নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঙাল মামার বলোগ

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

কাঙাল মামা

....:: রাজাকার মুক্ত ব্লগ চাই :::.... আমি খুব সাধারন এক মানুষ। ৩ বছর ধরে Electronics And Electrical Engineering এ গ্রাজুয়েশন করার চেষ্টা করতেছি...আরো ১ বছর বাকি.. আমি ও পজেটিভ....রক্ত লাগলে আওয়াজ দিবেন.. গান আর রক্তের ব্যাপারে কোনো সাহায্য লাগলে কাঙাল মামা ছাড়া আর কারো কাছে যাবেন না!!! আমি যা ভাববো তাই লিখবো। আমার সাথে ভালো থেকে নিজের ভালো থাকা নিশ্চিত করবেন। জীবনে এতটা ঘৃণা আর কাউকে করি না যতটা রাজাকার আর শিবিরদের করি। ব্লগটাকে ভালো লাগে, তাই লিখে যাই। প্রথম আলোর নিকটা আমারই।কিন্তু ওখানে কোনো লেখা লিখবো না।ঐটা শুধুমাত্র "চর দখল" টাইপের রেজিস্ট্রেশন।

কাঙাল মামা › বিস্তারিত পোস্টঃ

NSU এর নতুন ক্যাম্পাসটা সুন্দর, খোলামেলা, প্রাইভেসিপূর্ণ এবং ধর্ষনের জন্য উপযুক্ত

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

আজকের New Age পেপারে পড়লাম খবরটা। পরীক্ষা শেষ করে মেয়েটা বাসার দিকেই রওনা দিতেছিলো, এমন সময় এক বন্ধুর ডাক, "তোকে ওমুক স্যার ডাকতেছে"। মেয়েটা সিদ্ধান্ত নিলো স্যারের কাছে যাবে। কে জানতো এই সিদ্ধান্ত তাকে জীবনের বাকিটা সময় ভূগাবে?



ছেলেটার সাথে রিলেশন ছিলো, কিন্তু বনিবনা হইতেছিলো না, অনেক বেশি ঝগড়া। এই জন্যই হয়তো ছেলেটা তার বন্ধুকে দিয়ে মেয়েটাকে উপরতালায় ডেকে নিয়ে এসেছিলো। গ্যাং রেপ চিনেন তো? সেটাই.....



মনটা তিতিয়ে আছে। এমনিতেই কিছু হাতেগোনা আবালদের জন্য মানুষ গনহারে প্রাইভেট উইনিভার্সিটি আর তার স্টুডেন্টদের গালি দেয়। এখন সেটা আরো বাড়লো।



কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিলো decent dress পড়ে সবাইকে ভার্সিটি আসতে। এই নোটিশের ঠিক কয়েকদিন পরেই নভেম্বরের প্রথম সপ্তাহে এইটা ঘটে গেলো। বাড্ডা থানায় কোনো মামলা হয় নাই, এনএসইউ কর্তৃপক্ষ আর মেয়েপক্ষ সব ঘটনা ধামাচাপা দিতে আপ্রান চেষ্টা করতেছে।



যারা এখন চিন্তা করতেছেন, পাবলিক-প্রাইভেট নিয়া একচোট কমেন্ট লিখবেন, তাদের বলি, ঢাকা ইউনিভার্সিটিতে এক মেয়ের এডমিশন ফর্মে ভেজাল হইছে। মেয়ে গেছে সাইন্স ফ্যাকাল্টির এসিস্টেন্ট রেজিস্টারের কাছে.....এরপর যা হবার তাই হইছে। এটা এনএসইউ-র কয়েক সপ্তাহ আগের ঘটনা।



ইংরেজী খবরটা পাবেন এখানে

মন্তব্য ১৩৫ টি রেটিং +৩৬/-৪

মন্তব্য (১৩৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৯

চিকনমিয়া বলেছেন: ঘ্যাটনা হাচানি?

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

কাঙাল মামা বলেছেন: পেপারে ভূল লিখার কথা না, তাও আবার কাভার স্টোরি। এনএসইউ এর লোকেরা এটা নিয়া কথা বলতেছে, তারা দোষীলোকদের খুজে বের করে শাস্তি দিবে বলছে, ঘটনার পর ইউ-জি-সি প্রতিটা ইউনিভার্সিটিতে investigative cells গঠন করতে বলছে যারা সেক্সুয়াল হ্যারাশমেন্ট নিয়া তদন্ত করবে। এবং আমার সাথে পড়ে কয়েকজন ঘটনার কথা স্বীকার করছে।

অনেকদিন পর দেখলাম, ভালো থাকবেন। :)

২| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা উন্নত দেশের মতো !? ... ... ... সপ্লাই দিতে পারি তা হলে এ জাতীয় ঘটনা আলোচনায় আসবে না নিযেদের মধ্যেই সমাধা হয়ে যাবে।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৮

কাঙাল মামা বলেছেন: হুম....

৩| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৬

তারেক হাসান বলেছেন: মেয়ে পক্ষ ধামাচাপা দিতে চাইবে, তবে ঐ ধর্ষকের একটা হেস্তনেস্ত করা দরকার। নয়তো এভাবেই চলবে।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

কাঙাল মামা বলেছেন: সেটাই যেন হয়। এত সাহস পায় কই? দিনে দুপুরে ভার্সিটিতে??!!

৪| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

আলী আরাফাত শান্ত বলেছেন: আগে থেকেই জানতাম!
কিন্তু অবাক করা ব্যাপার হলো কেউ ঘটনাটা স্বীকার করে না!

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০০

কাঙাল মামা বলেছেন: হ্যা, আজকাল সবাই নিজেদের সুনাম রাখতে জানে :)

৫| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৮

রাজিয়েল বলেছেন: যদি এন.এস.ইউ. কমিটি এই জিনিস টা ধামাচাপা দেয় (যা মনে হ্য় তারা মোটামুটি করে ফেলসে), এর চেয়ে বড় সুইসাইডাল আর ক্রিমিনাল জিনিস আর কিসু হবে না। হারামি পোলাপাইনের সাহস আরো বাড়বে, এই টাইপের ঘটনা আরো ঘটবে, আর সবচেয়ে বড় কথা দেশের অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতেও এগুলা ঘটা শুরু করবে। নোটিস দিয়ে সবকিসু বন্ধ করা যায় না। এন.এস.ইউ. অ্যাডমিনিস্ট্রেশনের বেহাল অবস্থাটাই বোঝায় দিসে এই ঘটনা। শালারা খালি টাকাটাই চিনে। এইবার বুঝুক।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

কাঙাল মামা বলেছেন: রেপুটেশন বলে কথা...আপনার বিজনেসের রেপুটেশন আপনার কাছে সবচেয়ে দামী...

