নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৫


আকাশে চাঁদ
মাটিতে ফাঁদ
ফাঁদে তোমার পা।


তোমার পায়ে নুপূর
এখন ভর দুপুর
পা মা গা রে সা।


এই তোমার বুক
বুকে আমার মুখ
স্বর্গের সবটুকু সুখ।


তোমার বুকে তিল
বাদামি বর্ণিল
আমার মন উসখুস।


তোমার হাতে ফুল
ফুল ফোটাবে হুল
আমার একশটি ভুল।


আমার ভুলে
তোমার মাশুল
চড়িয়ে দাও শূল।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নাম দিলাম
ভালবাসার শূল

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৬

শুভবাদী রোদ বলেছেন: ওয়াও, অসাম, সেরকম হয়েছে নামটা। ধন্যবাদ, শুভচিন্তক।
ভালো থাকুন। সব সময়।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৫৭

বাকপ্রবাস বলেছেন: B-)) সুন্দর

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৬

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬

ইমু সাহেব বলেছেন: অনু কবিতা হিসেবে দারুণ লিখেছেন । প্রণয়, ভালোবাসা,অভিমান এখানে সবই আছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬

শুভবাদী রোদ বলেছেন: ইমু সাহেব, ধন্যবাদ, আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আজ সারাদিন-- বৃষ্টি নামুক।
, ' , ' , ' , ' , ' , ' , '
, ' , ' , ' , ' , '
''_______
/____,_/ .;';';.
l__[]__l_ l ,,)(,,

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮

শুভবাদী রোদ বলেছেন: রাজীব, বৃষ্টি নামুক, ক্ষতি নেই। আমি তো আছিই ভেজার জন্য। কিন্তু হঠাৎ বৃষ্টি নামাতে চাচ্ছেন কেন?

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২০

বলেছেন: নাং - ৩
কি সুখ।
ভাবের প্রকাশ।

০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৩

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.