নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব।\nঅনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি।\nএকমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া।\n\nনির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই।\nঅসীম নীল আকাশে ডানা মেলতে চাই।\nচাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার প

শুভ্র২৪

বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।

শুভ্র২৪ › বিস্তারিত পোস্টঃ

লজ্জাতো আমারই। আমিই পুরুষ, প্রকারান্তে কাপুরুষ।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

ব্লগে, ফেসবুকে এইসব বলতেও এখন লজ্জা লাগে। ভার্চুয়ালি আর কত প্রতিবাদ করবো। ব্লগ, ফেসবুক মানুষকে গাঁ বাঁচিয়ে প্রতিবাদ করতে শিখিয়েছে। সরকারও তাই সমস্যার সমাধান করে ভার্চুয়ালি। প্রতিবাদ করবে কি, তাঁদের তো ভিডিও চাই। ধর্ষনের ভিডিও আসবে, তা দেখে নিজেকে রগড়াবে, তারপর ফেসবুকে ইভেন্ট খুলবে।

আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশে একটা ক্রাইম হলে সেই টাইপের ক্রাইম সাথে সাথে আরো বেশ কয়েকবার ঘটে। তারা হয়তো ভাবে, ক্রিমিনাল খুঁজেই পায়না, শাস্তি হবে কি? নিজেও একবার করে দেখি।

মাটি খুঁড়ে ব্যাংক ডাকাতি হলো, তা নিয়ে হৈ চৈ। কয়েকদিনের মধ্যেই একই ঘটনা আবার ঘটলো।
এক বিকৃত মস্তিষের ছেলে আরেক ছেলেকে মেরে ভিডিও আপলোড করলো। দেখাদেখি সবাই তাই শুরু করলো।
সর্বশেষ ধর্ষন ও হত্যা কুমিল্লায়। তারপরেই রাজশাহীতে ১৬ বছরের কিশোরী ধর্ষিত হয়েছে।
এরকম আরো অনেক উদাহরণ টানা যায়।

ব্যাপারটা এরকম, পেছন থেকে কেউ ছুড়ি মারলো, কে মারলো দ্যাখার জন্য ঘুরলাম, সাথে সাথে সামনের জনও মেরে দিল ছুড়ি।
একটা অপরাধ ঘটে। তারপর ফেসবুকে, মিডিয়ায় চিল্লাপাল্লা শুরু হয় তারপরে ধীরে সুস্থে শুরু হয় তদন্ত। একই অপরাধ যেন আবার না ঘটে তার প্রতিরোধ নেয়ার কথা তো আরো দূরে। এরই মধ্যে আরো কত মানুষের সর্বনাশ হয়। ইভেন্টবাজ জনতা আমরা, তাই পরের অপকর্মগুলি ঢাকা পরে যায়। তাছাড়া ফুল মিডিয়া কাভারেজ পাওয়ার পরেও অপরাধী ধরা পড়েনা। আমাদের গোয়েন্দা সংস্থাগুলই এতটাই দুর্বল?

একাত্তরের ধর্ষিতাদের জন্য গর্ব হয়। আর এই স্বাধীন দেশে ধর্ষিতার দিকে চোখ তুলে তাকাতে পারিনা। লজ্জাটা তো আমারই। আমিই তো পুরুষ প্রকারান্তে কাপুরুষ।

প্রতিরোধটা আগে হোক। আসুন নিজের বোনের নিরাপত্তা আগে নিশ্চিত করি। শুরুটা নিজের পাশের জনকে দিয়েই করি। আপনি তো ভালো মানুষ। কিন্তু আপনার কোনো বন্ধু আপনার পাশে থেকে কোনও মেয়েকে উত্যক্ত করছে? সাথে সাথে কষে চড় মারুন। হ্যা বন্ধুর গালেই মারুন। শব্দটা যেন মেয়েটা শুনতে পায়।

তনু ও তনুর মতো সকল ভিক্টিম বোনের আত্মা শান্তি পাক এই কামনা করি। এরচেয়ে বেশী কি করবো? অধম ভাই আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.