৬| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

টেকি মামুন বলেছেন: হায় খোদা নর্থ সাউথের নাম ডুবলো।আমি আবার প্রাইভেটে পড়িনা

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬

কাঙাল মামা বলেছেন: কোথায় পড়েন সেটা তো ব্যাপার না!!! ব্যাপারটা হলো, কি হচ্ছে না হচ্ছে...প্রাইভেটে পড়েন না বলে এসবের দায় তো এড়াতে পারবেন না, নাকি? :)

৭| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫০

টেকি মামুন বলেছেন: ওরে ভাই ঘটনা আর ধামাচাপা থাকলো কই ।অগ্সিগিরির মততততততততততত

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৭

কাঙাল মামা বলেছেন: হু

৮| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫১

পল্লী বাউল বলেছেন: দুঃখজনক।

এসব লম্পটদের শাস্তি হওয়া উচিত।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫

কাঙাল মামা বলেছেন: হুমম..।

৯| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫২

সাগর ঢাকা বলেছেন: এটা প্রইভেট / পাবলিক এর বাপার না ......আমরা ভিতরে ভিতরে অনেক পচে গেছি ....সেটার দুর্গন্ধ বের হয় , মাঝে মাঝে ...সেটা আমরা ভদ্দরনোক রুমাল চেপে ঢাকার চেষ্টা করি ..

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৬

কাঙাল মামা বলেছেন: হ্যা + + +

১০| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

সব যদি আজ বদলে যেত বলেছেন: পোলাপান লেখাপড়া শিখে এইসব করে।

ভাল-মন্দ বুঝার ক্ষমতা এদের আছে।আমরা আসলে কি শিখছি আর কি শিখাচ্ছি সেইটা নিয়া গবেষনা হওয়া দরকার।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১০

কাঙাল মামা বলেছেন: দেখেন, এসব কিন্তু ভার্সিটিতে শিখায় না, এত সময় কই? এগুলা বাসা থেকে শিখে আসার কথা, বাপ-মায়ের কাছ থেকে...

১১| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৬

ত্রিভুজ বলেছেন: ঢাকার বর্তমান প্রেক্ষাপটে এগুলোতো ভাই এখন স্বাভাবিক ঘটনা। সেঞ্চুরিয়ান মানিকের কথা তো সবাই জানে.. এরকম আরো কত সেঞ্চুরিয়ান প্রাইভেট-পাবলিকে আছে... নিউজ মিডিয়ায় ১% খবরও আসে না।

সাগর ঢাকা'র মন্তব্যটা কপি করি-
"আমরা ভিতরে ভিতরে অনেক পচে গেছি ....সেটার দুর্গন্ধ বের হয় , মাঝে মাঝে ...সেটা আমরা ভদ্দরনোক রুমাল চেপে ঢাকার চেষ্টা করি .. "

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০৭

কাঙাল মামা বলেছেন: হুমম

১২| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

অ্যামাটার বলেছেন: rumor

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০৩

কাঙাল মামা বলেছেন: হ্যা, ঠিকাচে...রিউমরই :)

১৩| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০২

রিজভী বলেছেন: সাগর ঢাকা'র সাথে আমিও একত যে, আমারও মনে হয় এটা প্রাইভেট/পাবলিকের ব্যাপার নয়। এটা হলো মানসিক অসুস্থতা ও দৈন্যতার বিষয়। পারস্পরিক সম্পর্কের প্রতি অসম্মান আর ক্ষোভও এগুলোর অন্যতম কারণ হতে পারে। এজন্য প্রতিকার হিসেবে অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সামাজিক ভাবে এদের ব্যতিত আর কোন উপায় নেই। তাহলে অন্যেরা উদ্ভুদ্ধ হতে আর উৎসাহিত হবে না।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৩

কাঙাল মামা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১৪| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪

বাউন্ডেলে বলেছেন: rumor টা ছড়ালো কে ?

যা হওয়ার তাই হয়েছে.........................................................

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১২

কাঙাল মামা বলেছেন: হ

১৫| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১১

রাজিয়েল বলেছেন: ইয়াং জেনারেশন যে কি পরিমান লুইচ্চা হইতেসে এইসব কাহিনী তার উদাহরন। আর এদের মদ্ধে সবচেয়ে খারাপ হচ্ছে বড়লোকের লুইচ্চা পোলাপাইন। কারন এদের সাহস অনেক বেশি থাকে। মনে করে খারাপ কাজ করলেও কিসু হবে না। দোষ দিবেন কেমনে? দেখেন না, কিভাবে এই ঘটনা টা ধামাচাপা পড়ে যাচ্ছে?

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১২

কাঙাল মামা বলেছেন: হ্যা, ঠিক বলছেন...।

১৬| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৩

লেখাজোকা শামীম বলেছেন: ছবিটা এই লেখার সঙ্গে অপ্রাসঙ্গিক। বাদ দিতে পারেন।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮

কাঙাল মামা বলেছেন: দিয়ে দিলাম :)

১৭| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৪

আরিফুর রহমান বলেছেন: রিউমার ছড়ায় হিজু...

মাইয়াগোরে এই চান্সে হিজাব নামের তাম্বুর ভিত্রে হান্দানের মৎলব..

এই ধরনের নিউজ দিয়া প্রমাণ করতে চায়, পুংলিঙ্গ সব হইলো কামার্ত কুকুর.. আর নারীরা হইলো তাগো খাইদ্য...

কি জঘন্য মানসিকতা...

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২২

কাঙাল মামা বলেছেন: হিজাবের নিচে জোর করে ঢুকানোর প্রতিবাদ করি।

১৮| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৫

আরিফুর রহমান বলেছেন: উপ্রে দেখেন না... এতো পোন্দানি খাইয়াও তিঙ্কোনা বালছাল ছড়াইতে আসছে..

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৫

কাঙাল মামা বলেছেন: বাদ দেন না এসব, যে যেমন সে তেমন, নিজের মধ্যেই রাখেন এগুলা :)

১৯| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮

রঙধনু বলেছেন: একটা হুইনায় .................

কত হচ্ছে ..................

আসুন আমরা ও হই .....................

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৩

কাঙাল মামা বলেছেন: :-/

২০| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮

বাগসবানি বলেছেন: পাবলিক-প্রাইভেট নিয়া একচোট কমেন্ট লিখবেন
-----------------------------------------------------------
এখানে একটা কথা বলে রাখা উচিত যে, যারা লেখাপড়া করার জন্যে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়, তারা কোনো দিন এইসব নিয়ে পার্থক্য খুঁজে ফেরে না বা এইসব নিয়ে ক্যাচাল করে না । কে কি শিখছে সেটা তার নৈতিকতাই বলে দেয় .... আজকের বাংলাদেশকে দেখেন ... কোন পথে হাটছে ? এর পিছনে শিক্ষিত সমাজের ভূমিকা কতটুকু ? প্রাইভেট ইউনির বয়স কত? আমাদের বাপ-দাদারা কে পড়েছে প্রাইভেটে ? যারা সরকারী কর্মকর্তা তাদের কয়জন অশিক্ষিত ? তাদের অনেকের কর্মকান্ড তো .... এইসব ক্যাচাল না হয় নাই বললাম । এমন নীতিহীনের দেশে নীতিবান মানুষ দেখলে এখন হাসি পায় । বিংশ্ব শতাব্দীতে এসে মানুষ আরও বেশী অসভ্য আর বর্বর হইতেছে ।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ সুন্দর করে বলার জন্য :)

২১| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩

নিরীহ মানুষ বলেছেন: ধর্ষক প্রমাণিত হলে তার লিঙ্গ কেটে নেয়া উচিত বলে মনে করি

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

কাঙাল মামা বলেছেন: সৌদি আরবের মত? হাহাহা!!! এই আইন করবে কে? সবার আগেই তো মৌলবাদীরা বাধা দিবে..এরপর দিবে হুজুর-মাওলানারা....কই যাবেন?

