| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
(ছন্দে শেক্সপিয়রীয় রীতিতে লেখা একটি সনেট) 
চাতকের মত তৃষ্ণার্ত আমার মন,  
ঝিনুকের বুকে কাল মুক্তোর মতন   
খুঁজিয়া ফিরি আমি সাত রাজার ধন, 
যাহা রাখিবো এ বুকে করিয়া যতন।    
শত বছর ধরে যাহার অপেক্ষায়  
লহু ধারা আমার এ দেহে বয়ে যায়।    
যাহার জন্য এই অন্তিম প্রতীক্ষায়     
রোদন ধ্বনি যে হৃদয় শুনিতে পায় ।      
কোন  অজানায় আছে  তাহা সংগোপনে 
তাই ভেবে মরি আমি নিশীথ নির্জনে।
পাইলে তাহা আমি রাখিবো সযতনে  
সকল সুখ আমার দিয়া বিসর্জনে।   
তবুও আমার চাতক স্বভাব মনে
না পাওয়ার সংশয় জাগে ক্ষণে ক্ষণে।   
 
০৪/০৬/২০১৫ইং 
টোলামোর, আয়ারল্যান্ড। 
©somewhere in net ltd.