নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্রম্ভালাপ

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

-পাগল!
-সতিই আমি পাগল।
কিন্তু প্রেমিক-পাগল।
-লজ্জা করে না?
-লজ্জা কীসের!
তাছাড়া প্রেমে থার্ড পারসন
লজ্জাকে এনে কী লাভ!
যখন আমাদের মধ্যে কিছুটা
হয়েই গেছে ভাব!
-অত বুঝি না লাভ-ক্ষতি
আমি মেয়ে নই এমন
দেবো তোমার প্রেমে আত্মাহুতি।
-আমার কিন্তু লাভ-ক্ষতির-ই কারবার
বাণিজ্যের শিক্ষক আমি
ডেবিট ক্রেডিটের সূত্র জানি
কিন্তু তাই বলে নই অন্তর্যামী।
-ইস আমার বাণিজ্যওয়ালা!
-এই, চলে যাচ্ছ নাকি?
-তো কি বসে বসে বাণিজ্যের
কেচ্ছা শুনবো নাকি!
-তাহলে অন্য কিছু শোনো।
একটি অম্লমধুর প্রেমের গল্প।
এক ছিল রাজকন্যা। নাম তার কঙ্কাবতী।
ভিনদেশি এক রাজকুমারের ইচ্ছে হলো
মনজয় করবে রাজকন্যার।
রাজকন্যা বললো, হতে পারে,
তবে শর্ত কিন্তু একটাই।
বিভীষণের মুণ্ডুটা আমার চাই।
অতপর কিংকর্তব্যবিমূঢ় রাজকুমার
সাহসী পুরুষ খেতাব হলো না আর তার।
-এটা কোনো গল্প হলো!
-আহা, এটা হচ্ছে আমার প্রেমের গল্প।
আর গল্প না হলেই বা কার কী এমন ক্ষতি
আমার চিন্তার নদী নিতান্তই হারায় যদি গতি?
তোমাকে পেতে হলে জানি বেগ পেতে হবে অল্প
হয় খুন করতে হবে তোমাকে, নয়ত সবাইকে।
... এই, এই, উঠছো কেন হঠাৎ?
-উঠবো না তো কি এভাবে বসে বসে
পাগলের প্রলাপ শুনবো?
আর দিনেদুপুরে আকাশে তারা গুনবো?
-আচ্ছা, ধন্যবাদ। আবার আসবেন।
আমি ছেলেটা বড়ো সাধাসিধা
ভালবাসতে আমায় এত কেন দ্বিধা?
-পাগল নিজেকে কখনো বলে না পাগল।
আচ্ছা চলি, দেখা হবে আবার
যেদিন মেঘ সরে গিয়ে নামবে ঝুম বৃষ্টি-বাদল।
-দেখা হবে পঞ্চবটির ছায়ে
তোমার আমার সুনীল স্বপ্নের গাঁয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: আপনি কি আমার সম্প্রতি পোস্টসমূহে একটু যাবেন দয়াকরে!! যদিও এভাবে বলা ঠিক নয়।
ওখানে তো আপনিও আছেন, তাই বললাম।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

শুভবাদী রোদ বলেছেন: জী, ঘুরে এলাম একটু আগে।
ধন্যবাদ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পাগল!
-সতিই আমি পাগল।
কিন্তু প্রেমিক-পাগল।

.......................................................................
সব পাগলের আচরন এক,
তাই পাবনা গারদে আর স্হান হয় না,
ও ভাই প্রেম করেন কিন্ত পাগলামী আর নয় ।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

শুভবাদী রোদ বলেছেন: প্রেম মানেই তো পাগলামি। ওটা না থাকলে কি আর ভালো লাগবে!
তাছাড়া প্রেমে অনেক চ্যালেঞ্জ থাকে, যেগুলা পাগলামি দিয়েই মোকাবিলা করতে হয় রে ভাই।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: হিউম্যান সাইকোলজি বড়ই অদ্ভুত !!!

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

শুভবাদী রোদ বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.