২২| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৬

অন্যরকম বলেছেন: এনএসইউর আগেই উচিৎ ছিল ক্রিমিনালদের আইডেন্টিফাই করে শাস্তি দেওয়া। তাহলে ঘটনা এত ডারপালা গজাইতো না। তারা উল্টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রিপোর্টেও সেরকম দেখলাম! তারা এ বিষয়ে মিডিয়া বা বাহিরে আলোচনা না করার সিদ্ধান্ত নিয়েছিল।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৮

কাঙাল মামা বলেছেন: আজিব অবস্থা ভাই :(

২৩| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: বস খবর টা আমিও শুনছি। কিছু বলার নাই !!!


তবে যেখানে হাটুর ওপরে কাপড় ওঠায়া ক্লাস করা জায়েজ সেইখানে এইসব হালকা পাতলা ঘটনা! সেইটা প্রাইভেটের এসিওয়ালা খুপড়ি হোক আর পাবলিকের নির্জন চিপাই হোক। পুলাপান এখন য়েকটু বেশিই এডভান্সড কিনা।

এগুলিরে ধইরা ডাইরেক্ট লাগাইতে হৈব, মাইরের ওপরে মেডিসিন নাই।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪১

কাঙাল মামা বলেছেন: বস বলবেন না, যদ্দুর শুনছি, আপনাকে আমার বস বলা উচিত। লেখাপড়া, প্রোগ্রামিং, টেকি...সব দিক দিয়েই ....মামা বলতে পারেন :)

মন্তব্যের সাথে একমত....ডিজুষ জেনারেশনের বেকে যাওয়া ছাওয়াল এগুলা...মাইরের ওপরে মেডিসিন নাই।

২৪| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩০

হঠাৎ বলেছেন: কিছুই বলার নাই। তবে এসব কাজে জড়িতদের এমনভাবে শাস্তি দেয়া প্রয়োজন যাতে সবাই জানতে পারে যে মূল্যবোধ বিকোলে তাদেরকেও নির্মম পরিনতি ভোগ করতে হবে।
সত্যিই হতাশ এসব কুলাঙ্গারদের আকাম তথ্য জাইনা।
পাবলিক/প্রাইভেট সব জায়গায়ই গত ৩-৪ বছর যাবৎ এসব কথাবার্তা বেশী শোনা যাচ্ছে। খুব আহত হলাম।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ :)

২৫| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

হোরাস্‌ বলেছেন: এই ধরনের ঘটনা যারা ধামাচাপা দিতে চায় তাদের সবার আগে বিচার করা উচিৎ। এগুলারে উল্টা করে ঝুলাইয়া ছিলা-কাইট্টা লবন লাগানো দরকার।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৫

কাঙাল মামা বলেছেন: হ্যা, ঠিক বলছেন। ভার্সিটির রেপুটেশনের কাছে ধর্ষক মাফ পেয়ে যাবে সেটা কোনো ভাবেই কাম্য নয়..

২৬| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৮

আকাশনীল বলেছেন: একটা উভয় সংকট এখানে। ধর্ষককে যেমন সর্ব্বোচ্চ শাস্তি দেয়া প্রয়োজন তেমনি মেয়েটাকে সেইফ করা প্রয়োজন। এটা কিভাবে সম্ভব?

পলাশীতে বুয়েটের যে নতুন বিল্ডিং হয়েছে সেটাকে একদম নিরাপদ মনে হয় না আমার। জাহাঙ্গীরনগরে তো এইসব ঘটনা শোনা যায়। পাবলিক-প্রাইভেট এখানে কিছু না। সব ভার্সিটির উচিত নিরাপত্তা জোরদার করা।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫১

কাঙাল মামা বলেছেন: মিডিয়া চাইলেই মেয়েটাকে কম হাইলাইট করতে পারে। এটা কোনো সংকট বলে মনে করি না। তবে ভার্সিটির উচিত নিরাপত্তা জোরদার করা।

২৭| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লালসালু বলেছেন: আমি এইডা নিয়া একটা পুষ্ট দিছিলাম কয়েকদিন আগে। Click This Link

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৩

কাঙাল মামা বলেছেন: আগেই পড়েছিলাম ভাই :)

২৮| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

আকাশ_পাগলা বলেছেন: মেয়েটার জন্য খারাপ লাগতেছে।
তবে এনএসইউ এর কী না, ওদের অনেকেরই এসবের শখ থাকে, অভ্যাস থাকে।

জাবিতে যাইতে ডর করায়। দোস্ত ডাকে, যাই না। যারে দেখি মনে হয় পিঠের পিছে ছুরি চাকু।

দেশের আর কোন ভার্সিটিতে আমি যামু না। পড়াশুনা বাদ দিয়া দিমু।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

কাঙাল মামা বলেছেন: আর কইয়েন না, নিউমারকেটের সামনে রিকশা দিয়া আইতাছি, দেখি রাস্তার মাঝে ২টা হুন্ডা থামাইয়া দুই দুই চাইর পোলা কথা কইতাছে। আমি বিরক্ত হইয়া কইলাম এসব কি? পাশের বন্ধু কয়, একদম চুপ থাক। এডি ঢাকা ভারসিটির ভাই, একটা কথা কবি, পুরা হল খালি হইয়া যাইবো তোরে মারতে। অতপর "ভাইদের" খোশালাপ শেষ হবার পর আমাদের রিকশা সামনে যাওয়ার সুযোগ পায়!!

২৯| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৫

রহমানরক্তিম বলেছেন: এত সাহস পায় কই? দিনে দুপুরে ভার্সিটিতে??!!

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

কাঙাল মামা বলেছেন: হ

৩০| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৯

এ. এস. এম. রাহাত খান বলেছেন: জোসিলা হেড লাইন

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৮

কাঙাল মামা বলেছেন: তাই, না?

৩১| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮

মনুমনু বলেছেন: চিকনমিয়া জ্যাডারে ১ নং এ দেইখা মনডা কিমুন কিমুন করতাসে।!

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫২

কাঙাল মামা বলেছেন: কিমুন কিমুন করে? :)

৩২| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

কানা-বাবা বলেছেন: এই পুস্টে দেখি অনেক ক্যাচাল - দেশ-জাতি, নৈতিকতা-অবক্ষয়, পাবলিক-প্রাইভেট। :)

সহজ ব্যাপার কে জটিল করে দেখার কি আছে?

