| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পেত্রার্কীয় ছন্দে লেখা একটি সনেট
(ক খখ ক,ক খখ ক, গ ঘ ঙ, গ ঘ ঙ ছন্দে লেখা) 
অন্ধ মনের বন্ধ জানালা আছে যত 
খুলে যাক ঝড়ের দমকা হাওয়ায়, 
জ্বলে উঠক দীপ সত্যের ধাওয়ায় 
মুছে যাক যত মনের মিথ্যার ক্ষত । 
অভিশপ্ত আতত মরুময় অন্তরে 
বাতাসে চলে আতসের ঘৃণার ছড়ি, 
সেথায় ঝরুক শ্রাবণের শুভ্র বারি, 
অগ্নী ভেলা ভেসে যাক শীতল বন্দরে।
মোর এই বন্দনায় আসুক শ্রাবণ 
যাহার হিয়ায় জ্বলে চিতার আগুন 
যে আগুনে জ্বলিয়া হচ্ছে সত্যের ছাই । 
আগুনে পুড়ে যাক বেদনার রোদন 
পোড়া মনে আসুক বসন্তের ফাগুন 
এই কামনাই সবার করিয়া যাই ।
টোলামোর, আয়ারল্যান্ড 
১৩/০৮/২০১৫ইং
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ২:০৪
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
২| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১৩
অন্ধবিন্দু বলেছেন: 
ছন্দ বেশ। কথায় আগুনের তাপ নেই আর কি ! যা হোক, লিখুন। শুভ কামনা রইলো।
*উঠুক
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ২:০৪
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫  রাত ১২:০৯
মাকড়সাঁ বলেছেন: কবিতা হল নীরব ছবি যা কথা বলে।-সিমোনিডেস