![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।
ও মেয়ে,
তোর কালো চোখে এত মায়া
কেমন করে?
ও মেয়ে,
তোর লাজুক ঠোঁটের দুষ্টু হাসি
কাহার তরে?
ও মেয়ে,
তোর রাঙা গালে মৃদু টোল
ফোটায় কে রে?
ও মেয়ে,
কোন পবনে, তোর কেশেতে
ঢেউ খেলেরে?
ও মেয়ে,
তোর স্বপ্নগুলো কারে নিয়ে
ডানা মেলে?
ও মেয়ে,
কার কবিতা তোর মনেতে
ছন্দ তোলে?
ও মেয়ে,
তোর জগতজুড়ে রঙিন আলো
কেমনে জ্বলে?
ও মেয়ে,
তোর রূপসাগরে ডুব দিলে কি
তুলবি জালে?
©somewhere in net ltd.