অপরাধ সব দেশেই সব যুগেই ছিল। মানুষের মধ্য একটা পারসেন্টেজ অপরাধি হয়। সেই রেটটাকে কমিয়ে রাখার জন্যই আইন আছে। একটা অপরাধ সংগঠিত হয়েছে, দেশের আইন অনুযায়ি বিচার হবে।

ধর্ষন হয়েছে, কেস হবে, বিচার হবে, দোষীর জেল হবে। দেশের আইন অনুযায়ি ভিক্টিমের ছবি এবং নাম পত্রিকাতে ছাপা হতে পারবে না। NSU অথরিটিরও বা এত উতলা হয়ে ঢাকঢাক গুড়গুড় করার কোন মানে দেখি না।

সোজা পথে না চলে যদি আমরা এখন লুকোছাপার পথে যাই তবে তা ভবিষ্যতে অপরাধিদের উৎসাহিত করবে।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

কাঙাল মামা বলেছেন: হ্যা, ধন্যবাদ :)

৩৩| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লাল সাগর বলেছেন: ছিঃ ছিঃ কি লজ্জা :P

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

কাঙাল মামা বলেছেন: :-/

৩৪| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫১

দাম বলেছেন: @রাজিয়েল বলেছেন: ইয়াং জেনারেশন যে কি পরিমান লুইচ্চা হইতেসে এইসব কাহিনী তার উদাহরন। আর এদের মদ্ধে সবচেয়ে খারাপ হচ্ছে বড়লোকের লুইচ্চা পোলাপাইন। কারন এদের সাহস অনেক বেশি থাকে। মনে করে খারাপ কাজ করলেও কিসু হবে না। দোষ দিবেন কেমনে? দেখেন না, কিভাবে এই ঘটনা টা ধামাচাপা পড়ে যাচ্ছে?

এছাড়াও অনেকেই আছেন যারা ইয়াং জেনারেশনকে দোষ দিতেছেন। কিন্তু একটু চিন্তা করেন একটা ছেলে বা মেয়ে পিউবার্টিতে পৌছায় কত বছর বয়সে? আর এই সময় তার যে নতুন একটা instinct তৈরী হয় এটাকে লিগাল ভাবে সে কি ভাবে ফুলফিল করতে পারে। ২৫-৩০ বছর বয়সের আগে একট ছেলে বিয়ে করতে পারে না। অথছ মিডিয়া, ইন্টারনেট সব কিছু দিয়ে যৌনতাকে সুডসুডি দেওয়া হচ্ছে। যার ফলাফল হচ্ছে এইঢরনের জঘন্য কর্মকান্ড গুলি।

একটি ব্যাক্তি আগে দোষী হচ্ছে বর্তমান শাষন ব্যবস্হা, সরকার এবং আমাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্হা। তাই সমস্যা নির্মুল করতে হলে অবস্যই সমস্যার কারন কে নির্মুল করতে হবে।

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

কাঙাল মামা বলেছেন: একমত না হয়ে পারলাম না। বাইরে দেখি নুড বিচে লেংটা মেয়ে হেটে গেলেও ছেলেদের কিছুই হয় না, কারন তারা সেভাবেই বড় হয়েছে। ওদেরকে স্কুলে সব পড়ানো হয়েছে, পিসিতে সব দেখানো হয়েছে, পরিবার থেকেও সেরকম শিক্ষা পেয়ে এসেছে।

৩৫| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২২

লাল সাগর বলেছেন: "লেখক বলেছেন: একমত না হয়ে পারলাম না। বাইরে দেখি নুড বিচে লেংটা মেয়ে হেটে গেলেও ছেলেদের কিছুই হয় না, কারন তারা সেভাবেই বড় হয়েছে। ওদেরকে স্কুলে সব পড়ানো হয়েছে, পিসিতে সব দেখানো হয়েছে, পরিবার থেকেও সেরকম শিক্ষা পেয়ে এসেছে।"

কাঙ্গাল মামা লাস্ট কমেন্টে আপনি পেচগি লাগাই দিলেন। প্লাস দিসিলাম, এখন মাইনাচ দিতে ইচ্ছা করতেছে।

নিচের লিঙ্কগুলা পড়ে আসুনঃ

Click This Link

Click This Link

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১০

কাঙাল মামা বলেছেন: পোস্ট ২টা আগেই পরছিলাম, আমার যা মনে হইলো তাই কইলাম। আমারও বয়স এদের মতই। এগুলা নিয়া চিন্তা করতে বা গভীরে যাইতে মন চায় না, আমি শুধু খবরটা শেয়ার করলাম আর কি....আসলে সবকিছুর মূলে পারিবারিক শিক্ষা। জিনিসপাতি সবাই দেখে, রক্ত সবারই গরম, কিন্তু আমাদের বাবা-মা আমাদের যা শিখাইছে, সেটাই যথেষ্ঠ এসব থেকে দূরে থাকার, তাই নয় কি?

ব্যাপার না, আমি একটা মাইনাস বেশি ধরবো নে :)

৩৬| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

দাম বলেছেন: @লেখক
আমেরিকা আর ইউরোপিয়ান দেশ গুলোতে রেপের হার কত??

৩৭| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৭

লাল সাগর বলেছেন: @দাম: ইউরোপ আমেরিকার অবস্থা দেখতে চাইলে নিচে ক্লিক করুনঃ

Click This Link

Click This Link

৩৮| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৩২

আহসান হাবিব শিমুল বলেছেন: কি ভয়ংকর!তাইলে মেয়েরা নিরাপদ কোথায়!

একটা গ্রুপের ছেলের সবাই একইসংগে এমন ভয়ংকরভাবে মরালী করাপ্টেড। পরিচিতজন, চেনামানুষের এমন পশুবৎ আচরণ!এর কনসিকুয়েন্স ভয়াবহ।

এরপর ক্লাসের ছেলেদের মেয়েরা কিভাবে দেখবে!এমন এক ঘটনাই ছেলে-মেয়েদের মাঝে স্বাভাবির সম্পর্ক কিভাবে সম্ভব হবে!

ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত।




২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১১

কাঙাল মামা বলেছেন: এরপর ক্লাসের ছেলেদের মেয়েরা কিভাবে দেখবে!

৩৯| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪১

তায়েফ আহমাদ বলেছেন: পর্যাপ্ত নৈতিক শিক্ষার ব্যবস্থা করা না হলে এসব চলতেই থাকবে।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১২

কাঙাল মামা বলেছেন: একেবারেই একমত!! এবং এই শিক্ষাটা আসবে পরিবার থেকে...

৪০| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪৬

বোহেমিয়ান কথকতা বলেছেন: শাস্তি চাই ।
আর কিছু বলার মত খুজে পাচ্ছি না :(

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮

কাঙাল মামা বলেছেন: আমিও না :(

৪১| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: এনএসইউ কর্তৃপক্ষ আর মেয়েপক্ষ সব ঘটনা ধামাচাপা দিতে আপ্রান চেষ্টা করতেছে।
ঘটনা সত্য।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৮

কাঙাল মামা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ :)

৪২| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৬

একরামুল হক শামীম বলেছেন: বিষয়টা প্রাইভেট-পাবলিক ভার্সিটি না। বিষয় হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, এবং তা ব্যাপক হারে হচ্ছে। যদিও সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিরোধী নীতিমালা এবং আইন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাম্পাসগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং একইসাথে নৈতিকতা বজায় রাখা।

এনএসইউ কর্তৃপক্ষের উচিত বিষয়টি তদন্ত করা এবং অন্য সকল শিক্ষার্থীকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২০

কাঙাল মামা বলেছেন: "ক্যাম্পাসগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ" - আমার শিরোনামে আপনার এই কথাটাই বলতে চেয়েছি, এত টাকা দিয়ে ক্যাম্পাস বানালো, আর সিকিউরিটির এই হাল!!

