নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

স্বেচ্ছানির্বাসিত আমি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

বিয়ের পর এই প্রথম দেখলাম তোমাকে
চাপা এক আনন্দ তোমার চোখে মুখে
তোমার ভারি নিঃশ্বাসে গতরাতের সুখস্বপ্ন
শাড়ি চুয়ে পড়ে তোমার বেদনার্ত শীৎকার

বিয়ের পর যাবতীয় চিন্তা তোমাকে দিয়েছে মুক্তি
স্বামীর ঘাঁড়ে দায় চাপিয়ে দুঃখবিলাস
বাঙালি নারীর বৈশিষ্ট্য আজো
তুমি তো আর ব্যতিক্রম নও যে
সোজা পথে উলটো হাঁটবে

তোমাকে নিয়ে এখন আর স্বপ্নগুলি
আকাশে ডিগবাজি খায় না
ইচ্ছে করেই স্বপ্ন ভেংগে জেগে ওঠি
প্রবল আক্রোশে চুল ছিঁড়ি
বেরিয়ে পড়ি অনিশ্চিত নিরুদ্দেশে

এখন আর আন্দোলিত হই না নতুন প্রেমে
রাতভর জেগে থাকা চিঠি লেখায়
সবুজ শয্যা আর নেই
ধূসর মরু চারপাশে

শান্তি আজ গুচ্ছ মেঘ
ভেসে বেড়ায়, রঙ বদলায়
এক দেশ থেকে আরেক দেশে
এক জীবন থেকে অন্য জীবনে
স্বেচ্ছানির্বাসিত আমি ভেসে বেড়াই
মেঘের মতোই

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

সনেট কবি বলেছেন: বেশ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

বিজন রয় বলেছেন: চাপা আনন্দ, সুখস্বপ্ন, সেখানে বেনার্ত শীৎকার কেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

শুভবাদী রোদ বলেছেন: "সেই সত্য যা রচিবে তুমি,. ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি. রামের জনমস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।"
হতে পারে, প্রথম মিলনের বেদনার্ত অনুভূতি, অথবা, সুখের মধ্যেও না পাওয়ার বেদনা তো থাকতে পারে, তাই না?

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

বিজন রয় বলেছেন: সুন্দর!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আরোগ্য বলেছেন: প্রেম স্বপ্ন দেখায় আর বিয়ে বাস্তব দেখায়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

শুভবাদী রোদ বলেছেন: হুম। ঠিক ধরেছেন।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩২

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.