| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কত সহস্র হাজার বার চেয়েছি আমি তোমায় ঘৃণা করতে  
কত নির্ঘুম রাত আমি কাটিয়ে দিয়েছি তোমায় নিয়ে  
আর কোন স্বপ্ন দেখবো না বলে । 
আমার বিধাতা জানে এই হৃদয়ে শূন্যতা গুলো
বেশ ধরে আছে চোরাবালির মত করে,
চোরাবালির চোরা টানে 
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি আমি তোমার স্মৃতির ধুম্র জালের অতল গহ্বরে ।   
কত বার ভেবেছি তোমার চোখে চোখ রেখে 
দৃঢ় কন্ঠে বলব আমি, বাসি না ভাল তোমায় এখন আর আমি।  
তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে গিয়ে
কত বার ফিরে এসেছি আমি তোমার দুয়ার থেকে । 
পারি নি তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে 
পারি না তোমায় এত কিছুর পরও ঘৃণা করতে। 
পারি না তোমায় বাসি না ভাল বলতে । 
আমার বিধাতা জানে শুধু ভালবাসি তোমায় আমি 
এখনো আগেরই মত করে।  
                                        
 (২৮/০১/২০১৪ইং)
 
 
১৪ ই মার্চ, ২০১৬  ভোর ৪:৩৮
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।
২| 
১২ ই মার্চ, ২০১৬  রাত ৯:৫৩
কবীর বলেছেন: আমার কাছে একটা লাইক ছিল তা রেখে গেলাম। ধন্যবাদ ভাই
 
১৪ ই মার্চ, ২০১৬  ভোর ৪:৩৯
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো। শুভেচ্ছা রইলো । ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬  রাত ৯:৪৬
বিজন রয় বলেছেন: কত শহস্র হাজার বার চেয়েছি আমি তোমায় ঘৃণা করতে.........
হা হা ঘৃণা করলেও আসলে মানুষ ভাল না বেসে পারে না।
++++
সহস্র হবে।