![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Louis Zamperi একজন অলিম্পিক ক্রীড়াবিদ... খুবই ফাজলামোতে কাটে তার ছোটবেলা.. ১০-১২ বয়সেই মদ আর ধূমপান শুরু করেন.. এর জন্য বাপের কাছে মাইরও খেয়েছে অনেক। তার বড় ভাই একজন দৌড়বিদ ছিলেন। বড় ভাইয়ের কথায় প্রথম দৌড়ানো এবং প্রতিযোগীতায় অংশগ্রহণ করা। আস্তে আস্তে অলিম্পিক এ ও জিতে চান এ ক্রীড়াবিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সশস্ত্র বাহিনী যোগদান। বিমান যুদ্ধে অনেক নার্জি সেনাদেরও হত্যা করেন.. যুদ্ধের মাঝেও নিজের দৌড়ের অনুশীলন চালিয়ে যান তিনি। একবার Louis Zamperi সহ আরো ৬-৮ জনের ক্রুকে একটি বিমান সহ মহাসাগরে কিছু সেনা বাচানোর জন্য পাঠানো হয় তবে সেখানে যেতে বিমান দুর্ঘটনার Louis Zamperi সহ আরো ২ জন ছাড়া বাকি সবাই মারা যায়। অনেক কষ্টে ৪৫ দিন সমুদ্রের মাঝে একটি ভেলা মধ্যে বেচে থাকে তারা। শেষের দিকে একজন মারা যায় আর Louis Zamperi সহ অন্য জন ধরা পরে জাপানি নৌবাহিনীর। এপর আর বিশ্বযুদ্ধ নয় জীবন যুদ্ধ শুরু হয়ে যায় এই অলিম্পিক ক্রীড়াবিদের।
কিভাবে কাটে তার জীবন? শত কষ্টে মাঝেও কি তিনি বেচে থাকে? শেষে কি তিনি জাপানীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন? সব জানতে পারবেন জীবন যুদ্ধ করা এ বীরের জীবনি নিয়ে নির্মিত এ মুভিটি দেখলে... Unbroken (2014)
২০১০ সালের Unbroken: A World War II Story of Survival, Resilience, and Redemption বই উপর ভিত্তি করে মুভিটি পরিচালনা করেন Angelina Jolie... ২০১৩ সালের ২১,ই অক্টোবর অস্ট্রেলিয়াতে প্রথম মুভিটির কাজ শুরু করা হয়। Moreton Bay সমুদ্র, Werris Creek, New South Wales এ স্থান গুলোতে মুভির শুটিং করা হয়। দ্বীপের দৃশ্য দেখানো হয় New South Wales এর কাকাতুয়া দ্বীপ....
Unbroken (2014)
Biography, Drama, Sport
Director: Angelina Jolie
Writers: Joel Coen (screenplay), Ethan Coen (screenplay)
Stars: Jack O'Connell, Miyavi, Domhnall Gleeson
আই এম ডি লিঙ্ক: http://imdb.to/1QIgdH1
ডাউনলোড লিঙ্ক: http://bit.ly/1QIgjhH
২| ২০ শে জুন, ২০১৫ রাত ১০:৩০
বোকামানুষ বলেছেন: দেখবো সময় করে
রিভিউ ভাল হয়েছে
৩| ২০ শে জুন, ২০১৫ রাত ১০:৩৩
দুঃখ বিলাস বলেছেন: চমৎকার
৪| ২০ শে জুন, ২০১৫ রাত ১০:৩৭
সতন্ত্র সাইলেন্সার বলেছেন: চমৎকার রিভিউ
৫| ২০ শে জুন, ২০১৫ রাত ১০:৩৯
আহসানের ব্লগ বলেছেন: াওনলোড দিসি
৬| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটা মুভি।
৭| ২১ শে জুন, ২০১৫ রাত ৩:৫৪
ওয়াহিদ সাইম বলেছেন: আমি দেখেছিলাম মুভিটা।ছবির শেষের দিকগুলো আমার কাছে পেইনফুল মনে হয়েছে।বন্দি শিবিরে শুধুমাত্র জাপানি অফিসারের চোখের দিকের দিকে তাকানোর কারনেই ছবির মুল চরিত্র লুইস জাম্পারিনি ঐ নিষ্ঠুর প্রিজন কমান্ডারের টার্গেটে পরিনত হয়। দিনের পর দিন সীমাহীন নির্যাতন করেও লুইস এর মনোবল ভাংতে পারিনি ঐ জানোয়ার জাপানি প্রিজন কমান্ডার।
৮| ২১ শে জুন, ২০১৫ ভোর ৫:৩৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর রিভিউ,ছবিটা দেখার জন্য সার্থকভাবে আগ্রহোদ্দীক ।
৯| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৮
অন্তর মাশঊদ বলেছেন: অসম্ভব সুন্দর একটা মুভি। দেখে ফেলেছি। ধন্যবাদ
১০| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৩
এন জে শাওন বলেছেন: যাক দেখব মুভিটা। রিভিউ ভাল হইছে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: চমৎকার মুভি। সকলের দেখা উচিত।
রিভিউতে প্লাস।