নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

শয়তানের হাসি

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:০০

শয়তান হাসে অট্ট হাসি খোদার আরশের দিকে চেয়ে
খোদার সৃষ্টির সেরা জীব মানুষের কৃতকর্মগুলোকে দেখে।
শয়তানযে করেছিল স্পর্ধা খোদারই সাথে তার সৃষ্টির সেরা
মানবকে সেজদা না দিয়ে,ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে
ছিটিয়ে ছিল থুথু এই ধরারই বুকে।

ইবলিশ শয়তানকে কয় তার শিষ্য ইবলিশের পা টিপে টিপে,
ওস্তাদ আপনি হাসছেন কেন বিনা কারণেতে?
ইবলিশ শয়তান হেসে হয় ওরে গাধা হাসি কি আর সাধে,
মানুষ কিভাবে মারে দেখ একে অন্যকে কারণে অকারণেতে,
কি করে এরা ঠকায় নিজের স্বার্থে একে অপরকে ছলে বলে কৌশলে ।

তোষামোদের হাসি হেসে বলে চেলা ইবলিশ শয়তানকে
প্রভু আমার আপনি নাকি করেছিলেন স্পর্ধা মহা প্রভুর সাথে,
মানুষের রক্তের মিশে থাকবেন আপনি ওদের অকল্যাণের তরে,
হ্যাঁ’রে যা জানিস তাই সত্য, মিথ্যা সত্য নাই আমার কাছে
তাই হয়েছি প্রভুর কাছে অবাঞ্ছিত আমি আদমকে সেজদা না করে।

ইবলিশ শয়তান হাসে বিদ্রুপের হাসি পৃথিবীর মানুষের তরে,
খোদ খোদা যাদের দিয়েছে সম্মান সৃষ্টির সেরা বলে এই ত্রিভুবনে,
আজি সেই মানব জাতি খোদার কথা ভুলে শয়তানের মোহতে পড়ে
অবিরাম বুনে পাপের রশি, যে রশিতে চরায় শেষে নিজেই নিজেরই ফাঁসি।

১০/১১/১৪ইং
টোলামোর,আয়ারল্যান্ড


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.