নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চিকিৎসক, সাদামাটা লেখক

শুভকবি

একজন চিকিৎসক, সাদামাটা লেখক

শুভকবি › বিস্তারিত পোস্টঃ

মামাতো বোন ও গতবছরের শীতের সকাল

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫


আমার মামাতো বোন,মেহেরু। ক্লাস এইটে পড়ে।গ্রামে থাকে এবং গ্রামীণ জীবনেই অভ্যস্থ :)
আমরা তখন ঢাকা থেকে গ্রামে গিয়েছি,মেহেরু আমাদের সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে চেষ্টা করছে।কিন্তু ফলাফল যা করার তাই করে ভাষার গুবলেট পাকাচ্ছে :D
আমার ছোট বোনকে নিয়ে বাগান দেখতে গিয়ে জঙ্গলের মত একটি জায়গা দেখিয়ে মেহেরু বলে উঠল,"ঐখানে যেওনা ঐখানে যেওনা ,ঐখানে হাপ আছে" B-)
মানে সাপ আছে ;)
বাইরে ঘুরতে বেরিয়ে রিক্সাওয়ালাকে ডেকে বলছে,"এই রিক্সাওলা যাবে,যাবে গঙ্গাধারপট্টির বুগালে" X(
অর্থাৎ গঙ্গাধারপট্টির নিকটে ;)
তো সেবার ছিল শীতকাল। সকালবেলা ভাপা পিঠা নিয়ে গল্প করছিলাম। কথার প্রাক্কালে বললাম, রাজশাহীতে এই ভাপা পিঠাকে ধুপি বলে।

মেহেরুও এই ধুপি শব্দের সাথে নতুন পরিচিত হল এবং শব্দটি মনে মনে আওড়ালো B-)
পরদিন, মেহেরু আমার আম্মাকে ডেকে বলতেছে," ধুপি ধুপি, ফুপি পিঠা খাব" =p~
মানে গতকালের কথা তাড়াহুড়ায় ওর কাছে এই ধুপি হয়ে গেছে ফুপি !:#P
যাই হোক, শীত এসে গেছে। ব্লগের ধুপিদের কাছে ফুপির আবদার জানাচ্ছি =p~
আন্ডারটেকেনঃ মেহেরুর মত আমার এখানেও ধুপির জায়গায় ফুপি বসবে =p~ :-P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: ভাষা তো ভাই সবই শুদ্ধ। বলুন, প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষা তো আর অশুদ্ধ না।

তবে গল্পটি ভালই লাগলো।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৫

বাকি বিল্লাহ বলেছেন: ভাল লাগচে... :)

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৯

কেএসরথি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.