| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শত বার আমি চেয়েছিলাম তোমাকে ঘৃণা করে 
তোমার অস্তিত্বকে অস্বীকার করে তোমায় ভুলে যেতে।  
কিন্তু অবচেতন মনের আনাচে কোনাচে ধ্রুব সত্য হয়ে 
মনের মাঝে গেঁথে আছে শুধু তোমারই প্রতিচ্ছবি। 
শত বার আমি চেয়েছিলাম তোমার সীমানা ছেড়ে 
দূর বহু দূর নিরবে নিভৃতে পালিয়ে যেতে ।  
কিন্তু অবচেতন মনের শেষ সীমানায় দেখি আছ তুমি
ভালবাসার সাত রঙ নিয়ে দাঁড়িয়ে আমারই অপেক্ষায় । 
তোমায় ছেড়ে বল কোথায় যাব? যেতে চাইলেই কি যাওয়া যায়?
১৩/০১/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড
 
 
১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:১০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।
২| 
১৩ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১০:২৬
রুদ্র জাহেদ বলেছেন: 
তোমায় ছেড়ে বল কোথায় যাব? যেতে চাইলেই কি যাওয়া যায়?
আসলেই অস্তত্বকে ছেড়ে যাওয়া যায় না।খুব ভালো লাগল পদ্য
 
১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:১১
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।
৩| 
১৩ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১০:৪৯
আরাফআহনাফ বলেছেন: যেতে চাইলেই কি যাওয়া যায়? 
ভালো লাগা রইলো।
 
১৩ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:১১
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬  সকাল ১০:২৪
রাশেদ রাহাত বলেছেন: কিন্তু অবচেতন মনের শেষ সীমানায় দেখি আছ তুমি
ভালবাসার সাত রঙ নিয়ে দাঁড়িয়ে আমারই অপেক্ষায় ।
তোমায় ছেড়ে বল কোথায় যাব?