![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Homefront (2013)
Action | Crime | Thriller
Director: Gary Fleder
Writers: Sylvester Stallone, Chuck Logan
Stars: Jason Statham, James Franco, Winona Ryder
Imdb Ratings: 6.5 /10 http://imdb.to/1s3fv8O
Rottentomatoes Ratings: http://bit.ly/1tWLuXh
Phil Broker একজন আন্ডার কাভার এজেন্ট। তার একটি মিশন ছিল একটি বাইকার গ্যাং এর বিরুদ্ধে। Phil Broker বাইকার গ্যাং এ ভর্তি হয় এবং সে গ্যাং এ ভাল একটি অবস্থান গ্রহণ করে নেন। একদিন Phil Broker সময় বুঝে ড্রাগ চোরাচালানের সময় বাইকার গ্যাং এর বসকে DEA দিয়ে ধরিয়ে দেয় কিন্তু এ সময় গ্যাং এর বসের ছেলে মারা যায় ত বস Brokerকে মেরে ফেলবার হুমকি দেয়। Broker এর একটি ৯ বছরের মেয়ে আছে যার নাম Maddy। ত Broker তার মেয়ে Maddy এর কথা চিন্তুা করে সব সবকিছু ছেড়ে দিয়ে একটি ছোট শহরে গিয়ে বসবাস করা শুরু করে। এভাবে ২ বছর কেটে যায়। একদিন Maddy স্কুলে একটি ছেলের সাথে মারামারি করে। স্কুলের শিক্ষকরা এটা মিট করে দিলেও ছেলেটার মা ছেলেটার মামার কাছে বিচার দেয়। ছেলেটার মামা নাম Morgan 'Gator' Bodine পেশায় একজন ড্রাগ ডিলার। Morgan তার ভাগিনার প্রতিশোধ নিতে Broker এর বাড়িতে যায় এবং Broker এর বিভিন্ন কাজ পত্র বের করে জানতে পারে যে Broker একজন আন্ডার কাভার এজেন্ট। Morgan একটা ফাইল পায় যেটা থেকে সে আরো জানতে পারে সেই বাইকার গ্যাং এর মিশনের কথা। তখন Morgan চিন্তা করল যে Brokerকে যদি সেই বাইকার গ্যাং এর বসের কাছে ধরিয়ে দেওয়া যায় তাহলে বাইকার গ্যাং এর সাহায্যে তার ড্রাগের ব্যবসা আরো প্রসার ঘটাতে পারবে। Morgan এর যে ভাবা সে কাজ কিন্তু বাইকার গ্যাং কি Morgan এর কথা মত Brokerকে মারার আসতে রাজি হবে?? বাইকার গ্যাং কি Morgan এর সত্য মেনে নিবে?? আর যদি বাইকার গ্যাং Broker এর উপর হামলা করে তাহলে Broker নিজেকে এবং তার মেয়েকে বাচাবে কিভাবে তাদের হাত থেকে?? Maddy এর অবস্থা শেষ পর্যন্ত কি হবে সে কি বাচতে পারবে?? এসব উওর জানতে হলে দেখে ফেলুন.... Homefront (2013)
এ মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন Jason Statham। একশন প্রিয় মুভি লাভার্সদের Jason Statham না চিনার কথাই না কিন্তু এ অভিনেতাকে চিনে না এমন লোক খুবই কম। তবে তার এ মুভিটা কেন জানি মনে ধরলো না হয়ত অনেক আশা নিয়ে দেখেছিলাম Jason Statham আছে মানেই হই হই রই রই ব্যাপার কিন্তু এমন কোন কিছুই না আমার কাছে মিউজিক, অভিনয়, ডায়লক ভাল লাগলোও কেন জানি মনে হয়েছে মুভির প্লটটা তেমন একটা শক্ত হয় নি। সময় কাটনোর জন্য মোটামুটি ভাল মুভি আপনারা দেখতে পারেন। এ মুভির ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন James Franco....
ডিরেক্ট লিংক: http://bit.ly/1tWLO8o
টরেন্ট লিংক 720p :
টরেন্ট লিংক 1080p : http://bit.ly/1tWMf2n
মানুষ মাএই ভুল । সবারই কমবেশী ভুল হয় । তাই আমার লেখার কোন স্থানে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।
নতুন নতুন সব মুভির ডাউনলোড লিঙ্ক পেতে এবং সুন্দর সুন্দর রিভিউ পেতে ফেসবুকের এই গ্রুপটিতে একটিভ থাকতে পারেন।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪
শুভ বর্স বলেছেন: আচ্ছা অপেক্ষায় থাকুন বেশী বেশ মুভি দেখবো আর রিভিউ দেখবো.. মেয়েটার অভিনয় আমার কাছে বেশী ভাল লাগছে
২| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬
সুমন কর বলেছেন: গতকাল ডাউনলোড করলাম। দেখি, কাল সময় করে দেখে নেবো।
রিভিউ পড়লাম। অাগে মুভিটি দেখি, পরে বলা যাবে, কেমন হয়েছে ?
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৫
শুভ বর্স বলেছেন: কে , দেখে জানাবেন কেমন লাগছে আপনার কাছে.।
৩| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫
তূর্য হাসান বলেছেন: আগেই দেখা হয়েছে। কাহিনীটা একেবারেই ঠুনকো। তবে বিরক্তিকর নয়। দেখতে বসলে খুব একটা খারাপ লাগবে না। ছোট্ট Maddyর অভিনয় ভালো লেগেছে। ধন্যবাদ।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৭
শুভ বর্স বলেছেন: মেয়েটা দারুন অভিনয় করছে..
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২৬
ইমিনা বলেছেন: মুভিটা কিন্তু আমার ভালো লেগেছে। বিশেষ করে বাবা এবং মেয়ের অভিনয়ের মধ্যে একটি অপ্রতিরোদ্ধ ভাব ছিল যা পুরো মুভিতে সাবলীল ভাবে ফুটে উঠেছে।
বেশি বেশি মুভি রিভিউ লিখুন। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তা পড়ার জন্য।