| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রেম এসেছিল শরতের শুভ্র মেঘের ভেলায়
প্রেম এসেছিল ভরা পূর্ণিমার রাতে
চাঁদের জ্যোৎস্নার খেলায় ।
প্রেম এসেছিল বর্ষার বৃষ্টি ভেঁজা সন্ধ্যায়
সৌরভে ভরা কদম তলায় ।
প্রেম এসেছিল …. প্রেম এসেছিল ।
প্রেম এসেছিল নদীর ভরা যৌবনে
থৈ থৈ করা জলে উথাল পাথাল ঢেঁউয়ে ।
প্রেম এসেছিল নীল আকাশের ক্যানভাসে আঁকা
রং ধনুর সাত রং এর আল্পনায় ।
প্রেম এসেছিল আধাঁর রাতে
সহস্র লক্ষ নক্ষত্রের মাঝে ঐ দূর ধ্রুব তারায় ।
প্রেম এসেছিল …. প্রেম এসেছিল ।
প্রেম এসেছিল সাদা কাঁশ ফুলের বনে
মৃদু বাতাসের দোলায় ।
প্রেম এসেছিল বৈশাখের
উত্তাল ঝড়ো হাওয়ায় ।
প্রেম এসেছিল শীতের কুয়াশার চাদরে মোড়ানো
নতুন ভোরের আভায় ।
প্রেম এসেছিল …. প্রেম এসেছিল ।
প্রেম এসে যায় চলে
গীষ্ম, বর্ষা, শরতে ,
প্রেম এসেছিল বড় গোপনে
হেমন্ত, শীত, আর বসন্তে …..
আমি পারিনি চিনিতে তাহারে ।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৩
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
২| 
২৭ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৫৪
সুলতানা রহমান বলেছেন: প্রেম এসেছিল বড় গোপনে 
……সুন্দর!
 
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৩
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
৩| 
২৭ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম প্রেম আসেই নীরবে নিভৃতে ।। কবিতা ভাল লেগেছে ।
 
২৭ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৪
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:৪২
কবীর বলেছেন: প্রেম এসেছিল শীতের কুয়াশার চাদরে মোড়ানো
  
নতুন ভোরের আভায় ।
প্রেম এসেছিল …. প্রেম এসেছিল । ভাল লাগল ধন্যবাদ