোলনের মধ্য দিয়ে, আওয়ামীলীগ যার অন্যতম দাবিদার ছিল । তখনের নির্বাচন পদ্ধতি ছিল অনেক পুরানো , যেখানে কারচুপির বেপারটা ওনেক সহজেই করা যেত । তখনকার কিছু নির্বাচনের বিশাল কারচুপির কথা প্রায় সবার ই জানা, যাঁদের জানা নাই তারা একটু খোজ নিলেই জানতে পারবেন । তাই তখনের পরিস্থিতির বিবেচনায় অনির্বাচিত সরকার গঠন করা হয় ।

বর্তমানের নির্বাচন পদ্ধতি অনেকটা আধুনিক , বর্তমান ইলেক্ট্রনিক মিডিয়া এর সুবাদে এখন চাইলেও নির্বাচনে কারচুপি করাটা সহজ নয় । তাছাড়া এই সরকারের আমলে সিটি করপরেশন নির্বাচন সহ মোটামুটি ১০০০ এর বেশি নির্বাচন হয়েছে, যেগুলোর গ্রহণযোগ্যতা সবার কাছে এমন কি বিএনপির কাছে ও পেয়েছে ।

তাই এই পরিস্থিতিতে বিএনপির ভাল করে ভেবে দেখা উচিৎ যে তাদের এ আন্দোলন কতোটা যৌক্তিক হবে, এবং জনসমর্থন পাবে.।।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সময়ের দাবি হলো সভ্যতা

আর সভ্যতা হলো রাজনীতিতে বিশ্বাস ,আস্থা, শ্রদ্ধা ,মেনে নেয়া চর্চা করা।একে অন্যের অধিনের নির্বাচন হওয়া এবং তাতে অংশ গ্রহন করা।

এরা এসবে নাই, যখন বিএনপি ক্ষমতায় আসবে ঠিক একি কাজ করবে,তারাও অনির্বাচিত সরকারের হাতে নির্বাচন দিবেনা,যুক্তি হিসেবে দেখাবে আজকে আওয়ামীলিগের অবস্থান।
যেই নেতাটা কথায় বলে জনগন মেনে নেবেনা,জনগন আমাদের ছাড়া খাবেনা,ঘুমাবেনা, জনগনকে সঙ্গে নিয়ে ইত্যাদি ইত্যাদি তখনি এদের গালে গিয়ে চটকনা মারা উচিৎ। জিজ্ঞাসা করা উচিৎ এই জনগন কারা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.