নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

অলিক সুখ

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫

জানালার ও পাশে বসে আছে কেউ শুভ্র চাদর গাঁয়ে জড়িয়ে
অদৃশ্য চাঁদের শুভ্র আলোয় হাসনা হেনার গাছের আড়ালে।    
ক্ষণে ক্ষণে সে রূপ পাল্টাচ্ছে, কখনো সে রূপবতী ভরা যৌবনা
কখনো সে অর্ধ নগ্ন ভেজা শরীর নিয়ে কাম দেবীর রূপ ধরে
কামুকতার গন্ধ ছড়াচ্ছে বাতাসে, আর সেই বাতাসে ভেসে আসে
সেই মাতাল করা কামুক গন্ধ, যা হাসনা হেনার গন্ধকেও হার মানায় ।

ওহ এতো নারী নয় যেন দক্ষিণার মাতাল হাওয়ায় দোলা সাদা কাশ ফুল
যেন নরম রেশমের গোলায় হাত বুলানোর মত অনুভূতি।
তার সুঢৌল বক্ষ জোড়া যেন এই পৃথিবীর কোন নারীর নয়,  
স্বর্গ থেকে যেন নেমে এসেছে ঐ দক্ষিণার জানালার ওপাশে,
ক্ষনে ক্ষনে তার রূপ বাড়ে আর চাঁদের আলো যেন ফিকে হয়ে যায়,
তাকে পাওয়ার নষ্ট বাসনা জাগে মনে,হৃদয়ের ভিতর হিংস্র কাম দেবের ঘুম ভাঙ্গে।
তীব্র দহনে বুকের ভিতরটা পুড়ে ছারখার হয়ে যায় অলিক সুখের মোহতে।

০৫/১১/২০১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

সকাল হাসান বলেছেন: ভাল লাগল না! ভাই! দুঃখিত! :(

শুভকামনা রইলো - পরবর্তীতে ভাল লাগবে! :)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ আপনার শজ সত্যির জন্য, আগামীতে ভাল গালানোর চেষ্টা করবো । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.