নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা

অনউর্বর মস্তিস্কের চিন্তা - ভাবনা

শ্ঊভ

আমি একজন ছাত্র

শ্ঊভ › বিস্তারিত পোস্টঃ

সিরিজ জয়ের চেয়েও বড় কথা সাকিব বিহীন জয়

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

প্রথমেই বাংলাদেশ টিম কে আভিনন্দন । আশা করি আমরা শুধু সিরিজ জয়েই থামবো না, বাংলাওয়াস টা ও দেখাইয়া দেব।



সাকিব আমাদের টিম এর সবচেয়ে সেরা প্লেয়ার । শুধু সেরা বললে কম হবে, কারন ভালর দিক দিয়ে সাকিব এর খুব কাছে ও কেউ নাই । কোন সিরিজ হলে সর্বচো রান, উইকেট সব এ সাকিব এর দখলে থাকে । মত কথা সাকিব হচ্ছে দলের প্রান । সিরিজ থেকে সাকিব এর ছিটকে পরাটা তাই ছিল হতাশা জনক।

কিন্তু সাকিবকে ছাড়া সিরিজ জয় করায় একটা আশার আলো দেখা যাচ্ছে । বাংলাদেশ এখন কোন একটা প্লেয়ার এর উপর নির্ভরশীল নয়, দলের অনেকেই আছে যারা ফলাফল বদলে দিতে পারে ।



যাই হোক আশা করি নিউজিল্যান্ড বাংলাওয়াস হবে , সাকিব খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

ল্যাটিচুড বলেছেন: সাকিবকে ছাড়া জয় পাওয়াতে টিমের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তাই পরবর্তীতে কোন ষ্টার খেলোয়াড়ের হঠাৎ অনুপস্থিতি হতাশায় ভোগাবেনা বাংলাদেশ টিমকে ।

সাকিবের দ্রুত সুস্থতা কামনা করছি।

২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

নীলতিমি বলেছেন: এই কথটা নেগেটিভ শোনায় । এমন মনে হয় সাবিক একটা ঝামেলা!

বরং বলা উচিত - সম্মিলিত অবদানে জয়টাই বড় কথা ! /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.