নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

নরকের কীট

০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

হহাহহাহাহহা.........।।
রক্ত পিপাসায় কাতর আমার শরীর
আমি রক্ত পান করতে চাই।
ভ্যাম্পায়ারের মত নিংড়িয়ে নিংড়িয়ে নয়,
গলা কেটে ফিনকি থেকে ঝড়ে পড়া রক্ত
আমার যে রক্ত নেশা লেগেছ…।।
আমার ধর্মই যে রক্ত, আমি চিনিই শুধু রক্ত।
আমার আছে ধর্মের নামে অলিখিত লাইসেন্স
হাতে আছে জং ধরা চাপাতি…।
চাপাতির জং ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে
ধর্মহীন বেজন্মাদের তাজা রক্ত দিয়ে।
হাহাহহাহাহাহ...... ।।
আমার রক্ত ক্ষুধা লেগেছে।
আমি আরও রক্ত চাই ওদের তাজা রক্ত
তারাতো এইটারই প্রাপ্য।কি ভুল তাতে?
তাঁদের সবারই মরার প্রয়োজন
আর আমিই হব তাঁদের মরণ অগ্রদূত।
হাহাহহাহাহাহ........।।
আমি রক্ত চাই তাজা গরম আরো রক্ত...।
তাঁদের লাশই যে আমার স্বর্গের সিঁড়ি,
তাঁদের রক্ত দিয়ে আমি ধুয়ে মুছে
পরিষ্কার করতে চাই আমার যত পাপ।
উফ...! কি যে ভাল লাগছে ! রক্তের স্বাদ।
আজও একটার গলা কেটে করেছি রক্ত পান...।।
অবশেষে আমি ঘুমাতে যাব পবিত্র হয়ে
শান্তির কোলে মাথা রেখে চিন্তাহীন,
আজও আমি খুব সয়াবের কাজ করেছি।


৩/১১/২০১৫ ইং
টোলামোর, আয়ারল্যান্ড।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কালের সময় বলেছেন: এটা সুন্দর হলো ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৩

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

প্রেতরাজ বলেছেন: রক্ত নেশা।
ভাল লিখেছেন ভাই।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০২

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.