| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পেত্রার্কীয় রীতিতে লেখা সনেট
বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণের প্রত্যয়ে     
বার ভূঁইয়ার বারংবার প্রতিরোধে  
মোঘলের বাংলা বিজয়ের গতিরোধে 
আমি ফিরে যাই ইতিহাসের সত্যয়ে ।
মোঘলের পরে মোঘল বসে বাংলার 
মসনদে। আলীবর্দী থেকে শুরু হয়ে 
শেষ হয় সিরাজের তাজা রক্ত ক্ষয়ে
বাংলার সূর্য হয় ফিরিঙ্গীর জংলার। 
পলাশির নামক মেকি যুদ্ধের শেষে
বণিকেরা হয় রাজন বাংলার বুকে  
মির্জাফরদের বিশ্বাস ঘাতকতায়। 
বেশরম বেহায়া ধোঁকাবাজরা হেসে
নিজের বস্ত্র নিজের হাতে খুলে ঝুঁকে
থাকে; ফিরিঙ্গী প্রভুর পা চাটুকতায় ।   
২৩/০১/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড। 
©somewhere in net ltd.