নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

কিন্তু তুমি এলে না

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৫

তোমার জলে স্নান করবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমকে ঈশ্বরের সাতটি স্বর্গের সন্ধান দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে দুশো গোলাপ আর একশ রজনীগন্ধা দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমার সংগে সবুজ ঘাসের বিচালিতে গল্প করবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে বাবুই পাখির বাসা বানিয়ে দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমার স্বপ্ন কান্না আর ভালবাসার অংশীদার হবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে ফুলের প্রজননের গল্প শোনাবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে জলের বুকে ছবি আঁকা শেখাবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.