নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব।\nঅনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি।\nএকমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া।\n\nনির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই।\nঅসীম নীল আকাশে ডানা মেলতে চাই।\nচাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার প

শুভ্র২৪

বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।

শুভ্র২৪ › বিস্তারিত পোস্টঃ

জীবাশ্ম কিংবা নিশ্চিহ্ন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

আদি বিন্দু থেকে মহাপ্রলয়,
সৃষ্টি থেকে ধ্বংস,
রহস্যময় জিন নিয়ে
অসংখ্য জীবের বিচরণ।

আদম থেকে ঈসা,
ব্ল্যাক হোল থেকে পরকাল,
অজানা মনে গড়ে ওঠা
অজস্র দর্শন আর ধর্ম।

বেদ, বাইবেল থেকে কোরআন,
মিথ থেকে চিরন্তন সত্য।
কিছু বাণী আর ওহীর দানে,
গড়ে ওঠা জ্ঞানের পাহাড়।

আদি প্রাণবিন্দু থেকে শেষ ডিএনএ,
মহাজাগতিক রহস্য অন্তরে নিয়ে,
মহান স্রষ্টার ইশারায়
জীবাশ্ম কিংবা নিশ্চিহ্ন হবার অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.