![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণিকারা বাড়ি ফিরে নিশাচর পাখির মত,
ভোরের আলো, নির্ঘুম চোখ, নিয়ে অপবিত্র ক্লান্ত দেহ ।
ব্যস্ত শহর আবার ব্যস্ত হয় রাতের নিরবতা ভেঙ্গে,
কুকুর বিড়ালের মত সব ডাস্টবিনে যায় খাবারের সন্ধানে।
বুভুক্ষিত গৃধ্র দেখে আকাশ থেকে কঙ্কাল সাড় মানব দেহ,
মনে মনে ভাবে গৃধ্র প্রাণ ছাড়বে কখন ঐ দেহ?
গৃধ্রের দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হয়
দু’শো ছয়টা মাংসহীন অস্থির সাথে,
তবুও গৃধ্র তৃপ্তির ঢেঁকুর তুলে পরিবার পরিজন নিয়ে।
চারদিকে শুধু হাহাকার আর লাশের পঁচা গন্ধ,
মানুষ নামক বিভূতি আজ যুদ্ধ যুদ্ধ খেলায় লিপ্ত।
নতুন নতুন ফতোইয়ার ভিড়ে ধর্মকে করে বিভক্ত,
ধর্মের দোহাই দিয়ে শুধু মণ্ডুর কর্তনে ক্ষিপ্ত ।
রচনা কাল ১৯/০৯/২০১৪ইং
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৬
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৯
বিজন রয় বলেছেন: এই কবিতার ব্যাখ্য কি হতে পারে। এ কথায় অনেক গভীরের কথা।
অনেক ভাবছি। ২০৬টি অস্থি!!!
অসাম।
+++