![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকেলের প্রতি আগ্রহ ছোটকালে থেকেই ছিলো। কিন্তু বাপে এক্সিডেন্টের ভয়ে কিনে দেয় নাই। এখন পোলা বড় হইছে তাই নিজের টেকায় কিনবে
বাজেট ১০ হাজার। এই বাজেটে মাউণ্টেন বাইক কোনগুলা ভাল হবে? আমি ডেইলি ২ ঘন্টার বেশি চালাবো না। কোন স্টান্টও করব না। সাইকেল দিয়ে এখানে সেখানে যাবো আর ফটো তুলব
আমার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। বাইকের টেকনিক্যাল কথাগুলো একদমই বুঝি না।
সাইকেল দেখতে পাঙ্খা হতে হবে। পরবর্তীতে সাইকেলে আপগ্রেড করাবো তবে এখন এই বাজেটই ফিক্সড
এই বাইকটা পছন্দ হয়েছেঃ Click This Link
এখন অভিজ্ঞদের সহায়তা কামনা করছি।
ধন্যবাদ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন:
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: যেটা পছন্দ করছেন ঐটা দেখে আমার ই তো কিনতে ইচ্ছা করছে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: কিনে ফালান ভাই
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
দি সুফি বলেছেন: আপনার উচ্চতা অনুযায়ী ১৭ ইঞ্চি বা ১৮ ইঞ্চি ফ্রেম কিনতে হবে।
আপনি যে সাইকেলটার লিঙ্ক দিয়েছেন, ঐটার ২টা সমস্যা আছেঃ ১) শিফটারটা ভালো না। অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। ২) ডিস্ক ব্রেকগুলোও ভালো না। অল্প ব্যাবহারেই ভেঙ্গে যাবে। ২০-২২ হাজারের নিচে বাজেট হলে ডিস্ক ব্রেক না নেয়াই ভালো। ভি ব্রেক দেখে কিনুন।
এটা দেখতে পারেন
অন্য রঙেরও পাবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: ধন্যবাদ সুফি ভাই
এই বাইকটার শিফটার নাকি পরবর্তীতে আপগ্রেড করা যায়(যদিও আমি জানি না শিফটার কি অথবা এর কাজ কি)
ডিস্ক ব্রেকও কি আপগ্রেড করা যাবে? ভি ব্রেকের চাকা দেখতে সুন্দর লাগে কম
আরো কয়েকটা বাইক দেখলামঃ
Click This Link
Click This Link
একটু আপনার মতামতটা জানাবেন
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
দি সুফি বলেছেন: মটোম্যাক্স কিনে ফেলুন। আমি কিন্তু আপনাকে মটোম্যাক্সের লঙ্কই দিয়েছিলাম!
সবকিছুই আপগ্রেড করা সম্ভব। কিন্তু খরচ অনেক বেশি পরবে।
কমদামে সবচেয়ে ভালো ডিস্ক ব্রেক হলো টেকট্রো নভেলা। দুই চাকায় লাগাতে ৪হাজার টাকার কাছাকাছি খরচ পরে যাবে। শিফটারেও ভালোই খরচ পরবে!
শিফটার দিয়ে গিয়ার পরিবর্তন করা হয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: খাইসে রে
নতুনটার সাথেই যে ডিস্কব্রেক দিবে সেটা কতদিন চলতে পারে?
শিফটারটাও পরে আপগ্রেড করে নি্বো, ব্যাপার না।
আর কি কি লাগে নতুন সাইকেলের সাথে? ১০ হাজারের ভেতরে কেনাকাটা শেষ করতে পারবো না?
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
দি সুফি বলেছেন: শিমানোর ৭ স্পীড শিফটারের দাম প্রায় ৩ হাজারের মত!
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯
দি সুফি বলেছেন: কতদিন টিকবে সঠিকভাবে বলা সম্ভব নয়। সাধারণত কয়েক সপ্তাহ টিকতে পারে। আর বেশি বেশি হার্ড ব্রেক করলে আরো কম। এগুলো নিয়ে ব্যাস্ত সড়কে চালানো কিছুটা ঝুকিপূর্ণ। যেকোন সময়ে হার্ড ব্রেক করা দরকার হতে পারে।
সেফটি গিয়ার (হেলমেট, হ্যান্ড গ্লাভস্, এলবো গার্ড) কিনতে ভুলবেন না। আরো কিছু দরকারি জিনিসঃ হ্যান্ড পাম্পার (প্রেসার গজসহ কিনবেন), প্যাচ কিট, এক্সট্রা টিউব, লুবিং কিট (সেলাই মেশিনের তেল কিনলেই চলবে), পানির বোতল রাকাহর কেইজ, পানির বোতল, মাড গার্ড (যদি ফ্রী না দেয়), কিক-স্ট্যান্ড (যদি ফ্রী না দেয়), ভালো দেখে তালা (জাহাজের শিকল কিনতে পারেন, পুরান ঢাকায় হার্ডওয়্যারের দোকানে পাবেন), রাতে চালালে হেড এবং টেইল লাইট ইত্যাদি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন:
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
মদন বলেছেন: বাজেটের মধ্যই আরো কিছু বাইক দেখুন http://www.bicyclebd.com/
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
মদন বলেছেন: দশ হাজার টাকার মধ্যে কিছু সাইকেল Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নিয়া নেন এডাই।