নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা

অনউর্বর মস্তিস্কের চিন্তা - ভাবনা

শ্ঊভ

আমি একজন ছাত্র

শ্ঊভ › বিস্তারিত পোস্টঃ

৫ তারিখের নির্বাচন পিছানো হলেইবা কি লাভ !!!

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

আজকাল বিভিন্ন কলামে , বিভিন্ন টকশোতে কিছু বিশেষ ব্যাক্তিদের নির্বাচন পিছানোর কথা বলতে শুনি ।

৫ তারিখের নির্বাচন পিছানো হলে দেশ কতটা লাভবান হবে , আদৌ হবে কি ?



নির্বাচন পিছানোর কথা বললেও, কত দিনের জন্য পিছানো হবে , কোন যুক্তিতে পিছানো হবে , পিছালেই বা কি হবে , এ ধরনের কোন গ্রহনযোগ্য মতামত কাউকে দিতে দেখি না ।





বিএনপি মূলত নির্বাচন বর্জন করেছে নির্দলীয় সরকারের দাবীতে । ৫ তারিখে তো তাদের কোন সমস্যা ছিল । এখন যদি ৫ তারিখ থেকে নির্বাচন পিছানো হয় কিন্তু নির্দলীয় সরকার না আনা হয় তাহলে কি বিএনপি নির্বাচনে আসবে ? সেরকম কোন শ্পষ্ট বক্তব্য তো বিএনপি দিচ্ছে না । আর যদি বিএনপি না ই আসে তাইলে নির্বাচন পিছানোয় লাভটাইবা কি ।



আমরা একটি পদ্বতিকে নেতিবাচক সহজেই বলতে পারি, কিন্তু ইতিবাচক কোন পদ্বতি আমরা দেখাতে পারি না ।



এখন কোন সুনির্দিশ্ট পরিকল্পনা বা আশ্বাস ছাড়া পূর্বনির্ধারিত সূচি পরিপর্তন করলে তাতে কি দেশের অনিশ্চয়তা কমবে নাকি বড়বে ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

পৃথিবীর আলো বলেছেন: যতক্ষণ তালগাছ আমার টাইপ সরকার এবং সংবিধান চেঞ্জ না হবে, ততক্ষণ কোন নির্বাচন, টকশো,অবরোধ দেশের জন্য ভাল কিছু আনতে পারবে না।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

ভিটামিন সি বলেছেন: পৃথিবীর আলো বলেছেন: যতক্ষণ তালগাছ আমার টাইপ সরকার এবং সংবিধান চেঞ্জ না হবে, ততক্ষণ কোন নির্বাচন, টকশো,অবরোধ দেশের জন্য ভাল কিছু আনতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.