![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চেম্বারে এক রোগী আইসা কয় ... 'দাখতর সাব আমার তো "বারঘর" অয় না ... কি খরা??' ...
কতক্ষন রোগীর দিকে ... তারপর রোগীর সঙ্গীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম ... 'কিতা??' ...
রোগী আবার কইল ... 'দাখতর সাব আমার তো "বারঘর" অয় না'
রোগীর সাথের লোক বলে ... 'বুজসইন না নি দাখতর সাব?? ... তান "পায়খানা" অয় না' ...
বহুদিন পর আমার সিলেটীজমে হিট খাইলাম
সিলেটের একটা রীতি হইল (আমি জানি না অন্য এলাকায় এরকম রীতি আছে কিনা) বাড়ি থেকে বহুদুরে হবে টয়লেট ... পারলে কয়েক ক্রোশ দুরে বাঁশ ঝাড়ের নীচে ... ওইটার নাম হইল বার ঘর(বাহিরের ঘর) ... বাড়ীর সামনেও একটা থাকে ... ওইটা মেহমানদের জন্য ... অ্যাটাচড বাথরুম আবিষ্কারের পর অবশ্য এই সিস্টেম এখন বিলুপ্তির পথে ...
সুযোগ পাইয়া আরেকটা ঘটনা বইলা ফেলি ... জকিগঞ্জ হেলথ কমপ্লেক্সে এক ডাক্তার সাবের কাছে রোগী আইসা কয় ... 'দাখতর সাব আমার যে পেট বেদনা ... পেট খারাপ' ...
ডাক্তার জিগাইল ... 'পায়খানার সাথে "আম" পড়ে??' ...
এবার রোগী কতক্ষন ডাক্তারের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে ... 'জি না দাখতর সাব ... আমরার বারিত "আম" গাছ নাই' ...
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
রামন বলেছেন:
হা হা হা , এটাও প্রায়ত সাইফুর রহমানের " ছেরি দেখা" র মত মজাদার হয়েছে।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
মামুন রশিদ বলেছেন: পোস্ট সপোজিটরি ব্যবহারের মত মজার হৈছে ।
ডাক্তার বললেন পায়খানার রাস্তায় সাপোজিটরি ব্যবহার করতে ।
রোগী ঘর থেকে পায়খানায় যাওয়ার রাস্তায় সাপোজিটরি বিছিয়ে দিলো
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬
খেয়া ঘাট বলেছেন: হাহহহাহাহহাহা।
মামুন রশিদ বলেছেন: পোস্ট সপোজিটরি ব্যবহারের মত মজার হৈছে ।
ডাক্তার বললেন পায়খানার রাস্তায় সাপোজিটরি ব্যবহার করতে ।
রোগী ঘর থেকে পায়খানায় যাওয়ার রাস্তায় সাপোজিটরি বিছিয়ে দিলো ।
হাহাহাহাহাহহাহা
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
শুঁটকি মাছ বলেছেন: এত হাসি কই রাখি!!!!!!!!!!!!!!
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
আদম_ বলেছেন: হাহাহাহাহাহা
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
না পারভীন বলেছেন: দাখতর সাব , পড়ে ব্যাপক মজা পেলাম , হাহাহা