| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি ছিলাম আমি আছি আমি থাকবো
যত দিন না মহাপ্রলয়ের মহা ঝড় এসে
সব কিছু তছনছ করে না দিয়ে যায়। 
আমি হিন্দু আমি শিয়া আমি শিখ 
আমি সুন্নি আবার আমিই ঈশা’ই । 
আমিই আমার পরিচয়, আমাকে বাঁধবে কি দিয়ে? 
কোন জাতের ছকে ফেলবে আমায়? 
রাতের আকাশে চাঁদের আলোয় আমি জ্যোৎস্না কুড়াই
নিশি রাতের রাত জাগা পাখি হয়ে আমি উড়ে বেড়াই । 
আমি আছি আমি নেই আবার আমিই থাকবো । 
আমি জাত মানিনা আমি কূল বুঝিনা 
আমি আছি সাদা চামড়ায় আমি আছি কাল দেহে। 
আমি রাজা আমিই প্রজা আমি নিজেই নিজে করি চাষ,
আবার আমি নিজেই নিজেকে দেই খাজনা। 
পণ্ডিতও আমি, ইমামও আমি, আমিই গির্জায় করি বাস,
সাধুও আমি অসাধুও আমি আবার আমিই হিংস্র জানোয়ার। 
দরিয়ারও আমি দরিয়ার কূলও আমি 
ঝড়ও আমি ঝড়ের পূর্বাভাসও আমি 
আমিই আমার ভিতর করি বসবাস। 
আমি ছিলাম আমি আছি আর আমিই থাকবো অনন্তকাল,
যত দিন থাকবে এই মহা বিশ্ব মহাকাল 
রচনা কাল ১১।১০।১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড । 
২| 
১৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:০৫
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা ++++++++
 
শুভেচ্ছা