![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।
তোমার ললাটে দারিদ্রের সিল ছেপে
ওরা প্রাইভেট জেটে চেপে আকাশ ছুঁতে চায়।
ওদের প্যালেসের ভিত তোমার
অস্থিখন্ডে গড়া।
তোমার চর্ম শোভিত হয় ওদের ভূমি-অস্পর্শী চরণে।
তোমার করোটি ট্রফি হয়ে সাজে
ওদের বিলাসী হলরূমে।
তোমার মাংসে ভোজ হয়
ওদের শেফার্ডের।
তোমার রক্তে নেশাতুর ওদের
টাইগার শার্ক।
ওরা অভিজাত্যের মুখোশে নিজেকে ঢেকে,
তোমার প্রেয়সীকে চুমু খায়।
স্পর্শের বিষে নীল হয় তোমার
প্রিয়তমার গোলাপী ঠোঁট।
ওদের বরফশীতল নেত্রে
চকচকে লোভাতুর দৃষ্টি।
এক তুড়িতে উল্টে দেয়,
তোমার নিয়তি।
তোমার মেরুদন্ড গুঁড়িয়ে
ওরা তোমাকে করে পাতালের কীট।
আর কতদিন পিঠ পেতে দেবে
কাঁটাচাবুকের নীচে?
এবার উল্টে দাও সময়টাকে।
ঘড়ির কাঁটা চলুক উল্টোদিকে।
লাল হোক আকাশের রঙ।
সাগর হোক খুনে টলমল।
মহাজাগতিক ইতিহাসকে বদলে দাও
হে অন্ধকারের কীটের দল।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩০
শুভ্র২৪ বলেছেন:
২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৬
হামিদ আহসান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩
হামিদ আহসান বলেছেন: এবার উল্টে দিতে হবে৷ উল্টে দেব ইনশা অাল্লাহ ......