![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূসর আকাশে রক্তাক্ত মেঘের ছড়াছড়ি
হঠাৎ রক্ত বৃষ্টির সাথে সাইক্লোনের খেলা।
কিছু নারকীয় জন্তুর জিভ লকলক করে উঠে
সর্বভুকের ন্যায় তৃষ্ণা মেটাতে রক্তের লোনা জলে।
বিষাক্ত বাতাসে খুঁটে খুঁটে নেওয়া তিক্ততার শ্বাস,
ইঁদুরের ন্যায় মাটি খুঁড়ে ছোট্ট গর্তে বসবাস।
পায়ের নিচে বরফ শীতল মৃত্যুর স্পর্শ
ইস্পাতের মত শক্ত অথচ কোমল অনুভব।
অন্ধকারে বিজলির চাবুক চলে অনবরত
সেই চাবুকের প্রতিটা আঘাতে ধ্বনিত হয় চাপা কান্না।
সেই ধ্বনি এতটা শব্দ উৎপাদন করেতে পারে না,
যততা শব্দ শ্রবণের জন্য আঘাত করে মস্তিষ্কে।
ভীরু আত্মা আমার বড় ক্লান্ত, দুর্বল, ভারাক্রান্ত হয়ে
আটকে আছে ঐ দূর পর্বতের চূড়ায় আজ জয়ের নেশায়।
টোলামোর, আয়ারল্যান্ড
৩১/১০/২০১৫ইং
রাতঃ ২:২৫
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ কাব্যময় অভিব্যক্তি।
খুব ভাল লাগলো পড়ে।
আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
মোঃ সরব বাবু বলেছেন: খুব সুন্দর কবিতা