নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় সত্ত্বা

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

নির্জন একা পথে
তারা ভরা রাতে
হেঁটে যাচ্ছে কে যেন
অচেনা সুরে গান গেয়ে ।
ঝিঁ ঝিঁ ডাকে কাঁশ বনে
বাতাস খেলে বাঁশ বনে ,
সে হেঁটে যায় কার পানে
এই নিশীথ নির্জনে ।
দুঃখ বিলাসি মনটারে
বুঝাই বল কেমনে,
কে হেঁটে যায় পথ ধরে
অচেনা সুরে গান গেয়ে ।
আমি দেখি তাহারে
সে দেখেনা আমারে ।
আমিও যে চলছি পথ
ছম ছমে এই নির্জনে ।
আলো ছায়ার আঁধারে
বল কেমনে কি ভাবে
পথ খুঁজে পাব কোন খানে,
আমি অন্ধ থাকতে যে চোখ
দেখিনা জগৎ আন্ধারে ।
হঠাৎ করে সে থেমে যায়
আমার পানে ফিরে চায়,
কি দেখিলাম আমি হায়
সে তো আমার অচেনা নয় ।
আমি নিজেই তো সেই অচেনা লোক
হেঁটে যাচ্ছি তারা ভরা রাতে
নির্জন একা পথে
অচেনা সুরে গান গেয়ে।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।

ভালো থাকবেন ভ্রাতা :)

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৩

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.