| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেডিক্যাল পড়ুয়া মেয়েদের এপ্রন যেন তাদের বোরকা ( তাও ভাল এক উছিলায় গায়ে কিছুতো দেয়
) বাসা থেকে বের হয়ে কলেজের ক্লাস করা পর্যন্ততো গায়ে দিবেই,ডেট করতে গেলেও পড়বে। পারেতো কোন অনুষ্ঠানে বেড়াতে গেলেও পড়বে ![]()
আর এক্ষেত্রে ছেলেরা পড়ে নতুন নতুন এডমিট হবার পরের কয়দিন। তারপর তাদের এপ্রন গায়ে দেয়ায় থাকে রাজ্যের অনীহা। সে এপ্রন স্থান পায় তাদের হাতে,ঘাড়ে বেশির ভাগ সময়ই ব্যাগের ভিতরে ![]()
যা হোক যেটা লিখতে চাইছি, আমার একমাত্র ছোট বোন এবার হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক দিল। ফার্মগেট এডমিশন কোচিং করে আর মিরপুর-১০ এ এডমিশনের জন্য প্রাইভেট পড়ে। তো বোনকে ফার্মগেট কোচিং থেকে ১০ নম্বর আনতে যাচ্ছিলাম আর বাসায় ও জুলজি বই ফেলে গেছে সেটা হাতে করে বের হয়েছি।
১০ নম্বর থেকে "বিকল্প"তে উঠলাম। আহা!পাশে এসে বসল এক এপ্রন পরিহিতা
ঝকঝকে সাদা এপ্রন বলে দিচ্ছে ফার্স্ট ইয়ার :প "মাথার উপর কাক আমিতো অবাক" করে দিয়ে আমার হাতে থাকা ইন্টারের জুলজি বই দেখে বলে উঠল, " এডমিশন দিবা বুঝি? হুম দেখেই বুঝা যাচ্ছে খুব চিন্তিত তুমি............... "
আমি-বলতে চাইছিলাম............
এপ্রন পরিহিতা-কি বলতে চাইছিলা? আমি কিভাবে পড়েছি? এইভাবে এইভাবে .......
আমি- না আপু বলতে চাইছিলাম, আমি আসলে এডমিশন দিবনা.........
এপ্রন পরিহিতা-বুঝেছি HSC খারাপ দিয়েছ।শোন, জীবন নিয়ে বসে থাকলে চলবেনা ( একগাদা উপদেশ)
আমি-আপু আপনি যদি আমাকে না থামিয়ে দেন একটি কথা বলতাম।
এপ্রন পরিহিতা- জী বল বল ( মুখে হাসি এনে )
আমি- আপু,আমি দেখতে বুইড়া খাটাশ। ক্যামনে ভাবলেন আমি এত গুইদা?? হাতে ইন্টারের বই থাকলেই সে এডমিশন দেয়নারে। আমি নিজে একজন তরুন ডাক্তার -_-
ইহা শুনিয়া মুখ কাচুমাচু করিয়া সে আমার পার্শ্ব হইতে প্রস্থান করিলেন
মোরালিটিঃ কারো সম্পর্কে না জেনে কিছু ভাবিয়া লউয়া অনুচিত
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬
শুভকবি বলেছেন: ![]()
২|
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেয়েরাও তো অনেকে ক্যাম্পাসের বাইরে গেলে এপ্রন ব্যাগে ঢুকিয়ে ফেলে (সবাই না) কিংবা হাতে নিয়ে ঘুরে।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯
শুভকবি বলেছেন: সে সংখ্যা নিতান্তই কম ![]()
৩|
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০
আরণ্যক রাখাল বলেছেন: ও আচ্ছা, ডাক্তার ভাই, আপনার রম্য পড়ে মাথা ঘুরছে, কী খাব তাড়াতাড়ি বলে ফেলেন!
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৮
শুভকবি বলেছেন: ইহা বলিয়া দিতে হইলে ফি হিসাবে সেই এপ্রন পরিহিতার সন্ধান দিতে হইবেক ![]()
৪|
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪
প্রামানিক বলেছেন: চমৎকার রম্য। ভাল লাগল। ধন্যবাদ
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:০০
শুভকবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫|
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪২
ডাঃ মারজান বলেছেন: জটিল!
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫
শুভকবি বলেছেন: ![]()
৬|
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০০
মিজভী বাপ্পা বলেছেন: অচথির ![]()
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬
শুভকবি বলেছেন: টানকু ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫
কবীর বলেছেন:
