নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

বন্ধ জানালা

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫

গোলক ধাঁধাঁর মত নয় তার চাইতেও কঠিন কিছু,
এ যেন এক রহস্যের শুরু কিন্তু যার কোন শেষ নেই
যা কিনা নিজেই নিজের মধ্যে রহস্য নিজেই নিজের ধাঁধাঁ,
নিজেই নিজের মধ্যে প্রশ্ন নিজেই নিজের উত্তর।

একটি কামরা পঞ্চ দরজার, চারপাশ ঘেরা হাজার জানালা,
জানালার নেই কোন পাল্লা নেই কোন খিল আছে শুধু অদৃশ্য দেয়াল।
আলো ছায়ায় ঘেরা রহস্যের কুয়াশায় ঢাকা থরে থরে সাজানো
হাজার হাজার অবয়হীন বাতায়নের মধ্যে দু একটা বাতায়নের
গবাক্ষ গলে আসে দূরের ধূসর আলোক ছটা,
আর তাতেই ঘটে যায় এত সব কাণ্ড ।

কোখনো যদি কোন এক বন্ধ জানালা খুলে যায় প্রচণ্ড পিপাসায়
তবে জানালা থেকে বের হয় হাজার লক্ষটা সূর্যের ন্যায় আলো
যে আলোয় আলোকিত হয় স্বয়ং সূর্য নিজেও ।
না হয় বের হয় দোজখের আগুনের ঝড় আর ধ্বংসের লিলা খেলা,
যা কিনা শয়তানের ধ্বংসের সিমাবধ্যতাকেও হার মানায়।

এই ঘরের মাপ কাঠি অনেক কঠিন,অনেক দুর্বদ্ধ,
ঘর আছে যেমন তেমন কিন্তু দরজাগুলো বেশ নরবরে,
জানালা আছে হাজার কিন্তু সব গুলোর কানায় কানায়
মরিচার সাথে ধূল পড়ে আছে কত সহস্র হাজার বছর ধরে।

বন্ধ জানালার খোলা দরজা, এই রহস্য বোঝা বড়ই দায়
এই রহস্য বুঝতে হলে আগে নিজের মধ্যে নিজেকে খোঁজা চাই।

২৫/১০/২০১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । শুভেচ্ছা রইল :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লাগলো । :)

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.