নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব।\nঅনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি।\nএকমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া।\n\nনির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই।\nঅসীম নীল আকাশে ডানা মেলতে চাই।\nচাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার প

শুভ্র২৪

বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।

শুভ্র২৪ › বিস্তারিত পোস্টঃ

একটাই দেশ, একটাই জাতি, একটাই টিম, বাংলাদেশ ক্রিকেট টিম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

*ক্রিকেট কি? নিছক খেলা, বিনোদন?
উঃ ক্রিকেট একটি খেলা, বিনোদন এবং ক্রিকেট বাংলাদেশীদের আবেগ।
আমরা বাংলাদেশীরা হেরে গিয়ে কাঁদি আবার জিতেও কাঁদি। মাশরাফির সাথে রান আপ নেয় সমগ্র বাংলাদেশ। মুশফিকের সাথে চিৎকার করে সমগ্র বাংলাদেশ। সাকিবের সাথে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠে বাংলাদেশ।

- এবার ওয়ার্ল্ডকাপে কোন দল সাপোর্ট করেন?
- এই প্রশ্ন করার কোনো মানে হয়??? অবশ্যই বাংলাদেশ।
- বাংলাদেশের পরে কোন দল সাপোর্ট করেন?
- এই প্রশ্নও অবাঞ্ছিত। দেশ একটাই বাংলাদেশ, ক্রিকেট টিম একটাই বাংলাদেশ।

- আমিতো পাকিস্তান সাপোর্ট করি...
- তুইতো রাজাকার, তোর তো লজ্জা নাই, তুই এই দেশে কি করস? পাকিস্তানে চইলা যা। তুই তো একটা *** *** **
- খেলার মধ্যে রাজনীতি টানেন কেন? মুসলমান মুসলমান ভাই ভাই, তাই পাকিস্তান সাপোর্ট করি।
- তুই খেলার মধ্যে ধর্ম টানিস ক্যান? আর টানবিই যদি, তাইলে আফগানিস্তান সাপোর্ট কর।


- পাকি সাপোর্টাররা সব রাজাকার। আমি ইন্ডিয়া সাপোর্ট করি।
- ইন্ডিয়ানরা আমাদের ক্রিকেটার নিয়ে কত বাজে কথা বলে জানিস? সবসময় আমাদের ছোট করে দেখে ওরা। তুইও একটা *** *** ***
- ক্যান ভাই বাংলাদেশ ছাড়া অন্য দুই টিমের খেলা হইলে আপনি একটা টিম সাপোর্ট করেন না?
- অবশ্যই করি, তবে তোদের মতো ওদের অন্ডকোষ চোষণ করিনা।

এবার নিজের কথায় আসি,
১) ওরা ইন্ডিয়া, পাকিস্তান সাপোর্ট করে? তাতে আপনার মাথাব্যাথা কেন? যাদের আত্মমর্যাদাবোধ নাই, তাদের গালি দিয়ে আপনার কোনো লাভ আছে?
২) শুধু ইন্ডিয়া পাকিস্তান সাপোর্টার কেন? অন্য কোনো টিম নিয়েও যারা বাড়াবাড়ি করে তারাও একই দলে পরে।
৩) দেশপ্রেমটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে না, সবক্ষেত্রেই থাকা উচিত। ইন্ডিয়া, পাকিস্তানী সাপোর্টারদের গালাগালি করে মার্কেটে গিয়ে ওদের প্রোডাক্ট কিনে ওদের পকেটই যদি ভারী করবেন তবে গালাগালিটা আপনার উপরেও পরে।


এক দেশ, এক জাতি, এক টিম, বাংলাদেশ। জিতলে অশ্রুসিক্ত চোখে উল্লাস করবো, হারলে অশ্রুসিক্ত চোখে গালাগালি দেবো। তারপর আবার পরের ম্যাচেই মাশরাফির সাথে রান আপ নেবো, তামিমের সাথে ওপেন করবো। আমাদের কাছে ক্রিকেত মানে এটাই।

বিনোদন ও খেলা বলে অন্য দুই টিমের খেলায় একটা টিমকে অবশ্যই সাপোর্ট করবো। প্রতিদ্বন্দ্বী দলের সাপর্টারের সাথে তর্ক করবো। হাজার হোক ক্রিকেট তো একটা খেলাই।

আর আমরা ক্রিকেটকেই ভালোবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.