নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যা নেমেছে এই বন্ধ্যা হৃদয়ে আজ

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

সন্ধ্যা নেমেছে এই বন্ধ্যা হৃদয়ে আজ
জানি, তোমার হৃদয়েও
দুর্নীতি বেঁধেছে বাসা
খাঁটি হৃদয় পাবে কোথায় বলো?
কপটতায় আজ পূর্ণ ভালবাসা।

মশারা বাঁচে মাত্র আড়াই দিন
তোমার আমার তো মানুষের জীবন
অবলীলায় হয়ে গেছে পার
কারণ খুঁজে আর লাভ কী বলো?
বয়ে বেড়াই শুধু শুধু
অযাচিত বেদনার ভার।

বর্জ্যের মতো শুধু বীর্যপাতে
হয়েছে শুধু শরীরের খেলা
হৃদয় পুড়ে কবেই হয়েছে ছাই
তোমার এক বুক অবহেলা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

করুণাধারা বলেছেন: খাঁটি হৃদয় পাবে কোথায় বলো ?
কপটতায় আজ পূর্ণ ভালোবাসা।


কবিতা ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫১

শুভবাদী রোদ বলেছেন: আপনার মন্তব্য প্রেরণাদায়ী। ধন্যবাদ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

চাঙ্কু বলেছেন: সুন্দর কবিতা কিন্তু আফসুসিত!! :(

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

শুভবাদী রোদ বলেছেন: B:-/

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: খাঁটি হৃদয় পাওয়া আজকাল মুশকিল।

সুন্দর।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

শুভবাদী রোদ বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.