নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুভি

শুভ বর্স

শুভ বর্স › বিস্তারিত পোস্টঃ

Gangster Squad (2013) মুভির রিভিউ

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৭



Gangster Squad (2013)

Action | Crime | Drama

Director: Ruben Fleischer

Writers: Will Beall, Paul Lieberman (book)

Stars: Sean Penn, Ryan Gosling, Emma Stone

Imdb Ratings: 6.8 /10 http://imdb.to/1kyr873

Rottentomatoes Ratings: http://bit.ly/1kyraf1



প্রত্যেক ব্যক্তি একজন বিশ্বাসী লোক সাথে রাখে, এটা রাজনিষ্টার একটা প্রতীক। ওর কাছে ছিল একটা নিশান অপরাধ জগতের সিড়ি বেয়ে উঠার জন্য। যে কেউকে খুন করে সে সেটা পূরণ করবেই। ও হিংস্যার জন্য শপত গ্রহণ করেছে। ও এ শহরের মালিক হতে চায়, ওর নাম Mickey Cohen। ১৯৪৯ সালে লস এঞ্জেলেস এ মিকি কোহেন নামে একজন গ্যাংস্টার পুরো শহর নিয়ন্ত্রণ করা শুরু করে। শহরের সব বড় বড় নেতা, পুলিশ, উকিল সবাইকে টাকা দিয়ে হাত করে নেয় আর শহরে সব অপরাধ করতে থাকে। লস এঞ্জেলেস এ অন্য কোন মাফিয়া প্রবেশ করতে দেয় না মিকি কোহেন। শহরের সকল অপরাধের মাথা হল এ মিকি কোহেন কিন্তু তাকে কেউ কিছু বলতে পারে না আর কেউ বলতে সাহসও করে না। লস এঞ্জেলেস এর গোয়েন্দা সার্জেন্ট জন মিকি কোহেনের লোকদের একটি অপরাধের বিরুদ্ধে মাথা তুলে দাড়ায় এবং জন একাই মিকি কোহেনের অনেক লোককে মেরে আহত করে দেন। এ খবর পুলিশের চিপ শুনতে পায় এবং তিনি জনকে ডেকে আনেন তার সাথে কথা বলবার জন্য। পুলিশের চিপ গোয়েন্দা সার্জেন্ট জনকে মিকি কোহেনের বিরুদ্ধে একপ্রকারের গরিলা যুদ্ধ শুরু করতে বলে যাতে তার হাত থেকে লস এঞ্জেলেস মুক্তি পায়। তবে চিপ বলে দেয় তাকে মারা বা গ্রেপ্তার করা যাবে না, কারণ এভাবে গেপ্তার করলে সে বের হয়ে যাবে আর মারা গেলে তার জায়গায় অন্য কেউ অবস্থান করবে। সেজন্য গোয়েন্দা সার্জেন্ট জনকে আন্ডার কবার হয়ে মিকি কোহেনের সকল ব্যবসা, তার সম্মান, তার পরিস্থিতি এবং তার স্থান সব নষ্ট করে দিতে হবে তাহলেই মিকি কোহেন বরবাদ হয়ে যাবে। এ কাজ জন শুধু একা করবে না সে তার ইচ্ছা মত একটা টিম তৈরী করতে পারবে। ত শুধু হয়ে যায় গোয়েন্দা সার্জেন্ট জনের টিম তৈরী করার মিশন. জন ৪ জনের একটি টিম তৈরী করে পরে আরো ২জন যোগ হয় আর ৬ জন মিলে তৈরী হয় Gangster Squad।

এখন এ Gangster Squad টিম কি পারবে মিকি কোহেনের এ মাফিয়া চক্রকে খতম করতে? আর কিভাবেই বা একটি একটি করে ধ্বংস্য করবে মিকি কোহেনের সব ব্যবসা এ Gangster Squad?? মিকি কোহেনের যদি সব জেনে যায় তাহলে এ টিমের লোকেদের পরিবারের কি হবে? এ টিমের কি সবাই মারা যাবে তাদের মিশন পূরণ করতে গিয়ে নাকি তারা সবাই মিলে যে ভাবেই হোক না কেন তাদের মিশন পূরণ করবেই? অনেক প্রশ্ন রয়ে যায় মুভিটা না দেখলে। ১ ঘন্টা ৫২ মিনিটের মুভিটি দেখে আপনি এক বারের জন্যও বোর হবে না এটা আমার ধারণা ত আজকেই ডাউনলোড করে দেখে ফেলুন Gangster Squad (2013)

যারা The Untouchables(1997) মুভিটি দেখেছেন তারা এটা দেখে তেমন একটা মজা পাবেন না কারণ এটা ঐ মুভিটারই রিমিক। এ মুভিটা সত্য ঘটনা উপর বিওি করে নির্মাণ করা হয়েছে।



ডিরেক্ট লিংক: http://bit.ly/1kyxbsf

টরেন্ট লিংক 720p : http://bit.ly/1xWJ7UV

টরেন্ট লিংক 1080p : http://bit.ly/1xWJb7b



মানুষ মাএই ভুল । সবারই কমবেশী ভুল হয় । তাই আমার লেখার কোন স্থানে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।



নতুন নতুন সব মুভির ডাউনলোড লিঙ্ক পেতে এবং সুন্দর সুন্দর রিভিউ পেতে ফেসবুকের এই গ্রুপটিতে একটিভ থাকতে পারেন।







মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫০

সুমন কর বলেছেন: মোটামুটি

২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সিনেমাটা লাগসে মোটামুটি। কিন্তু casting লাগসে জঘন্য। শন পেন এর মত সর্বদাই আলাভোলা টাইপ লোককে গ্যাংস্টার বানানো হাস্যকর। ব্রলিনকে বরং ঐ জায়গায় দিলে হইতো। আর গসলিং এর মত ড্যাম স্মার্ট ফেলাকে বানাইসে প্রতিবন্ধী। ধুর !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.