নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

অবরুদ্ধ

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:১৭

তুমি অতি সাধারণ
অবশ্য আমি সাধারণ্যে অসাধারণ খুঁজি
সেতো তুমি জান-ই
তোমার মাঝে অসাধারণ বিলুপ্ত হলে
অভিমানে ফুলে ফুলে ওঠে তোমার ঠোঁট
তোমার মুখ হয়ে ওঠে শ্রাবণের একগুচ্ছ মেঘ
কান্নার ঢেউ তোমার বুকে ভাঙ্গে

সানাইয়ের সুর যখন বন্ধ হলো
তুমি শ্বশুরবাড়ি
আমার বুকে তিনশত একষট্টি ঘন্টার
তীব্র ঝংকার

গলায় ঘন্টা বাঁধা কুকুরের মতোই
অবস্থা এখন
যেদিকে পালাতে চাই
সবাই সচকিত হয়ে ওঠে

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিমানে ফুলে ফুলে ওঠে তোমার ঠোঁট
তোমার মুখ হয়ে ওঠে শ্রাবণের একগুচ্ছ মেঘ
কান্নার ঢেউ তোমার বুকে ভাঙ্গে

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
অভিমানটা মেয়েদের সম্বল +++

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

শুভবাদী রোদ বলেছেন: হুম, তাই তো দেখছি।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫০

বিদেশে কামলা খাটি বলেছেন: দারুণ তো।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

শুভবাদী রোদ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।
ধন্যবাদ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

স্রাঞ্জি সে বলেছেন:


কুকুর না বলে বিড়াল বললে ভাল লাগতে পারে। আমার মত। :-0

কবিতায় ++

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

শুভবাদী রোদ বলেছেন: তা আপনি ঠিকই হয়ত ধরেছেন। আসলে আমার মনে হয়, এখানে, কবি বুঝাতে চেয়েছেন যে, বিরহের সময়ে, বা আপনার প্রেমিকার বিয়ে হয়ে গেল, লোকজন আপনার এই ফেইলিওর সম্পর্কে জেনে গেল, তখন এক ধরনের সোস্যাল উইথড্রয়াল নামক এক ধরনের অবস্থার শিকার হতে পারেন। নিজেকে এমন পরিস্থিতিতে মানুষ অপাংক্তেয় ভাবতে শুরু করে। মনে হয়, ওই দিকটা বিবেচনা করা হয়েছে।
তবুও আপনার ভাবনার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

শুভবাদী রোদ বলেছেন: সনেট কবি, ধন্যবাদ।
আসলে কিশোর বয়সের লেখা কবিতা, এখন চালিয়ে দিচ্ছি।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: পড়লাম আপনার কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ, সাথে থাকার জন্য।
আপনার উপস্থিতি বেশ উপভোগ্য।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬

সনজিত বলেছেন: বাহ!বাহ!...ঘোরের নান্দনিক ঘেরাটোপ।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ, সনজিত আপনার সেরকম মন্তব্যের জন্য। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.