| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১
আমি ভালবাসি স্বচ্ছ ঐ বৃষ্টির ফোঁটা  
যখন সে তোমার উপর ঝরে পড়ে।  
ভেজা তনু ভেজা মন কম্পিত দু’ ঠোঁট,
অপলক দৃষ্টিতে তোমার তাকিয়ে থাকা। 
আমি শিহরিত কারণ আমি যে তোমার
দু চোখের বোবা ভাষা পড়ে ফেলেছি।
২
এ যেন গোধূলী বেলায় সমুদ্রের পাড়ে বসে 
ধোঁয়া উড়ানো এক কাপ কফি পান করা।   
যা কিনা এই ভূমিতে নয় অন্য কোন এক 
নতুন পৃথিবীতে, যেখানে শুধুই ভালবাসার 
শুভ্র মঘের ভেলা আকাশে ভেসে বেড়ায়।
৩ 
প্রকৃতি যখন আমদের প্রিয় শত্রু হয়ে যায়,  
তখন শুভ্র মেঘগুলো কাঠ কায়লার মত হয়ে   
প্রচণ্ড গর্জনে বিজলির হুঙ্কার ছড়িয়ে যায়।  
স্নিগ্ধ দক্ষিণা ঝিরিঝিরি বাতাসও আজ ভবঘুরে
এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস জানান দেয়; 
৪
তোমার ফিসফিস করে বলা আমার কানের কাছে 
‘ভালবাসি’ শব্দটা আমার সাদা কাল জীবনে 
এঁকে দিল অসাধারণ সাত রঙ্গে মিশ্রিত রঙ্গিন ছবি।
আর বুকের ভিতর গেঁথে দিল শক্ত এক বিশ্বাস,
যে বিশ্বাসের জোড়ে আমি ঐ ঝড়ো হাওয়ার তরে 
দাঁড়িয়ে রই তোমার হাতটি ধরে স্রোতের বিপরীতে।
৫
তোমার রূপ যেন পবিত্র অলংকার এই পৃথিবীর বুকে
আর আমি চিরকালের জন্য সেই রূপের পবিত্র সিন্দুক,
কখনো কখনো আমি অবাধ্য বন্যতায় মাতাল হয়ে গিয়ে 
তোমায় শক্ত করে জড়িয়ে ধরি আমার বাহু ডোরে;
আমি শিহরিত হই তোমার কম্পিত ভেজা ঠোঁটের আহ্বানে, 
আর নিজেকে সংযত রাখতে পারি না তোমায় কাছে টেনে
তোমার ঐ শিহরিত কম্পিত ভেজা ঠোঁটে চুমু খাওয়া হতে।
১৯/০২/২০১৬ইং
টোলামোর,আয়ারল্যান্ড।  
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:১৯
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন ।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার কবিতা আগেও পড়েছি, বেশ ভাল লিখেন।
চমৎকার, অনেক অনেক ভাল লাগা রইল।