নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

আমি নিতান্তই এক রাসভনিন্দিত কবি

০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৭

তোমার রূপ বর্ণনা করব সে সাধ্য আমার নেই। তবেতো মঞ্জুভাষ মিত্রের
দর্শনার মতো তোমার স্নানলীলার এক সুনিপুণ বর্ণনা তুলে ধরতাম। তোমার
চুলে শ্রীকৃষ্ণের অবিমিশ্র কালো বর্ণ। তোমার আয়ত চোখে তেরো দিনের
বিশুদ্ধ উদাসীনতা। তোমার ভ্রূপল্লব অর্জুনের ধনুক। তোমার তীব্র কটাক্ষ
সেই ধনুকের মতোই তীক্ষ্ণ। তোমার ঠোঁট ঠিক তোমার মতোই অভিমানী।
তোমার কানের লতিতে একশ স্বর্ণবাতি।

অরুন্ধতী, তোমার নাকে অদ্ভুত সুন্দর ললাটিকা। তোমার বুকের ভাঁজে
এক সাগর ঝরণা। সেই সাগরে বসে আমি বাল্মিকী হয়ে যাই। তোমার
চুচুক ধরে অস্থির শিশু নাচানাচি করে। অত:পর আমি শিশু হয়ে যাই।
রিরংসা আমার নেই। তোমার পাদমূলে বসে আমি পদসেবা করি।

'হাসলে কন্যা ফুটে উঠে পৃথিবীতে ফুল।' তোমার হাসিতে একশ
গোলাপ ফুটে। আর তোমার অন্ধকার ঠোঁটে ঝরে দুশো রজনীগন্ধা ।

তোমার রূপবর্ণনায় আমার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠতেই পারে।
আমি ভ্যানগগ নই যে তুলির আঁচড়ে এক তোমাকে বা লিওনার্দোও
নই যে এক মোনালিসাকে কল্পনা থেকে নামিয়ে নিয়ে আসব এই
মর্ত্যের পৃথিবীতে। আমি নিতান্তই এক রাসভনিন্দিত কবি। আমার
ভাবনাগুলি তাই কল্পনার আকাশেই দিব্যি তারা হয়ে জ্বলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

আমি ৎৎৎ বলেছেন: ভাল হয়েছে।


ভাল থাকবেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ, বরাবরের মতোই।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১

সনেট কবি বলেছেন: পড়লাম

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

শুভবাদী রোদ বলেছেন: পড়েছেন, তাই ধন্যবাদ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ। কিছুটা উন্নতি হচ্ছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.