![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।
বাস্তবতার কষাঘাতে
আঁধার রজনী নামে ত্রাস হয়ে,
দারিদ্রের বুলেট ছিন্নভিন্ন করে
শিশুর কোমল হৃদয়।
ধর্ষকের শীৎকার কানে বাজে
বজ্রশব্দের মতো।
ছিন্নযোনীর রক্তস্রোত রাজপথে
আঁকে ধর্ষিতার আক্রোশ।
জননীর অশ্রু লেখে
অভিশাপের বাণী।
যুবকের রক্তে মাটির রং বদলায়
জন্ম নেয় বিপ্লবের বীজ।
ধরণীমাতার বুকে অজস্র পাপের আঁচড়
কালসাক্ষী হয়ে আছে।
প্রস্তুত থেকো।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০২
শুভ্র২৪ বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫২
সানজিদা হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।