| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মুহাম্মাদী বেগের এক ছুরির ঘায়ে অস্ত গেল এক সূর্যের,   
রচিত হল এক নতুন ইতিহাস, অঙ্কিত হল নতুন এক মানচিত্রের। 
“ ওহে, মুহাম্মাদী বেগ শেষ পর্যন্ত তুমিও?” সিরাজের শেষ বিস্ময়ের জিজ্ঞাসা। 
নরাধম হাসে অট্ট হাসি... হা হা হা । 
“ ওহে পলাশী তুমি সাক্ষী, মীরজাফর নিজের ‘মা’ কে বেচে দিয়েছে,   
বেচে দিয়েছে নিজের স্বত্বা, নিজের আত্মা কে । 
ইতিহাস ক্ষমা করেনি, সত্য কে বন্ধ করে রাখেনি অন্ধ কুঠিরে। 
মুহাম্মাদী বেগেরা, মীরজাফরেরা বার বার ফিরে আসে  
ঘুরে ফিরে ভিন্ন রূপে ভিন্ন নামে ।   
এক সিরাজের মৃত্যু আর এক পলাশীর পরাজয় 
এনে দিয়েছিল নতুন এক গোলামির যুগের সূচনা , 
সেই গোলামি শিখিয়েছে অনেক কিছু কিন্তু বাংলাকে মানুষ হতে শিখায়নি । 
সিরাজের মৃত্যু আর পরাধীনতার জিঞ্জীরে বাঁধা স্বাধীনতা, 
আহ স্বাধীনতা ... অবশেষে ধরা দিলে শত বর্ষ পরে কত কাঠ খোর পুড়িয়ে।    
কিন্তু সেই মীরজাফর সেই মুহাম্মাদী বেগ ফিরে আসলো আবার 
ইতিহাসের নোংড়া আবর্জনা থেকে ...।
সেই গোলামি শিখিয়েছে অনেক কিছুই কিন্তু মানুষ হতে শিখায়নি...। 
টোলামোর,আয়ারল্যান্ড।
(২৫/০৮/২০১৪ইং ) 
 
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:১৬
বাংলার ফেসবুক বলেছেন: ঘুরে ফিরে ভিন্ন রূপে ভিন্ন নামে ।