৪৩| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৭

আইলা বলেছেন: NSU আমাদের নাম আন্তর্জাতিক ভাবে পরিচিত করছে। ভারতীয় বিভিন্ন সাইটে BD NSU GIRL..... , NSU scandal.... , video link paoa jay...

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৩

কাঙাল মামা বলেছেন: ঠিকাচে

৪৪| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:২১

বল্টু মিয়া বলেছেন: রাজিয়েল বলেছেন: যদি এন.এস.ইউ. কমিটি এই জিনিস টা ধামাচাপা দেয় (যা মনে হ্য় তারা মোটামুটি করে ফেলসে), এর চেয়ে বড় সুইসাইডাল আর ক্রিমিনাল জিনিস আর কিসু হবে না। হারামি পোলাপাইনের সাহস আরো বাড়বে, এই টাইপের ঘটনা আরো ঘটবে, আর সবচেয়ে বড় কথা দেশের অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতেও এগুলা ঘটা শুরু করবে। নোটিস দিয়ে সবকিসু বন্ধ করা যায় না। এন.এস.ইউ. অ্যাডমিনিস্ট্রেশনের বেহাল অবস্থাটাই বোঝায় দিসে এই ঘটনা। শালারা খালি টাকাটাই চিনে। এইবার বুঝুক।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩০

কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ :)

৪৫| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:২৭

একরামুল হক শামীম বলেছেন:
Gour Gobinda Goswami, associate professor of the economics department of NSU and also the proctor of the university, denied any such incident taking place in the campus and said, ‘all these are rumours.’

‘We are not allowing boys and girls to sit closely in the campus,’

এইটুকু পড়ে হাসতাছি ....

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২

কাঙাল মামা বলেছেন: আমি হাসতে হাসতে শুইয়া পড়ছিলাম....কথা বলার র কিছু পায় না, আমি এখনই ফেসবুক থেকে এরকম ৩০ টা ছবি এনে দেখাতে পারবো, ক্যাম্পাসের ভিতর।

৪৬| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৩৯

লুথা বলেছেন:
মনে পডে, জাহাংগীরনগর ভার্সিটিতে ঘর্ষনের সেঞ্চুরী হইছিলো, যেটা এই দুনিয়াতে বিরল... কই সেটা নিয়ে তো কারো মাথা ব্যাথা দেখি না...

ঢাকা ভার্সিটি সহ সব পাবলিকে এখন পর্যন্ত যত পোলাপান মরছে, ওইটার কথাও বাদ দিলাম কারণ এইসব জায়গায় তো আমাদের মতো আবালেরা ভর্তি হয় না... তারপরেও চুপ থাকা ভালো...

এন.এস.ইউ এর ব্যাপারটা পেচাইতে পেচাইতে এমন অবস্থায় চলে গেছে যে, কি আর কমু... আমি নিজেও জানি ধর্ষণের ঘটনা হইছে কিন্তু যা কইছেন অথবা পেপারে যা লিখছে উলটা...

আসল ঘটনা যারা জানার তারা ঠিকি জানে... মাইয়ার দোষ এই খানে বেশি ছিলো...যাই হোক এই খানে পোলাপানরে কিছু বইলা লাভ নাই...

সংবাদপত্রে যে কি পরিমান ঠিক কথা ছাপা হয়, অইটা নিয়ে সন্দেহ আছে... আমার এলাকার এক বাসায় কাজের মেয়ে গলায় দডি দিয়ে সুইসাইড করছে...ময়নাতদন্তের আগেই পেপারে চলে আসছে যে, মাইয়া নাকি প্রেগনেন্ট ছিলো এবং তারে খুন করা হইছে...পরে খবর আসলো এমন কিছুই ছিলো না...

যখন ওইসব নিউজপেপারের সাংবাদিককে বলা হইলো আবার ভুল সংশোধন করে ছাপতে, তখন সে ছাপলো না, উলটা কথা শুনাইলো যে তাদের ক্ষমতা কতো...

যাই হোক, এইটা ঠিক যে ধর্ষণ হইছে কিন্তু পুরা কাহিনী বাইরের পোলাপানই মনে হয় বেশি জানে... ভালোই...

যাই হোক, যে ভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরী হয়, তাদের তো এখনো ওই ঘটনার বিচার করতে দেখলাম না... ;);)

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

কাঙাল মামা বলেছেন: ঐগুলা সরকারী মাল, সরকারী ভারসিটি, ঐখানে সরকারের ছত্রছায়ায় সব হয়....আর এইখানে মানুষ টাকা দিয়া পড়ে, পান থেকে চুন খসলেই সবার চিল্লানি বাড়ে। তবে এন.এস.ইউ এর ব্যাপারটা পেচাইলো কই সেটাই বুঝলাম না, আর কোনো পেপারে খবর আসছে বলে তো মনে পড়ে না।

আসল ঘটনা যারা জানার তারা ঠিকি জানে.
>> আসল ঘটনাটা বলে ফেলেন তাহলে...

ধন্যবাদ :)

৪৭| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪২

লুথা বলেছেন:
দুনিয়াতে মনে হয় আমাদের দেশই হচ্ছে একমাত্র দেশ, যেখানে পাবলিকের পোলাপান কোন এক অজানা কারণে প্রাইভেটের পোলাপানকে সহ্য করতে পারে না...

কি করে কাওকে পচাইতে হয়, ওইটাই শিখতেছি... পাবলিকের পোলাপান এই শিক্ষা ভালো মতই দিতেছে...

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

কাঙাল মামা বলেছেন: একমত!! :)

৪৮| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৩

আইলা বলেছেন: @ লুথা: আপনি NSU এর ছাত্র/প্রাক্তন ছাত্র হলে গর্বিত হন। কারণ -NSU আমাদের নাম আন্তর্জাতিক ভাবে পরিচিত করছে। ভারতীয় বিভিন্ন সাইটে BD NSU GIRL..... , NSU scandal.... নামে ভিডিও পাওয়া যায়।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪০

কাঙাল মামা বলেছেন: সেই একই কাসুন্দি.....আপনার সমস্যা কি? :(

৪৯| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০০

ফিউশন ফাইভ বলেছেন: একরামুল হক শামীম বলেছেন:
Gour Gobinda Goswami, associate professor of the economics department of NSU and also the proctor of the university, denied any such incident taking place in the campus and said, ‘all these are rumours.’

