| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাবনের বিভীষিকার আগ্রাসনে  
বিপ্রকর্ষ চিত্ত আমার সত্যের সন্ধানে ।  
গণিকারা রূপের পশার সাজিয়ে 
বসে থাকে রাস্তার সস্তা বাজারে ।
চোখের অশ্রু রক্ত জমাট বেঁধে
গুমরানোর শব্দ যায় শিৎকারের সাথে মিশে। 
বিভূষণা গণিকার দেহের শিঞ্জনে 
কম্পতি হয় আকাশ বাতাস রাত্রির নিস্তব্ধতা। 
পথের ধারে তমিস্র রজনীতে 
আকাশকে সাজিয়ে তারার আলোতে 
বন্ধক রেখে জীবন নামক সম্বল, 
ইটের বালিশ মাথায় রেখে অভুক্ত রাত্রি যাপন ।
রাত্রি ফুরায় তবুও জীবন বন্ধক থাকে
ক্ষুধার অস্তিত্বের কাছে। 
সত্যের কুপ্পি নিভু নিভু করে 
বিবেকের বিব্রত বিভাজনে 
পোকামাকড়ের সাথে ঘর বেঁধে 
চলে মানবতার নিধন......। 
 
১৪ ই মার্চ, ২০১৬  ভোর ৫:১৮
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।
২| 
১৪ ই মার্চ, ২০১৬  সকাল ৮:৪৫
বিজন রয় বলেছেন: বিভূতি-২ও পড়লাম।
আপনি অনেক ভাল লেখেন।
+++
 
১৪ ই মার্চ, ২০১৬  সকাল ৯:২৫
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো। ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন।
৩| 
১৪ ই মার্চ, ২০১৬  সকাল ১১:১৪
মুসাফির নামা বলেছেন: অনেক ভাললাগা কবিতা।
 
১৪ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:৫০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬  ভোর ৫:১৭
নুর আমিন লেবু বলেছেন: চমৎকার কবিতা