নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

কিন্তু তুমি এলে না

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫


তোমার জলে স্নান করবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমার ঈশ্বরের সাতটি স্বর্গের সন্ধান দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে দুশো গোলাপ আর একশ রজনীগন্ধা দেবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমার সংগে সবুজ ঘাসের বিচালিতে গল্প করবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে বাবুই পাখির বাসা বানিয়ে দেব বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমার স্বপ্ন কান্না আর ভালবাসার অংশীদার হবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে ফুলের প্রজননের গল্প শোনাবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।
তোমাকে জলের বুকে ছবি আঁকা শেখাবো বলে বসে ছিলাম সেদিন
কিন্তু তুমি এলে না।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

হাবিব বলেছেন:




১। এতো অপেক্ষায় আছেন তবুও এল না এটা দুঃখজনক।
আশার সাথে প্রত্যাশারা মিলে সুন্দর মালা তৈরি করুক অচিরেই, এই কামনা। চমৎকার লেখছেন।

২। আমার ব্লগ পুকুর থেকে মিষ্টি জল নেওয়ার দাওয়াত থাকলো।
জ্যামিতিক ঊপন্যাস নামক ঘাটে কলসি আপনার ভালমতোই ডুববে আশা করি।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

শুভবাদী রোদ বলেছেন: ১। সত্যিকারের মালা গাঁথার সময়, সুযোগ, বয়স কোনোটাই আর তেমন বেশি ফীল করছি না, তাই কথার মালা দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছে। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
২। ঘুরে এলাম হাবিব স্যারের ব্লগালয় থেকে, নিয়ে এলাম সাথে কিছু মণিমুক্তা। নিয়মিত ডুব মারব, এই প্রতিশ্রুতি রইল।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো অনেক ভাল হয়।
এজন্য পরপর দু সপ্তাহ আপনার দুটি কবিতা সেরা দশে স্থান পেল।

শুভকামনা।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

শুভবাদী রোদ বলেছেন: বিজন, ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।
জেনে আনন্দিত যে, আমার কবিতা সেরা দশে স্থান পেয়েছে। কিন্তু আমি তা জানতাম না। লিস্টটা কোথায় শো করে বলতে পারেন?
আপনার জন্যেও শুভকামনা।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

শেখ মফিজ বলেছেন: বেশ ভালো লাগলো ।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

শুভবাদী রোদ বলেছেন: কবি, আপনি দুঃখ পেয়েছেন জেনে আমিও দুঃখিত।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: হা হা হা .......
আমার ব্লগবাড়ি আসেন।

পেয়ে যাবেন।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

শুভবাদী রোদ বলেছেন: নিমন্ত্রণ-এর জন্য ধন্যবাদ। অচিরেই আসব বেড়াতে আপনার ব্লগালয়ে। দেখি, পাই কি-না।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

রাকু হাসান বলেছেন:


অনেক অনেক ভালো লিখেছেন । শুভকামনা ।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

শুভবাদী রোদ বলেছেন: অনেক ধন্যবাদ, রাকু হাসান, আপনার মন্তব্যের জন্য। আপনার জন্যেও অনেক শুভকামনা। ভালো থাকবেন।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৩২

মনিরা সুলতানা বলেছেন: নাই বা এলো সাত অমরাবতীর সন্ধানে ;
মনেতে তাকে আসতেই হয়েছে।

লেখায় ভালোলাগা।

১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৫

শুভবাদী রোদ বলেছেন: মনকে বাধা দিবে তেমন ক্ষমতা তো কারো নেই, কিন্তু ভালবাসায় তো দেহেরও হক আছে। মনোদৈহিক চাহিদা তার তো আছে-ই।
আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.