গোবর গোবিন্দ গোস্বামীর বাণী শুনে হাসি পাচ্ছে আবার রাগও লাগছে বিচ্ছিরিরকম। এই বদমাইশ জ্ঞানপাপীগুলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সংঘটিত গণধর্ষণকে প্রকারান্তরে বৈধতা দিচ্ছে শ্রেফ টাকার জন্য।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪২

কাঙাল মামা বলেছেন: ব্যাবসায়ী জ্ঞানপাপী

৫০| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৬

আইলা বলেছেন: @ ফিউশন ফাইভ : পড়াশুনার সাথে ফ্রি ডেটিং প্লেস না দিলে ব্যবসায় টান পড়বে, এইজন্য গো গো গো এই কথা বলতেছেন।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

কাঙাল মামা বলেছেন: সেটা সত্য....স্টুডেন্টদের ডিমান্ড দেখতে হবে না?

৫১| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:২৪

অন্ধ দাঁড়কাক বলেছেন: এইসব ধর্ষকগুলারে খুজে বের করে ভার্সিটি কর্তৃপক্ষের উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যাতে কেউ ভবিষ্যতে ক্যাম্পাসে কোন ধরনের বাজে কাজ করতে সাহস না পায়। শুধু ক্যাম্পাস না, পুরা দেশের ধর্ষকদের খুজে খুজে পিটানো উচিত। একটা রিপোর্ট দেখলাম কিছুদিন আগে, আমাদের দেশে ধর্ষনের হার কি পরিমাণ বেড়ে গেছে তার উপরে। খুবি আশংকাজনক।

@ আইলা: আপনাকে দেখে মনে হচ্ছে একটা রেপের ঘটনায় বিচলিত হওয়া বা দু:খ পাওয়ার চেয়ে ভারতীয় সাইটে সার্চ দিয়ে BD NSU GIRL..... , NSU scandal.... পাওয়াতে আপনি অনেক বেশী আনন্দিত। আপনার মতো মানুষকে কি বলা উচিত সেটা বুঝতে পারছিনা।

(@ লেখক: আপনার লেখা যতটা সিরিয়াসলি লেখা সেই তুলনায় টাইটেলটা কি একটু হালকা হয়ে গেল না?)

২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৮

কাঙাল মামা বলেছেন: কমেন্টের ২য় অনুচ্ছেদে > হাহাপগে

নতুন ক্যাম্পাসটা দেখছেন? ৫স্টার হোটেলের মত দেখতে সন্দেহ নাই, কিন্তু এরকম একটা জায়গায় নিরাপত্তার কত অভাব। সেজন্যই খোচা মারছিলাম, খোচা মারতে ভালো লাগে...আর লেখাটা সিরিয়াস নাকি? এটা তো ফান...২দিন পরেই সবাই ভুইলা যাবে...:)

অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৫২| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:২৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: এন এস ইউ র কথা আলাদাভাবে বলে লাভ কি? পুরা দেশটাই পচে গেছে।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

কাঙাল মামা বলেছেন: কারন এটা পেপারে এসেছে, এরকম আরো শত শত খবর পেপারে আসে না....।

৫৩| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৫০

ফারহান দাউদ বলেছেন: যদি এন.এস.ইউ. কমিটি এই জিনিস টা ধামাচাপা দেয় (যা মনে হ্য় তারা মোটামুটি করে ফেলসে), এর চেয়ে বড় সুইসাইডাল আর ক্রিমিনাল জিনিস আর কিসু হবে না। হারামি পোলাপাইনের সাহস আরো বাড়বে, এই টাইপের ঘটনা আরো ঘটবে, আর সবচেয়ে বড় কথা দেশের অন্যান্য ইউনিভার্সিটিতেও এগুলা ঘটা শুরু করবে। আর প্রশাসন এমন ধামাচাপা দেয়ার ফল কি হয় সেটা দেশের অনেক প্রাইভেট ভার্সিটিতেও বোঝা গেছে। জাহাঙ্গীরনগরের পোলাপান প্রতিবাদ করেছে বলে সামনে এসেছে, কিন্তু অনেক জায়গার ছেলেমেয়েরা জিনিসটা হজম করে যায় বলে কেউ জানে না। আমরা আসলেই নষ্ট হয়ে যাচ্ছি।

৫৪| ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:২৯

আইলা বলেছেন: @ অন্ধ দাঁড়কাক : যেকোন ধর্ষণই চরম দন্ডনীয় অপরাধ। কিন্তু NSU এর ঐ ঘটনার জন্য ঐখানকার মেয়েদের বেশভূষা ও দায়ী।

যেকোন ভারতীয় Forum সাইটেই হেডিংসহ আসে NSU এর ঐসব .. হিন্দি মুভি কালেকশনের সাইটে ও হেডিংসহ আসে NSU এর ঐসব ..

আগে নিজেদের আকাম-কুকাম বন্ধ করেন তারপর আমার রুচিবোধ.. হেনতেন নিয়ে বলেন।

৫৫| ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯

রাজিয়েল বলেছেন: দাম বলেছেন: এছাড়াও অনেকেই আছেন যারা ইয়াং জেনারেশনকে দোষ দিতেছেন। কিন্তু একটু চিন্তা করেন একটা ছেলে বা মেয়ে পিউবার্টিতে পৌছায় কত বছর বয়সে? আর এই সময় তার যে নতুন একটা instinct তৈরী হয় এটাকে লিগাল ভাবে সে কি ভাবে ফুলফিল করতে পারে। ২৫-৩০ বছর বয়সের আগে একট ছেলে বিয়ে করতে পারে না। অথছ মিডিয়া, ইন্টারনেট সব কিছু দিয়ে যৌনতাকে সুডসুডি দেওয়া হচ্ছে। যার ফলাফল হচ্ছে এইঢরনের জঘন্য কর্মকান্ড গুলি।

বস, আপনাকে বলি, আমি যখন ৯৫-৯৭ এ কলেজে পড়ি তখন আমাদের সময়ের বাংলা মিডিয়াম ছেলে-মেয়েদের কাসে সেক্স ছিল মোটামুটি অচিণ্তনীয় একটা ব্যাপার। আর এই ২০০৯ এ এখনকার টিনএজারদের জন্য সেক্স কোন ঘটনাই না। ইংলিশ মিডিয়াম/বড়লোকের পোলাপাইনের জন্য তো আরও না। সেক্সুয়াল ক্রাইম তারাই করতে পারে সেক্স জিনিসটা তাদের কাসে পানিভাত। ঐ বয়সে হালকা ২ নাম্বারি বলতে আমরা বুঝতাম বড়জোর লুকায় সিগারেট খাওয়া, ক্লাস ফালায় ডেট করতে যাওয়া, ১৮+ সিনেমা দেখা, এগুলা। আমরা আমাদের মেয়ে ক্লাসমেটদের সাথে এগুলা করতে পারতাম? ঐ বয়সে পাষানহৃদয় কিছু সুন্দরী যে মেজাজ খারাপ করায় নাই/ভাব মারে নাই, এমন তো না।

৫৬| ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪২

রহমানরক্তিম বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: পর্যাপ্ত নৈতিক শিক্ষার ব্যবস্থা করা না হলে এসব চলতেই থাকবে......কিন্তু সরকার তো উল্টা এটা বাধ দিতে চাচ্ছে..

