![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।
যান্ত্রিক এই শহরে,
সভ্যতারই প্রহারে,
হারিয়ে ফেলেছি ভালোবাসা,
তিলোত্তমার আঁধারে।
কংক্রীটের এই জনপদে,
ব্যস্ততারই জাঁতাকলে,
হারিয়ে ফেলেছি স্বপ্নগুলো,
আকাশ ঢাকা ছাদের তলে।
কালো ধোঁয়ার এই নগরীতে,
এসিড বর্ষণে ভিজে,
পচন ধরা চামড়ার নীচে,
হারিয়ে ফেলেছি নিজেকে নিজে।
লোহায় গড়া এই লোকালয়ে,
লৌহকঠিন এই হৃদয়ে,
মরচে ধরেছে মানবতায়,
বিবেক গিয়েছে নষ্ট হয়ে।
©somewhere in net ltd.