৫৭| ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

প্রিয়তমেষু বলেছেন: এন এস ইউ এর এই অবস্থা???????????


মানুষ শুধু পশু কোরবানী করে,নিজের ভেতরকার পশুত্ব কে কোরবানী করেনা!!

৫৮| ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২

অন্ধ দাঁড়কাক বলেছেন: @ আইলা: ভাই, বাংলাদেশের অনেক ভার্সিটিতে এ ধরনের ঘটনা ঘটছে। সে ক্ষেত্রে সবাই মেয়েটার দোষ নাকি কোন ক্যাম্পাসে এ ঘটনা ঘটলো সেটা খুজে বের করার চেয়ে ঘটনার পাশবিকতায় বেশী দু:খ পায়। একটা মেয়ের জীবনে এর চেয়ে বাজে কোন ঘটনা ঘটতে পারেনা। এবং ইদানীং এ ধরনের ধর্ষনের ঘটনা অনেক বেশী ঘটছে।

এর পিছনে মিডিয়াতে সেক্সকে খুব সুড়সুড়িমুলকভাবে উপস্হাপন করাটাই মূখ্য ব্যাপার বলে আমার কাছে মনে হয়। সবাই এখন সেক্সকে খুব সহজভাবে নিচ্ছে। সেক্সকে সহজভাবে নেয়াটা এখন এখন আবার ধর্মীয় অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রগতিশীলতা এবং স্মার্টনেসের দিকে একধাপ এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হিসেবে দেখা হচ্ছে। সেক্স ক্রাইম তারাই করতে পারে সেক্স জিনিসটা যাদের কাছে ডালভাত। এবং এটা শুধু বড় শহরে বা ইউনিভার্সিটিতে না বরং এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে।

যারা আশেপাশে কোন রেইপের ঘটনা শুনার পরে বিন্দুমাত্র বিচলিত না হয়ে নেটে সার্চ দিয়ে দেখে ভিডিও পাওয়া যায় না কি, তাদের রুচিবোধ নিয়ে কিছু বলার কোন আগ্রহ আমার নেই।

৫৯| ২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩

অন্ধ দাঁড়কাক বলেছেন: এবং ইদানীং মেয়েরা(সমগ্র ঢাকা শহরের মেয়েরা) যে সব পোশাক পড়তেছে সে ব্যাপারে আমার তীব্র আপত্তি আছে। অধিকাংশ মেয়ে ফ্যাশন ফলো করতে গিয়ে শালীনতা পুরোপুরি বাদ দিয়ে দিচ্চে।

৬০| ২৮ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

পল্লী বাউল বলেছেন: ঈদ মোবারাক

৬১| ২৮ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩

নীল ভোমরা বলেছেন: ঈদের শুভেচ্ছা!

৬২| ২৮ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

ভাস্কর চৌধুরী বলেছেন:


৬৩| ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

আমার কবিতা বলেছেন: এই পোস্টে সমালোচনামূলক একটি কমেন্টের অনুরোধ রইল
Click This Link

৬৪| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৮

সাধারণমানুষ বলেছেন: প্রথমে, আসলে কি হইছে তা কিন্তু কেউ নিশ্চিত না, এমনকি আমরা NSUer রাও না, কেউ বলতে পারতেছে না যে সে ব্যাপারটা দেখছে সবাই এর বা ওর কাছে শুনছে এবং তা প্রতিনিয়ত মসলাদার হচ্ছে ।

দ্বিতীয়ত , ধরলাম ঘটনা ঘটেছে তখন মিডিয়া গুলারতো কাজ কাম নাই যে এইরাম একটা ব্রেকিং নিউজ বা হট নিউজ চাইপা যাবে । NSU অথরিটি বড়জোর ৩-৪ টা মিডিয়ার মুখ বন্ধ করল বাকিরা ??? বিশেষ করে EWU,AIUB,IUB , BRAC ইউনির ডিরেক্টর বা বোর্ড মেম্বারদের মালিকানাধীন মিডিয়া গুলা কি চুপ মাইরা থাকবে ??? অসম্ভব এমনিতেই যে ভাবে এরা NSU এর পিছে লাইগা আছে তারপরে এমন একটা টপিক পাইলে তো হইছেই

০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

কাঙাল মামা বলেছেন: কথা একেবারেই ফেলে দেয়া যায় না....ধন্যবাদ মতামত তুলে ধরার জন্য....:)

৬৫| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

মুকুট বলেছেন: সাগর ঢাকা বলেছেন: এটা প্রইভেট / পাবলিক এর বাপার না ......আমরা ভিতরে ভিতরে অনেক পচে গেছি ....সেটার দুর্গন্ধ বের হয় , মাঝে মাঝে ...সেটা আমরা ভদ্দরনোক রুমাল চেপে ঢাকার চেষ্টা করি ..>>এটাই বাস্তব। দেশ এগিয়ে যাচ্ছে, গাজি ট্যাংকের সেই বিজ্ঞাপনের মত

০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০০

কাঙাল মামা বলেছেন: হুমম....

৬৬| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪০

'লেনিন' বলেছেন: সাগর ঢাকার কমেন্টে +

আসলেই আমরা সারাবিশ্বশুদ্ধ মানুষ পঁচে যাচ্ছি।

০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৩

কাঙাল মামা বলেছেন: হ্যা...

৬৭| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪

নাজমুল আহমেদ বলেছেন: দিন দিন আমরা একটা পঁচা গান্ধা জাতিতে পরিণত হচ্ছি। যার কোন বিবেক, মানবিকতা বা মূল্যবোধ নাই।

৬৮| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২

দাম বলেছেন: সাধারণমানুষ বলেছেন: প্রথমে, আসলে কি হইছে তা কিন্তু কেউ নিশ্চিত না, এমনকি আমরা NSUer রাও না, কেউ বলতে পারতেছে না যে সে ব্যাপারটা দেখছে সবাই এর বা ওর কাছে শুনছে এবং তা প্রতিনিয়ত মসলাদার হচ্ছে ।

দ্বিতীয়ত , ধরলাম ঘটনা ঘটেছে তখন মিডিয়া গুলারতো কাজ কাম নাই যে এইরাম একটা ব্রেকিং নিউজ বা হট নিউজ চাইপা যাবে । NSU অথরিটি বড়জোর ৩-৪ টা মিডিয়ার মুখ বন্ধ করল বাকিরা ??? বিশেষ করে EWU,AIUB,IUB , BRAC ইউনির ডিরেক্টর বা বোর্ড মেম্বারদের মালিকানাধীন মিডিয়া গুলা কি চুপ মাইরা থাকবে ??? অসম্ভব এমনিতেই যে ভাবে এরা NSU এর পিছে লাইগা আছে তারপরে এমন একটা টপিক পাইলে তো হইছেই


আপনি কি মনে করেন অন্য ভার্সিটি গূলির খাইয়াদাইয়া আর কোন ও কাম নাই।

৬৯| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২

সাধারণমানুষ বলেছেন: @ দাম , ব্যপারটা প্রতিযোগিতার অন্য কিছু নয়।

৭০| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

অসমাপ্ত কবিতা বলেছেন: nsu র ঐ ঘটনার পর আমাদের ewu তে নিরাপত্তা অনেক বাড়িয়েছে, খুব কড়াকড়ি এখন।

৭১| ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪

নক্ষত্রের কান্না বলেছেন: অপরাধীর শাস্তি হউক। আর বিশ্ববিদ্যালয প্রসাশনকেই এটা নিশ্চিত করতে হবে।

৭২| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

নিশ্চুপ নিরবতা বলেছেন: প্লিজ লিন্ক দেখেন। Click This Link

৭৩| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩২

দারিদ্রের ছেলে বলেছেন: শুন্সিলাম এইটা নাকি কন এম্পি এর মেয়ে।তাই নাকি কুনু নিউজ বাইর হয়নি।কিজে জামানা আইল।দুশ খালি পলাপাইনগরে দিলে হইব?মাবাপে দেখেনা কি পশাক পইরা আইল।

৭৪| ১০ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৫

ধুসর আকাশ বলেছেন: "মনটা তিতিয়ে আছে। এমনিতেই কিছু হাতেগোনা আবালদের জন্য মানুষ গনহারে প্রাইভেট উইনিভার্সিটি আর তার স্টুডেন্টদের গালি দেয়। এখন সেটা আরো বাড়লো।"

কারে আবাল কও? বাপের লাখ লাখ টাকায় শিক্ষা কিনে পড়লে, সেইটা আবাল্গিরি না? তোমরা যা পড়াশুনা কর, তা এমন এক শিক্ষা, যেটা শুধু পয়সাওয়ালাদের জন্যে। তোমার আজীব লাগেনা?

১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৪

কাঙাল মামা বলেছেন: আবাল সবখানেই আছে। সেন্চুরি মানিক আছে, আবার প্রাইভেটেরও কিছু আবাল আছে। আমি প্রাইভেটের মানসম্মান নষ্ট করা আবালদের কথা বলছি। গালি দিলে নিজের মামারেই দিমু, আপনার মামারে কেন দিমু? তারে আমি চিনি??

তোমরা যা পড়াশুনা কর, তা এমন এক শিক্ষা, যেটা শুধু পয়সাওয়ালাদের জন্যে। তোমার আজীব লাগেনা?

না, আজীব লাগে না। সরকারের অক্ষমতায় আজীব হওয়ার মত কিছু দেখি না।

৭৫| ১৮ ই মে, ২০১০ দুপুর ১২:৪২

অপার্থি্ব বলেছেন: ভাইয়া সবই ঠিক আছে কিন্তু এইটাতো স্বীকার করেন যে NSUএর পরিবেশ অনেক খারাপ!! আমি যতোদূর জানি NSUতে সর্ট স্কাট পরে ক্লাশ করে অনেক মেয়ে।যেখানে বাংলাদেশের মতো জায়গায় এমন অবস্থা সেখানে এই ধরনের ব্যাপারগুলা হওয়াতো স্বাভাবিক তাইনা!!!
আরো আগেই হয়তো,আগে জায়গা পাইতো না,এখন নতুন ক্যাম্পাসে গেছে,অনেক জায়গা আর আমি যতোদূর জানি এতো বড়ো ক্যাম্পাসে নাকি তেমন কোনো Secuirity Guardও থাকেনা (NSUএর বন্ধুদের কাছে শোনা)।এই ঘটনার পর থেকেই সবগুলা প্রাইভেট ইউনিতে নিরাপত্তা,পোশাক-আশাকে কড়াকড়ি শুরু হইছে ।
কিন্তু আপনার প্রতিটা কথার সাথে সহোমত। আসলেই কিছু আবালের জন্য প্রাইভেট এর প্রতি মানুষের এতো অনিহা কিন্তু এইটা স্বীকার করতেই হবে যে প্রাইভেটগুলাও অনেক জোশ জোশ ছেলে বের করছে যেমন জাহিদ সবুর (AIUB),সোহেল হাফিজ (EWU), সামি জহুর (NSU) ইত্যাদি। সবখানেই ভালো খারাপ আছে,পাবলিকেও তো অনেক খারাপ পোলাপান আছে যারা এই ধরনের কাজ করে,তাইনা!!!
আসলে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার,প্রাইভেট-পাবলিক ফালাফালি করে লাভ নাই। :(

১৮ ই মে, ২০১০ রাত ৯:৪৪

কাঙাল মামা বলেছেন: সম্পূর্ন একমত। ধন্যবাদ সুন্দর মটামতের জন্য :)

৭৬| ১৮ ই মে, ২০১০ বিকাল ৫:৪৯

অপার্থি্ব বলেছেন: @ধূসর আকাশ--
শোনেন ভাই,এইটা যতোটা না প্রাইভেটা পড়া ছেলে-মেয়েগুলার দূর্বলতা তার চেয়ে অনেক বেশি সরকারের দূর্বলতা,আপনি ইউরোপ ছাড়া যে দেশের দিকেই তাকান না কেন দেখবেন সবখানেই পড়াশোনার খরচ অনেক(দেশী ছাত্রদের জন্য,বিদেশিদের জন্য না)
আর আপনি কি বিনা পয়সায় পড়েন নাকি!! আপনি যেখানেই পড়েন না কেন আপনাকে ফি দিতেই হয়,সেটা কম হউক আর বেশি হোক তাই এইগুলা বলে হাসির পাত্র হয়েন না :)

৭৭| ১৮ ই মে, ২০১০ বিকাল ৫:৫০

অপার্থি্ব বলেছেন: @ধূসর আকাশ--
শোনেন ভাই,এইটা যতোটা না প্রাইভেটা পড়া ছেলে-মেয়েগুলার দূর্বলতা তার চেয়ে অনেক বেশি সরকারের দূর্বলতা,আপনি ইউরোপ ছাড়া যে দেশের দিকেই তাকান না কেন দেখবেন সবখানেই পড়াশোনার খরচ অনেক(দেশী ছাত্রদের জন্য,বিদেশিদের জন্য না)
আর আপনি কি বিনা পয়সায় পড়েন নাকি!! আপনি যেখানেই পড়েন না কেন আপনাকে ফি দিতেই হয়,সেটা কম হউক আর বেশি হোক তাই এইগুলা বলে হাসির পাত্র হয়েন না :)

৭৮| ২১ শে জুন, ২০১০ রাত ৯:৩৬

িশপু মাস্তান বলেছেন: লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু একটা ব্যাপার কি জানেন? ভালো খারাপ নিয়েই এই পৃথিবী। আমাদের উচিত খারাপ মানুষকে নয় খারাপ কাজ কে ঘৃনা করা।

২২ শে জুন, ২০১০ দুপুর ২:৫৫

কাঙাল মামা বলেছেন: জ্বী, সেটাই...ধন্যবাদ :)

৭৯| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১:৩২

রংধনুর সাত রঙ বলেছেন: NSU এর জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.